ETV Bharat / jagte-raho

বন্দর এলাকায় উদ্ধার 21 কেজি গাঁজা, গ্রেপ্তার 1

author img

By

Published : Jan 2, 2020, 3:15 PM IST

শৈবাল যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সিক লেনের বাসিন্দা এই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21 কেজি 230 গ্রাম গাঁজা।

drug peddler arrested
উদ্ধার প্রচুর গাঁজা

কলকাতা, 2 জানুয়ারি: বন্দর এলাকা থেকে উদ্ধার 21 কেজি গাঁজা । এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার শৈবাল যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি সিক লেনের বাসিন্দা ।

কলকাতা শহরকে মাদকমুক্ত করার বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আর তাই শহরের বিভিন্ন জায়গায় নজর রাখছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। বিগত বছরের শেষ কয়েক মাসে উদ্ধার হয়েছে প্রচুর মাদক। বছরের শুরুতে শৈবাল যাদব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সিক লেনের বাসিন্দা এই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21 কেজি 230 গ্রাম গাঁজা। তারপরই গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছে উদ্ধার হয় দেড় হাজার টাকাও। ওই গাঁজা কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ, ভিন রাজ্য থেকে ওই গাঁজা আনানো হয়েছে। পুরো চক্রের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

কলকাতার বন্দর এলাকা থেকে মাদক বিদেশে পাচার করা হচ্ছে বলে পুলিশের সন্দেহ । আবার বিদেশ থেকে আসা ইয়াবা অনেক সময় এই বন্দর এলাকা থেকে ছড়িয়ে পড়ছে কলকাতার বিভিন্ন প্রান্তে।

কলকাতা, 2 জানুয়ারি: বন্দর এলাকা থেকে উদ্ধার 21 কেজি গাঁজা । এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার শৈবাল যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি সিক লেনের বাসিন্দা ।

কলকাতা শহরকে মাদকমুক্ত করার বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আর তাই শহরের বিভিন্ন জায়গায় নজর রাখছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। বিগত বছরের শেষ কয়েক মাসে উদ্ধার হয়েছে প্রচুর মাদক। বছরের শুরুতে শৈবাল যাদব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সিক লেনের বাসিন্দা এই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21 কেজি 230 গ্রাম গাঁজা। তারপরই গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছে উদ্ধার হয় দেড় হাজার টাকাও। ওই গাঁজা কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ, ভিন রাজ্য থেকে ওই গাঁজা আনানো হয়েছে। পুরো চক্রের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

কলকাতার বন্দর এলাকা থেকে মাদক বিদেশে পাচার করা হচ্ছে বলে পুলিশের সন্দেহ । আবার বিদেশ থেকে আসা ইয়াবা অনেক সময় এই বন্দর এলাকা থেকে ছড়িয়ে পড়ছে কলকাতার বিভিন্ন প্রান্তে।

Intro:কলকাতা, 2 জানুয়ারি: বন্দর আছে বন্দরেই। শত ধরপাকড়েও কমছে না মাদক কারবার। অতীত বলছে, এখান থেকে মাদক পাচার হয় বিদেশেও। আবার বিদেশ থেকে আসা ইয়াবা অনেক সময় এই বন্দর এলাকা থেকে ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে। সেই এলাকা থেকে বেহালা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল মাদক। খবর পায় কলকাতা পুলিশ। সেই সূত্রে অভিযান চালিয়ে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এক মাদক কারবারিকে। তার কাছে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা।


Body:গত অক্টোবর মাসে দক্ষিণ বন্দর থানা এলাকায় বেশ কয়েকজন গাঁজা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় চক্রের দুই কিংপিনের কথা। তারা ভূকৈলাশ রোড এলাকার বাসিন্দা ছিল। তাদের কাছে উদ্ধার হয় প্রচুর গাজা। আবার উত্তর বন্দর থানা এলাকায় গত 30 সেপ্টেম্বর আটক করা হয় লরি বোঝাই গাজা। বাজেয়াপ্ত করা হয় 868 কেজি মাদক। গত অগাস্ট মাসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স খবর পায়, ওয়াটগঞ্জ এলাকায় হাত বদল হবে প্রচুর মাদকের। আটক করা হয় সইফুদ্দিন শেখকে। তার কাছে উদ্ধার হয় প্রচুর গাঁজা।



Conclusion:কলকাতা শহরকে মাদকমুক্ত করতে বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আর তাই শহরের সব সর্বত্র নজর রাখছে কলকাতা পুলিশ। গত বছর শেষ কয়েক মাসে উদ্ধার হয়েছে প্রচুর মাদক। আর গতকাল শৈবাল যাদব নামে এক মাঝ বয়সী ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি সিক লেনের বাসিন্দা। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 21 কেজি 230 গ্রাম গাঁজা। তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। কার কাছে উদ্ধার হয় দেড় হাজার টাকাও। ওই গাঁজা কোথা থেকে পেল সে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ ভিন রাজ্য থেকে ওই গাঁজা আনানো হয়েছে। পুরো চক্রের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.