বনগাঁ, 25 ডিসেম্বর : ছাগলে সরষে খাওয়া নেওয়া বিবাদের জেরে পড়শিকে পিটিয়ে খুন করল এক ব্যক্তি। উত্তর 24 পরগনার বনগাঁ থানার চড়ুইগাছি এলাকার ঘটনা । মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস ৷ অভিযুক্ত ব্যক্তির নাম অপরেশ বিশ্বাস ওরফে তুফান।
চড়ুইগাছি এলাকায় অপরেশের সরষে ক্ষেত রয়েছে। সেই সরষে ক্ষেতে আজ বিকালে সুভাষ বিশ্বাসের ছাগল ঢুকে পড়ে। ক্ষেতের সরষেও নষ্ট করে। সন্ধের পর অপরেশ সুভাষের বাড়িতে চড়াও হয়। সরষে নষ্ট করা নিয়ে দু'জনের মধ্যে বচসাও শুরু হয়।
আরও পড়ুন : বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে দেগঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম 7 ঠিকাশ্রমিক
অভিযোগ, সেই সময় অপরেশ পাশে পড়ে থাকা কাঠের চেলা দিয়ে সুভাষকে মারতে থাকে। মাথায় গুরুতর আঘাত লেগে সুভাষ মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা ঘটনা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাস বনগাঁ থানায় অপরেশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।