ETV Bharat / jagte-raho

স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে প্রতিবেশী খুনে যাবজ্জীবন - প্রতিবেশীকে খুনে যাবজ্জীবন

ঘটনাটি 2015 সালের ময়নাগুড়ির রামশাই এলাকার । সরকার পক্ষের আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বছরের 4 জুলাই ময়নাগুড়ি রামশাই গ্রাম পঞ্চায়েতের ছাটুয়া বনবস্তির বাসিন্দা সুকুমার ওরাওঁকে খুন করে প্রতিবেশী শম্ভু ওরাওঁ ।

court
ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে
author img

By

Published : Nov 30, 2019, 10:40 PM IST

জলপাইগুড়ি, 30 নভেম্বর : স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে প্রতিবেশীকে খুনের দায়ে ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ৷ সাজাপ্রাপ্তের নাম শম্ভু ওরাওঁ ৷ আজ জলপাইগুড়ি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) অনির্বাণ চৌধুরি সাজা ঘোষণা করেন ৷

ঘটনাটি 2015 সালের ময়নাগুড়ির রামশাই এলাকার । সরকার পক্ষের আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বছরের 4 জুলাই ময়নাগুড়ি রামশাই গ্রাম পঞ্চায়েতের ছাটুয়া বনবস্তির বাসিন্দা সুকুমার ওরাওঁকে খুন করে প্রতিবেশী শম্ভু ওরাওঁ । শম্ভুর অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে সুকুমারের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ এই সন্দেহে শম্ভু প্রতিবেশী মন্টু ওরাওঁয়ের বাড়িতে গিয়ে সুকুমারের উপর হামলা চালায় । ছুরি দিয়ে একাধিকবার সুকুমারের বুকে আঘাত করে ৷ খুন করে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে পাশের জঙ্গলে পালিয়েছিল শম্ভু । সেই রাতেই জঙ্গলে তল্লাশি চালিয়ে শম্ভুক গ্রেপ্তার করে পুলিশ । মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় রক্তাক্ত চাকু ।

রক্তাক্ত অবস্থায় মিন্টু ওরাওঁয়ের বাড়ি থেকে সুকুমারের দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ । ঘটনার 90 দিনের মধ্যে ময়নাগুড়ি থানার পুলিশ চার্জশিট জমা দেয় । এই মামলায় 14 জন সাক্ষ্য দেন ৷ শুক্রবার অভিযুক্তকে দোষীসাব্যস্ত করে আদালত । আজ জলপাইগুড়ি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) অনির্বাণ চৌধুরি শম্ভুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ৷ পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ৷ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী ।

জলপাইগুড়ি, 30 নভেম্বর : স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে প্রতিবেশীকে খুনের দায়ে ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ৷ সাজাপ্রাপ্তের নাম শম্ভু ওরাওঁ ৷ আজ জলপাইগুড়ি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) অনির্বাণ চৌধুরি সাজা ঘোষণা করেন ৷

ঘটনাটি 2015 সালের ময়নাগুড়ির রামশাই এলাকার । সরকার পক্ষের আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বছরের 4 জুলাই ময়নাগুড়ি রামশাই গ্রাম পঞ্চায়েতের ছাটুয়া বনবস্তির বাসিন্দা সুকুমার ওরাওঁকে খুন করে প্রতিবেশী শম্ভু ওরাওঁ । শম্ভুর অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে সুকুমারের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ এই সন্দেহে শম্ভু প্রতিবেশী মন্টু ওরাওঁয়ের বাড়িতে গিয়ে সুকুমারের উপর হামলা চালায় । ছুরি দিয়ে একাধিকবার সুকুমারের বুকে আঘাত করে ৷ খুন করে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে পাশের জঙ্গলে পালিয়েছিল শম্ভু । সেই রাতেই জঙ্গলে তল্লাশি চালিয়ে শম্ভুক গ্রেপ্তার করে পুলিশ । মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় রক্তাক্ত চাকু ।

রক্তাক্ত অবস্থায় মিন্টু ওরাওঁয়ের বাড়ি থেকে সুকুমারের দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ । ঘটনার 90 দিনের মধ্যে ময়নাগুড়ি থানার পুলিশ চার্জশিট জমা দেয় । এই মামলায় 14 জন সাক্ষ্য দেন ৷ শুক্রবার অভিযুক্তকে দোষীসাব্যস্ত করে আদালত । আজ জলপাইগুড়ি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) অনির্বাণ চৌধুরি শম্ভুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ৷ পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ৷ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী ।

Intro:স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে।সন্দেহের বসে প্রতিবেশীকে খুন।যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তর।


Body:স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে।সন্দেহের বসে প্রতিবেশীকে খুন।যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তর।


Conclusion:স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে।সন্দেহের বসে প্রতিবেশীকে খুন।যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.