ETV Bharat / jagte-raho

"চেইন ম্যান" কামরুজ্জামানকে ফের হেপাজতে নিল পুলিশ - kamarujjaman

জিজ্ঞাসাবাদের জন্য কামরুজ্জামানকে দুইদিনের হেপাজতে নিল পুলিশ। ১৭ জুলাই ফের তাকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক ।

কামরুজ্জামানকে ফের হেপাজতে নিল পুলিশ
author img

By

Published : Jun 16, 2019, 5:56 AM IST

কালনা, 16 জুন : জিজ্ঞাসাবাদের জন্য কামরুজ্জামানকে ফের দুইদিনের হেপাজতে নিল পুলিশ। গতকাল তাকে আদালতে তোলা হয় । সেই সময় তাকে দেখতে আদালত চত্বরে ভিড় জমে যায়।

অভিযুক্তর আইনজীবী শুভ্র রায় তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন জানালে তা নাকচ করে দেন বিচারক উজ্জ্বল ঘোষ । এই মামলার তদন্তকারী অফিসার হাসান পারভেজ় অভিযুক্তকে হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত । ১৭ জুলাই ফের তাকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক ।

একাধিক মহিলার গলায় ফাঁস লাগিয়ে খুন ও চুরির ঘটনায় অভিযুক্ত কামরুজ্জামান সরকার । অভিযোগ বাড়িতে ঢুকে সে মহিলাদের গলায় লোহার চেন পেঁচিয়ে খুন করত এবং চুরি করে পালাত । শনিবার তাকে আদালতে তোলা হলে তার আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বিচারককে বলেন, "কালনা থানার গোয়ারা গ্রামে ২২ মে এক মহিলাকে খুনের ঘটনায় আমার মক্কেলকে পুলিশ গ্রেপ্তার করে । পুলিশ দাবি করে ওই মহিলার মৃতদেহের পাশে একটি ভোটার আইকার্ড ও একটি জামার বোতাম উদ্ধার হয় । তারই ভিত্তিতে নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান সরকারকে গ্রেপ্তার করা হয় । ইতিমধ্যে সে ১২ দিন পুলিশ হেপাজতে ছিল । পুলিশের দাবি, ধৃত সিরিয়াল কিলার । কিন্তু পুলিশের বক্তব্যে ফারাক রয়েছে । তাই আমার মক্কেলকে জামিন দেওয়া হোক । "

অন্যদিকে সরকারপক্ষের আইনজীবী অপূর্ব দাস জামিনের আবেদনের বিরোধিতা করেন । বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তের জামিন নামঞ্জুর করেন ।

কালনা, 16 জুন : জিজ্ঞাসাবাদের জন্য কামরুজ্জামানকে ফের দুইদিনের হেপাজতে নিল পুলিশ। গতকাল তাকে আদালতে তোলা হয় । সেই সময় তাকে দেখতে আদালত চত্বরে ভিড় জমে যায়।

অভিযুক্তর আইনজীবী শুভ্র রায় তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন জানালে তা নাকচ করে দেন বিচারক উজ্জ্বল ঘোষ । এই মামলার তদন্তকারী অফিসার হাসান পারভেজ় অভিযুক্তকে হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত । ১৭ জুলাই ফের তাকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক ।

একাধিক মহিলার গলায় ফাঁস লাগিয়ে খুন ও চুরির ঘটনায় অভিযুক্ত কামরুজ্জামান সরকার । অভিযোগ বাড়িতে ঢুকে সে মহিলাদের গলায় লোহার চেন পেঁচিয়ে খুন করত এবং চুরি করে পালাত । শনিবার তাকে আদালতে তোলা হলে তার আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বিচারককে বলেন, "কালনা থানার গোয়ারা গ্রামে ২২ মে এক মহিলাকে খুনের ঘটনায় আমার মক্কেলকে পুলিশ গ্রেপ্তার করে । পুলিশ দাবি করে ওই মহিলার মৃতদেহের পাশে একটি ভোটার আইকার্ড ও একটি জামার বোতাম উদ্ধার হয় । তারই ভিত্তিতে নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান সরকারকে গ্রেপ্তার করা হয় । ইতিমধ্যে সে ১২ দিন পুলিশ হেপাজতে ছিল । পুলিশের দাবি, ধৃত সিরিয়াল কিলার । কিন্তু পুলিশের বক্তব্যে ফারাক রয়েছে । তাই আমার মক্কেলকে জামিন দেওয়া হোক । "

অন্যদিকে সরকারপক্ষের আইনজীবী অপূর্ব দাস জামিনের আবেদনের বিরোধিতা করেন । বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তের জামিন নামঞ্জুর করেন ।

Intro:কামরুজ্জামানকে ফের পুলিশ হেপাজতে নিল পুলিশ

সন্তোষ দাস, কালনা

ফের জিজ্ঞাসাবাদের জন্য কামরুজ্জামানকে পুলিশ হেপাজতে নিল পুলিশ। এদিন তাকে আদালতে তোলার সময় তাকে দেখতে ভিড় জমে যায়।

অভিযুক্তপক্ষের আইনজীবী শুভ্র রায় তার  মক্কেলের জন্য জামিনের আবেদন জানালে তা নাকচ করে দেন বিচারক উজ্জ্বল ঘোষ।এই মামলার তদন্তকারী অফিসার হাসান পারভেজ অন্য একটি মামলায় অভিযুক্তকে জেলে রেখেই জিজ্ঞাসাবাদ করার আবেদন জানালে তা মন্জুর হয়।আগামী ১৭ই জুলাই পুনরায় তাকে আদালতে হাজির করানোর নির্দ্দেশ  দেন বিচারক।
একের পর এক মহিলার গলায় ফাঁস লাগিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত কামরুজ্জামান সরকার।শনিবার তাকে আদালতে তোলা হলে তার পক্ষে সওয়াল করেন অভিযুক্ত পক্ষের উকিল বলেন‘ কালনা থানার গোয়ারা গ্রামে গত ২২ শে মে এক  মহিলাকে খুনের ঘটনায় আমার মক্কেলকে পুলিশ গ্রেপ্তার করে।পুলিশ দাবি করে ওই মহিলার মৃতদেহের পাশে একটি ভোটার আই কার্ড ও একটি জামার বোতাম উদ্ধার হয়।তারই ভিত্তিতে নাদনঘাট থানার  নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান সরকারকে গ্রেপ্তার করা হয়।১২ দিনের পুলিশ হেপাজতে নিয়ে পুলিশ ওই মামলার অন্য কোন নথি না পেশ করে  এদিন একটি চেন, একটি লোহার রড ও একটি নাইলনের ব্যাগ আদালতে হাজির করে।পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ধৃত সিরিয়াল চেন কিলার সে বিভিন্ন এলাকায় একাধিক অপরাধ সংগঠিত করেছে।শুভ্র বাবু বিচারকের নিকট দাবি করেন- পুলিশের বক্তব্যে ফারাক রয়েছে।তাই আমার মক্কেলকে জামিন দেওয়া হোক।অন্যদিকে সরকার আইনজীবী অপূর্ব দাস এই আবেদনের বিরোধিতা করলে অভিযুক্তের জামিন নামন্জুর হয়।জেল হেপাজত হয়।’Body:ফের কামরুজ্জামান কে Conclusion:পুলিশ হেপাজতে নিল পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.