ETV Bharat / jagte-raho

চাঁচলে বিবিকে খুনে অভিযুক্ত যুবক - মালদা খুন

বিবিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ শওহরের বিরুদ্ধে । মৃতার নাম রুমালি বিবি ৷ বয়স 26 বছর ৷ ঘটনাটি চাঁচল 2 ব্লকের জালালপুর এলাকায় ৷ মৃত যুবতির আত্মীয়দের অভিযোগ, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

husband is accused of killing his wife
বিবিকে খুনের অভিযোগ
author img

By

Published : Jun 4, 2020, 7:30 PM IST

মালদা, 4 জুন : বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে বিবিকে খুন করার অভিযোগ উঠেছে শওহরের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 ব্লকের জালালপুর এলাকায় ৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ ৷ গোটা ঘটনায় শুরু করেছে পুলিশ ৷ যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ৷ নিহত যুবতির নাম রুমালি বিবি ৷ বয়স 26 বছর ৷ আব্বার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাশাহার গ্রামে ৷ প্রায় 9 বছর আগে দেখাশোনা করে তাঁর নিকাহ্‌ হয় জালালপুর গ্রামের রবিউল ইসলামের সঙ্গে ৷ তাঁর দুটি ছেলেমেয়েও রয়েছে ৷ অভিযোগ, নিকাহের কিছুদিন পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে রুমালির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত রবিউল ৷

অত্যাচার চরমে উঠলে বেশ কয়েকবার ছেলেমেয়ে নিয়ে রুমালি আব্বার বাড়িতেও চলে যায় ৷ কিন্তু প্রতিবারই বুঝিয়ে তাঁকে শওহরের ঘরে পাঠিয়ে দেন অভিভাবকরা ৷ অভিযোগ, বছর দুয়েক আগে স্থানীয় এক যুবতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় রবিউল ৷ সেকথা জানতে পেরে প্রতিবাদ জানান রুমালি ৷ এনিয়ে দু’জনের মধ্যে প্রবল বিবাদ শুরু হয় ৷ রুমালির উপর রবিউলের অত্যাচারের মাত্রা আরও বাড়ে ৷ শেষ পর্যন্ত গতকাল রাতে রবিউল শ্বাসরোধ করে বিবিকে খুন করে বলে অভিযোগ৷

রুমালির দাদা সালাম শেখ বলেন, “গতকাল রাত 12টা নাগাদ রবিউল ফোন করে আমাদের জানায়, রুমালি মারা গিয়েছে ৷ সেই খবর শুনে গাড়ি ভাড়া করে রাতেই আমরা জালালপুর চলে আসি ৷ তখন রবিউল আমার বড়দার হাত ধরে কাঁদতে শুরু করে ৷ বলে, বমি আর পায়খানা করে রুমালি মারা গিয়েছে ৷ কিন্তু ওই দুটি কারণে কেউ মারা যেতে পারে না ৷ রবিউল প্রায় অতিরিক্ত পণের দাবি করত ৷ আমরা সাধ্যমতো তার দাবি পূরণ করার চেষ্টা করেছি ৷ দু’বছর ধরে সে আরও এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল ৷ এনিয়ে বোনের সংসারে অশান্তি ছিল ৷ রুমালি এর প্রতিবাদ করায় রবিউল তাকে মারধরও করত ৷ আমাদের অনুমান, রবিউল বোনকে মারধর ও শ্বাসরোধ করে খুন করেছে ৷ আমরা এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷”

একই অভিযোগ রুমালির দিদি তাজকেরা বিবিরও ৷ তিনি বলেন, “বোনের গলায় যে দাগ দেখতে পেয়েছি তাতে আমি নিশ্চিত, ওকে গলা টিপে খুন করা হয়েছে ৷ আমার বোনকে যে খুন করেছে, আমি তার মৃত্যুদণ্ড চাই ৷” চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, “এই ঘটনায় একটি খুনের অভিযোগ জমা পড়েছে ৷ তবে অভিযুক্ত পলাতক৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ ঘটনার তদন্তও শুরু হয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ৷”

মালদা, 4 জুন : বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে বিবিকে খুন করার অভিযোগ উঠেছে শওহরের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 ব্লকের জালালপুর এলাকায় ৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ ৷ গোটা ঘটনায় শুরু করেছে পুলিশ ৷ যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ৷ নিহত যুবতির নাম রুমালি বিবি ৷ বয়স 26 বছর ৷ আব্বার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাশাহার গ্রামে ৷ প্রায় 9 বছর আগে দেখাশোনা করে তাঁর নিকাহ্‌ হয় জালালপুর গ্রামের রবিউল ইসলামের সঙ্গে ৷ তাঁর দুটি ছেলেমেয়েও রয়েছে ৷ অভিযোগ, নিকাহের কিছুদিন পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে রুমালির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত রবিউল ৷

অত্যাচার চরমে উঠলে বেশ কয়েকবার ছেলেমেয়ে নিয়ে রুমালি আব্বার বাড়িতেও চলে যায় ৷ কিন্তু প্রতিবারই বুঝিয়ে তাঁকে শওহরের ঘরে পাঠিয়ে দেন অভিভাবকরা ৷ অভিযোগ, বছর দুয়েক আগে স্থানীয় এক যুবতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় রবিউল ৷ সেকথা জানতে পেরে প্রতিবাদ জানান রুমালি ৷ এনিয়ে দু’জনের মধ্যে প্রবল বিবাদ শুরু হয় ৷ রুমালির উপর রবিউলের অত্যাচারের মাত্রা আরও বাড়ে ৷ শেষ পর্যন্ত গতকাল রাতে রবিউল শ্বাসরোধ করে বিবিকে খুন করে বলে অভিযোগ৷

রুমালির দাদা সালাম শেখ বলেন, “গতকাল রাত 12টা নাগাদ রবিউল ফোন করে আমাদের জানায়, রুমালি মারা গিয়েছে ৷ সেই খবর শুনে গাড়ি ভাড়া করে রাতেই আমরা জালালপুর চলে আসি ৷ তখন রবিউল আমার বড়দার হাত ধরে কাঁদতে শুরু করে ৷ বলে, বমি আর পায়খানা করে রুমালি মারা গিয়েছে ৷ কিন্তু ওই দুটি কারণে কেউ মারা যেতে পারে না ৷ রবিউল প্রায় অতিরিক্ত পণের দাবি করত ৷ আমরা সাধ্যমতো তার দাবি পূরণ করার চেষ্টা করেছি ৷ দু’বছর ধরে সে আরও এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল ৷ এনিয়ে বোনের সংসারে অশান্তি ছিল ৷ রুমালি এর প্রতিবাদ করায় রবিউল তাকে মারধরও করত ৷ আমাদের অনুমান, রবিউল বোনকে মারধর ও শ্বাসরোধ করে খুন করেছে ৷ আমরা এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷”

একই অভিযোগ রুমালির দিদি তাজকেরা বিবিরও ৷ তিনি বলেন, “বোনের গলায় যে দাগ দেখতে পেয়েছি তাতে আমি নিশ্চিত, ওকে গলা টিপে খুন করা হয়েছে ৷ আমার বোনকে যে খুন করেছে, আমি তার মৃত্যুদণ্ড চাই ৷” চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, “এই ঘটনায় একটি খুনের অভিযোগ জমা পড়েছে ৷ তবে অভিযুক্ত পলাতক৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ ঘটনার তদন্তও শুরু হয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.