ETV Bharat / jagte-raho

কলকাতায় ব্রাউন সুগার বিক্রির চক্র, গ্রেপ্তার দম্পতি - Smugglers

162 নম্বর BB গাঙ্গুলি স্ট্রিটের সামনে থেকে মাদক কারবার চালাচ্ছিল স্বামী-স্ত্রী। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে 606 গ্রাম ব্রাউন সুগার। যায় বাজার মূল্য কয়েক লাখ টাকা।

Drug
Drug
author img

By

Published : Jul 21, 2020, 2:57 PM IST

কলকাতা, 21 জুলাই : কোরোনা সংক্রমণের মধ্যেও থেমে নেই মাদক ব্যবসায়ীরা ৷ মাদক ব্যবসা কলকাতার বিভিন্ন এলাকায় চলছেই। আজ ব্রাউন সুগার বিক্রির দায়ে গ্রেপ্তার করা হল দুজনকে । তাদের কাছে উদ্ধার হয়েছে কয়েক লাখ টাকার মাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর ছিল মুচিপাড়া থানা এলাকায় চলছিল ব্রাউন সুগারের কারবার। সেই সূত্র ধরেই গোপন সোর্স লাগায় কলকাতা পুলিশ। জানা যায়, 30 বছরের পরিমল রায় এবং একই বয়সের মায়া হালদার চালাচ্ছে এই মাদক বিক্রির কারবার । মায়া পরিমলের স্ত্রী। তারা দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরিফের রবীন্দ্র নগরের বাসিন্দা । 162 নম্বর BB গাঙ্গুলি স্ট্রিটের সামনে তারা চালাচ্ছিল মাদক কারবার । খদ্দের সেজে তাদের কাছে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের অফিসাররা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় দম্পতিকে।

ধৃতদের কাছে উদ্ধার হয়েছে 606 গ্রাম ব্রাউন সুগার। যায় বাজার মূল্য কয়েক লাখ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই মাদক তারা কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা, 21 জুলাই : কোরোনা সংক্রমণের মধ্যেও থেমে নেই মাদক ব্যবসায়ীরা ৷ মাদক ব্যবসা কলকাতার বিভিন্ন এলাকায় চলছেই। আজ ব্রাউন সুগার বিক্রির দায়ে গ্রেপ্তার করা হল দুজনকে । তাদের কাছে উদ্ধার হয়েছে কয়েক লাখ টাকার মাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর ছিল মুচিপাড়া থানা এলাকায় চলছিল ব্রাউন সুগারের কারবার। সেই সূত্র ধরেই গোপন সোর্স লাগায় কলকাতা পুলিশ। জানা যায়, 30 বছরের পরিমল রায় এবং একই বয়সের মায়া হালদার চালাচ্ছে এই মাদক বিক্রির কারবার । মায়া পরিমলের স্ত্রী। তারা দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরিফের রবীন্দ্র নগরের বাসিন্দা । 162 নম্বর BB গাঙ্গুলি স্ট্রিটের সামনে তারা চালাচ্ছিল মাদক কারবার । খদ্দের সেজে তাদের কাছে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের অফিসাররা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় দম্পতিকে।

ধৃতদের কাছে উদ্ধার হয়েছে 606 গ্রাম ব্রাউন সুগার। যায় বাজার মূল্য কয়েক লাখ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই মাদক তারা কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.