ETV Bharat / jagte-raho

হরিয়ানা থেকে উদ্ধার 9 কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার 4 - হরিয়ানায় গ্রেপ্তার

মাদক পাচারের অভিযোগে হরিয়ানার সোনিপথ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সিআইএ। তাদের থেকে 1.74 কেজি হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় 9 কোটি টাকা।

Four held with 1.7 kg heroin worth Rs 9 crore in Haryana
হরিয়ানা থেকে উদ্ধার 9 কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার 4
author img

By

Published : Jan 24, 2021, 5:07 PM IST

সোনিপথ (হরিয়ানা), 24 জানুয়ারি: হরিয়ানার সোনিপথ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1.74 কেজি হেরোইন। আন্তর্জাতিক বাজারে তার দাম আনুমানিক 9 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের পরিচয় খোঁজ নিয়ে জানা গিয়েছে, তাদের নাম বিকাশ, সন্দীপ, মুকাদ্দার ও অরবিন্দ। দহিসরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই হেরোইন নিয়ে তারা দিল্লি থেকে হরিয়ানা যাচ্ছিল। সেই পথেই তাদের গ্রেপ্তার করে এএসআই রমেশ খাত্রির নেতৃত্বাধীন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

সোনিপথের পুলিশ সুপার যশনদ্বীপ সিং রাধাওয়ালা এ ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন, ''সোনিপথের সিআইএ আধিকারিকরা চার যুবকের থেকে 1 কেজি 740 গ্রাম হেরোইন উদ্ধার করেছে। অভিযুক্তরা দিল্লি থেকে হরিয়ানায় মাদক নিয়ে গিয়ে সোনিপথ ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করত।''

আরও খবর: 'ধর্ষিতার দেহ জোর করে অন্ত্যেষ্টি পুলিশের', ভোপালে হাথরসের ছায়া

অভিযুক্তদের আদালতে পেশ করা হলে তাদের দু'দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের পেছনে আরও কেউ যুক্ত আছে কি না, তা জানতে তদন্ত চলছে।

সোনিপথ (হরিয়ানা), 24 জানুয়ারি: হরিয়ানার সোনিপথ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1.74 কেজি হেরোইন। আন্তর্জাতিক বাজারে তার দাম আনুমানিক 9 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের পরিচয় খোঁজ নিয়ে জানা গিয়েছে, তাদের নাম বিকাশ, সন্দীপ, মুকাদ্দার ও অরবিন্দ। দহিসরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই হেরোইন নিয়ে তারা দিল্লি থেকে হরিয়ানা যাচ্ছিল। সেই পথেই তাদের গ্রেপ্তার করে এএসআই রমেশ খাত্রির নেতৃত্বাধীন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

সোনিপথের পুলিশ সুপার যশনদ্বীপ সিং রাধাওয়ালা এ ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন, ''সোনিপথের সিআইএ আধিকারিকরা চার যুবকের থেকে 1 কেজি 740 গ্রাম হেরোইন উদ্ধার করেছে। অভিযুক্তরা দিল্লি থেকে হরিয়ানায় মাদক নিয়ে গিয়ে সোনিপথ ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করত।''

আরও খবর: 'ধর্ষিতার দেহ জোর করে অন্ত্যেষ্টি পুলিশের', ভোপালে হাথরসের ছায়া

অভিযুক্তদের আদালতে পেশ করা হলে তাদের দু'দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের পেছনে আরও কেউ যুক্ত আছে কি না, তা জানতে তদন্ত চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.