কলকাতা, 5 ফেব্রুয়ারি: শিশুপর্নোগ্রাফি দেখে শিশুদের উপর যৌন অত্যাচারের ইচ্ছে জন্মেছিল জোড়াবাগানকাণ্ডে ধৃত রামকুমার ওরফে লম্বুর। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। এর আগে বহুবার সে চাইল্ড পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করেছে বলেও জেরায় স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
লালবাজারের হোমিসাইড সূত্রের খবর, মোবাইলে নিয়মিত শিশু পর্নোগ্রাফি দেখত ধৃত রামকুমার। সে সব দেখেই বাস্তব জীবনেও শিশুদের সঙ্গে দুষ্কর্ম করার ইচ্ছে হয়েছিল তার। রাতভর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে চোখের জল ফেলতে ফেলতে অপরাধ স্বীকার করে নিয়েছে রামকুমার। তার ব্যবহৃত ফোনটি ঘটনার দিনই বাজেয়াপ্ত করেছিলেন গোয়েন্দারা। সেই ফোন খুলতেই তার মধ্যে 100 টিরও বেশি শিশু পর্নোগ্রাফি পায় পুলিশ।
সূত্রের খবর, জিজ্ঞাসা করা হলে রামকুমার জানায় সেই রাতেই সে চাইল্ড পর্নোগ্রাফি দেখেছিল। পুলিশ সূত্রের খবর, তাকে জিজ্ঞাসা করা হয় সে কি শুধু শিশু পর্নোগ্রাফি দেখতেই উৎসাহিত? নাকি প্রাপ্তবয়স্ক পর্নোগ্রাফি সিনেমাও সে দেখতে ভালোবাসে? জবাবে রামকুমার জানায়, সে শুধুমাত্র ছোটদের পর্নোগ্রাফি দেখতেই পছন্দ করে।
আরও পড়ুন: দারোয়ানই খুনি ? হেতাল পারেখের স্মৃতি ফেরাচ্ছে জোড়াবাগান
গোয়েন্দাদের বক্তব্য, এটি একটি মানসিক রোগ। আর এই রোগ থেকেই জন্ম নিল জঘন্য অপরাধের। হোমিসাইড সূত্রের খবর, ঘটনার দিন মদ্যপান করেছিল অভিযুক্ত। আর মদ্যপান করতে করতেই সে মোবাইলে পর্নোগ্রাফি দেখছিল। সেই সময় শিশুর গলার আওয়াজ পেয়ে এই অপরাধে লিপ্ত হয় সে।