ETV Bharat / jagte-raho

ওয়াটগঞ্জে বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন, গ্রেপ্তার 2 - ওয়াটগঞ্জে বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন

20 কোটির হেরোইন বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের STF । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

Kolkata
Kolkata
author img

By

Published : Oct 24, 2020, 4:53 PM IST

কলকাতা, 24 অক্টোবর : পণ্য বোঝাই গাড়িতে চলছিল মাদক পাচারের চেষ্টা । তবে মাদক বিক্রেতাদের হাতে পৌঁছানোর আগেই বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

মাদক পাচার হতে পারে, তা গোপন সূত্রে খবর পান গোয়েন্দারা । এরপরই গার্ডেনরিচ রোডে চলে নজরদারি । গোয়েন্দারা এই মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিলেন ।

heroin
বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন

STF সূত্রে খবর, ওয়াটগঞ্জ থানা এলাকার গার্ডেনরিচ রোডে একটি টাটা 709 গাড়িতে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য । গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিতে তল্লাশি চালান গোয়েন্দারা । প্রাথমিকভাবে অবশ্য শুধু পণ্যই উদ্ধার হয় । কিন্তু গোয়েন্দাদের অভিজ্ঞতা বলছে, মাদক পাচারকারীরা এখন গাড়িতে বানাচ্ছে গোপন চেম্বার । এই গাড়িটির ক্ষেত্রেও চেচিসের উপর বানানো হয়েছিল সেই গোপন চেম্বার । সেটি খুলতেই বেরিয়ে পড়ে 4.201 কেজি হেরোইন । গোয়েন্দাদের দাবি, এই হেরোইনের বাজারদর 20 কোটি টাকা ।

এই গাড়িতে ছিল বছর 48-র মঈন উদ্দিন মণ্ডল ও সোমনাথ সামন্ত । সোমনাথের বয়স 35 । সোমনাথ গাড়ি চালাচ্ছিলেন । গোয়েন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া হেরোইন অত্যন্ত উচ্চমানের । তারা কোথা থেকে এই হেরোইন নিয়ে আসছিল তা জানার চেষ্টা চলছে । কলকাতায় কার হাতে এই মাদক তারা তুলে দিত তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । সেই সূত্রে আজ তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে । আদালতে পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে STF ।

কলকাতা, 24 অক্টোবর : পণ্য বোঝাই গাড়িতে চলছিল মাদক পাচারের চেষ্টা । তবে মাদক বিক্রেতাদের হাতে পৌঁছানোর আগেই বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

মাদক পাচার হতে পারে, তা গোপন সূত্রে খবর পান গোয়েন্দারা । এরপরই গার্ডেনরিচ রোডে চলে নজরদারি । গোয়েন্দারা এই মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিলেন ।

heroin
বাজেয়াপ্ত 20 কোটির হেরোইন

STF সূত্রে খবর, ওয়াটগঞ্জ থানা এলাকার গার্ডেনরিচ রোডে একটি টাটা 709 গাড়িতে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য । গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিতে তল্লাশি চালান গোয়েন্দারা । প্রাথমিকভাবে অবশ্য শুধু পণ্যই উদ্ধার হয় । কিন্তু গোয়েন্দাদের অভিজ্ঞতা বলছে, মাদক পাচারকারীরা এখন গাড়িতে বানাচ্ছে গোপন চেম্বার । এই গাড়িটির ক্ষেত্রেও চেচিসের উপর বানানো হয়েছিল সেই গোপন চেম্বার । সেটি খুলতেই বেরিয়ে পড়ে 4.201 কেজি হেরোইন । গোয়েন্দাদের দাবি, এই হেরোইনের বাজারদর 20 কোটি টাকা ।

এই গাড়িতে ছিল বছর 48-র মঈন উদ্দিন মণ্ডল ও সোমনাথ সামন্ত । সোমনাথের বয়স 35 । সোমনাথ গাড়ি চালাচ্ছিলেন । গোয়েন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া হেরোইন অত্যন্ত উচ্চমানের । তারা কোথা থেকে এই হেরোইন নিয়ে আসছিল তা জানার চেষ্টা চলছে । কলকাতায় কার হাতে এই মাদক তারা তুলে দিত তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । সেই সূত্রে আজ তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে । আদালতে পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে STF ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.