ETV Bharat / jagte-raho

মহেশতলায় মহিলাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার স্বামী - woman murdered

মহেশতলায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ মৃতের নাম মধুমিতা কর্মকার ৷ আজ ছেলের জন্মদিন উপলক্ষ্যে গতকাল স্বামীর বাড়ি ছেলের সঙ্গে দেখা করতে গেছিলেন মধুমিতা ৷ সেসময় তাঁর স্বামী শিবু কর্মকার তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ করেন মধুমিতার দিদি পারমিতা গাঙ্গুলি ৷

মৃতদেহ
author img

By

Published : Oct 13, 2019, 12:47 PM IST

Updated : Oct 13, 2019, 3:11 PM IST

মহেশতলা, 13 অক্টোবর : মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার মহেশতলার মেমানপুরের রামকৃষ্ণ পল্লির ঘটনা ৷

মৃতের নাম মধুমিতা কর্মকার (42) ৷ বাড়ি বেহালার পর্ণশ্রীতে ৷ 17 বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল শিবু কর্মকারের ৷ শিবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ৷ তাঁদের 12 বছরের একটি ছেলে রয়েছে ৷ গত কয়েকবছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল ৷ মধুমিতার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন শিবু ৷ তিক্ততা বাড়ায় মাস তিনেক আগেই থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন ৷ মধুমিতা পর্ণশ্রীতে তাঁর দিদি পারমিতা গাঙ্গুলির বাড়িতে থাকতেন ৷ ডিভোর্সের জন্য আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল ৷ ছেলে শিবুর কাছেই থাকত ৷

দেখুন ভিডিয়ো...

আজ ছেলের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় মধুমিতা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ পারমিতা জানান, মধুমিতা একবার শুধু ছেলেকে দেখতে চেয়েছিলেন ৷ শিবু ধারালো অস্ত্র নিয়ে মধুমিতার উপর ঝাঁপিয়ে পড়েন ৷ বোনকে বাঁচাতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে অন্ধকারে ঠেলে ফেলে দেন ৷ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ৷ ততক্ষণে ঘটনাস্থান থেকে চম্পট দেন শিবু ৷ স্থানীয়দের সহযোগিতায় মধুমিতাকে বজবজ হাসপাতালে নিয়ে যান পারমিতা ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মহেশতলা থানায় ৷ গতরাতেই শিবুকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাঁকে আলিপুর বিশেষ আদালতে তোলা হবে ৷

মহেশতলা, 13 অক্টোবর : মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার মহেশতলার মেমানপুরের রামকৃষ্ণ পল্লির ঘটনা ৷

মৃতের নাম মধুমিতা কর্মকার (42) ৷ বাড়ি বেহালার পর্ণশ্রীতে ৷ 17 বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল শিবু কর্মকারের ৷ শিবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ৷ তাঁদের 12 বছরের একটি ছেলে রয়েছে ৷ গত কয়েকবছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল ৷ মধুমিতার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন শিবু ৷ তিক্ততা বাড়ায় মাস তিনেক আগেই থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন ৷ মধুমিতা পর্ণশ্রীতে তাঁর দিদি পারমিতা গাঙ্গুলির বাড়িতে থাকতেন ৷ ডিভোর্সের জন্য আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল ৷ ছেলে শিবুর কাছেই থাকত ৷

দেখুন ভিডিয়ো...

আজ ছেলের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় মধুমিতা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ পারমিতা জানান, মধুমিতা একবার শুধু ছেলেকে দেখতে চেয়েছিলেন ৷ শিবু ধারালো অস্ত্র নিয়ে মধুমিতার উপর ঝাঁপিয়ে পড়েন ৷ বোনকে বাঁচাতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে অন্ধকারে ঠেলে ফেলে দেন ৷ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ৷ ততক্ষণে ঘটনাস্থান থেকে চম্পট দেন শিবু ৷ স্থানীয়দের সহযোগিতায় মধুমিতাকে বজবজ হাসপাতালে নিয়ে যান পারমিতা ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মহেশতলা থানায় ৷ গতরাতেই শিবুকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাঁকে আলিপুর বিশেষ আদালতে তোলা হবে ৷

Intro:Body:মহেশতলায় ছেলের জন্মদিনেই স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত স্বামী

মহেশতলা, ১৩ অক্টোবর
ছেলের জন্মদিনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করল স্বামী । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানার মেমানপুরের রামকৃষ্ণ পল্লীতে। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গতরাত থেকে । মৃতার নাম মধুমিতা কর্মকার। বছর বিয়াল্লিশের মধুমিতার সাথে বছর পঁতাল্লিশের শিবু কর্মকারের বিয়ে হয় 17 বছর আগে। মেমানপুরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা শিবু কর্মকার পেশায় ইলেকট্রিক মিস্ত্রী । বেহালার পর্ণশ্রী বাসিন্দা মধুমিতা কর্মকার। বিবাহের পর থেকে বেশ ভালো ভাবে কাটাছিলো দম্পতি। তাদের ১২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সুখে শান্তিতে চলছিলো সাংসারিক জীবন । কিন্তু ধীরে ধীরে যেনো সংসারে কালে মেঘ ছেয়ে যায়, শিবু কর্মকার তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতে শুরু করে। এরপর থেকে দুজনের মধ্যে দুরত্ব দিনে দিনে। সন্দেহ তীর এতোটাই তীক্ষ্ম হয়ে এসেছিল যে স্বামী স্ত্রীর দুই জন গত 3 মাস আগে থেকেই আলাদা থাকতে শুরু করে এবং মধুমিতা তার দিদির বাড়িতে অর্থাত বেহালার পর্ণশ্রী থাকতে শুরু করে। এমনকি তাদের ডিভোর্সের জন্য আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল। ছেলেটি তার বাবা শিবু কর্মকারের কাছে থাকতো। ছেলে ইমন কর্মকার আজকের তারিখে জন্মদিন। উপহার নিয়ে ছেলেকে দেখার জন্য দিদিকে সঙ্গে নিয়ে মধুমিতা কর্মকার তার স্বামীর বাড়ি মেমানপুরের আসে গতকাল সন্ধ্যায়। যখন বাড়িতে প্রবেশ করে মধুমিতা অন্ধকারে মৃত্যুর ফাঁদ পেতে অপেক্ষা করছিল তার স্বামী শিবু কর্মকার। ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মধুমিতার উপরে। মধুমিতা দিদিরা বোনকে বাঁচাতে গেলে অন্ধকার ঠেলে ফেলে দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মধুমিতাকে। চিংকার চেঁচামেচি ছুটে ছুটে আসে স্থানীয় মানুষ। ততক্ষণে চম্পট দেয় শিবু কর্মকার । স্থানীয় মানুষ জনের সাহায্যে মধুমিতার দিদিরা বোনকে বাঁচানোর তাগিদে উদ্ধার বজবজ হসপিটালে নিয়ে এলে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করেন । মৃতার পরিবারের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ গতরাতেই অভিযুক্ত স্বামী শিবুকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রজু করেছে খুনের মামলা। আজ তাকে আলীপুরের বিশেষ আদালতে তোলা হবে।
Conclusion:
Last Updated : Oct 13, 2019, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.