ETV Bharat / jagte-raho

আলিপুরদুয়ারে সদ্যোজাতকে খুনে অভিযুক্ত মা - মাঝেরডাবরি গ্রামে জলাশয় থেকে উদ্ধার নবজাতকের দেহ

গলা টিপে শ্বাসরোধ করে সদ্যোজাতকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ আজ সকালে একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয় ৷

alp
alp
author img

By

Published : May 28, 2020, 6:44 PM IST

আলিপুরদুয়ার, 28 মে : মাঝেরডাবরি গ্রামে জলাশয় থেকে উদ্ধার নবজাতকের দেহ । অভিযোগ, মায়ের হাতে খুন হয়েছে ওই শিশু। তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ । প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভাবের তাড়নায় সন্তানকে খুন করেছেন মহিলা ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে শিশুকন্যার জন্ম দেয় ছবি সিংহ রায় । ছবির স্বামী সাধন একজন ঠিকা শ্রমিক । অভিযোগ, শিশুকন্যার জন্মের এক ঘন্টার মধ্যেই ছবি তার মেয়েকে গলা টিপে খুন করে । পরে বাড়ির পাশের একটি জলাশয়ে মৃতদেহ ফেলে দেয় । বিষয়টি দেখতে পায় ছবির আর এক মেয়ে চন্দনা সিংহ রায় । চন্দনার কথায়, "দেখলাম বোনকে মা গলা টিপে মেরে জলে ফেলে দিয়েছে ।”

এই বিষয়ে সাধন সিংহরায় বলেন, “আমি বাড়িতে ছিলাম না । 100 দিনের কাজে ছিলাম । খবর পেয়ে বাড়ি এলাম । আমার মেয়ে দেখেছিল । লকডাউনে রোজগার বন্ধ ছিল । এখন 100 দিনের কাজ করছি । অভাবের সংসার । আমার স্ত্রী কেন এমন কাজ করল জানি না ।”

ঘটনার খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । অভিযুক্ত ছবি সিংহ রায় বর্তমানে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । বারোবিশা ফাঁড়ির OC লাকপা লামা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । প্রাথমিকভাবে আমরা পরিবারের অভিযোগ শুনেছি । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 28 মে : মাঝেরডাবরি গ্রামে জলাশয় থেকে উদ্ধার নবজাতকের দেহ । অভিযোগ, মায়ের হাতে খুন হয়েছে ওই শিশু। তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ । প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভাবের তাড়নায় সন্তানকে খুন করেছেন মহিলা ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে শিশুকন্যার জন্ম দেয় ছবি সিংহ রায় । ছবির স্বামী সাধন একজন ঠিকা শ্রমিক । অভিযোগ, শিশুকন্যার জন্মের এক ঘন্টার মধ্যেই ছবি তার মেয়েকে গলা টিপে খুন করে । পরে বাড়ির পাশের একটি জলাশয়ে মৃতদেহ ফেলে দেয় । বিষয়টি দেখতে পায় ছবির আর এক মেয়ে চন্দনা সিংহ রায় । চন্দনার কথায়, "দেখলাম বোনকে মা গলা টিপে মেরে জলে ফেলে দিয়েছে ।”

এই বিষয়ে সাধন সিংহরায় বলেন, “আমি বাড়িতে ছিলাম না । 100 দিনের কাজে ছিলাম । খবর পেয়ে বাড়ি এলাম । আমার মেয়ে দেখেছিল । লকডাউনে রোজগার বন্ধ ছিল । এখন 100 দিনের কাজ করছি । অভাবের সংসার । আমার স্ত্রী কেন এমন কাজ করল জানি না ।”

ঘটনার খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । অভিযুক্ত ছবি সিংহ রায় বর্তমানে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । বারোবিশা ফাঁড়ির OC লাকপা লামা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । প্রাথমিকভাবে আমরা পরিবারের অভিযোগ শুনেছি । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.