ETV Bharat / jagte-raho

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে 8 লাখের প্রতারণা, গ্রেপ্তার

author img

By

Published : Aug 24, 2019, 10:57 AM IST

সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত যুবক ৷ ধৃতের নাম প্রসেনজিৎ জানা ৷ ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷

ধৃত প্রসেনজিৎ জানা

মহিষাদল, 24 অগাস্ট : সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত যুবক ৷ পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার ঘটনা ৷ ধৃতের নাম প্রসেনজিৎ জানা ৷ সে মহিষাদলের আজড়া গ্রামের বাসিন্দা ৷

দক্ষিণ 24 পরগনার বকখলির বাসিন্দা মধুসূদন দাসকে রাজ্য সরকারের গ্রুপ-D পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু'দফায় চার লাখ করে মোট আট লাখ টাকা নেয় প্রসেনজিৎ ৷ এরপর ওই যুবককে কলকাতা মেডিকেল কলেজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কখনও হাসপাতালের কোয়ার্টার, আবার কখনও হাসপাতালের বারান্দায় প্রতিদিন বসিয়ে রাখত । কিন্তু সরকারিভাবে কোথাও কোনও পদেই ওই যুবককে নিযুক্ত করতে পারেনি ৷ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মধুসূদনকে জানানো হয়, ভোট শেষে পুনরায় কাজে বহাল করা হবে ৷ কিন্তু ভোটের পর কয়েক মাস কেটে গেলেও কাজে যোগ দিতে পারেননি তিনি ৷ পরে মধুসূদন ও তাঁর পরিবারের লোকজন বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন ৷ প্রসেনজিতের কাছে টাকা ফেরত চাইলে সে তা দিতে অস্বীকার করতে থাকে ৷ পরে মধুসূদনের পরিবার মহিষাদলে এসে প্রসেনজিতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন : গলা কেটে শিশুকে খুন, মাকে খুনের চেষ্টা

প্রতারিত যুবকের মা অণিমা দাস বলেন, "সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রসেনজিৎ আমাদের কাছ থেকে দু'দফায় আট লাখ টাকা নিয়েছে । টাকা ফেরত চাইলে প্রথমে প্রসেনজিৎ টাকা নেওয়ার কথাই অস্বীকার করে ৷ পরে গ্রামের মানুষের কাছে আমরা অভিযোগ জানালে, তাদের সামনে প্রসেনজিৎ আট লাখের বদলে ছয় লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে ৷ কিন্তু বারবার টাকা ফেরত দেওয়ার কথা বললেও সে টাকা ফেরত দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করি ৷ আমরা প্রতারিত হয়েছি ৷ অবিলম্বে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন ৷" মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানান, মধুসূদনের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই প্রসেনজিৎ জানাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷

মহিষাদল, 24 অগাস্ট : সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত যুবক ৷ পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার ঘটনা ৷ ধৃতের নাম প্রসেনজিৎ জানা ৷ সে মহিষাদলের আজড়া গ্রামের বাসিন্দা ৷

দক্ষিণ 24 পরগনার বকখলির বাসিন্দা মধুসূদন দাসকে রাজ্য সরকারের গ্রুপ-D পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু'দফায় চার লাখ করে মোট আট লাখ টাকা নেয় প্রসেনজিৎ ৷ এরপর ওই যুবককে কলকাতা মেডিকেল কলেজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কখনও হাসপাতালের কোয়ার্টার, আবার কখনও হাসপাতালের বারান্দায় প্রতিদিন বসিয়ে রাখত । কিন্তু সরকারিভাবে কোথাও কোনও পদেই ওই যুবককে নিযুক্ত করতে পারেনি ৷ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মধুসূদনকে জানানো হয়, ভোট শেষে পুনরায় কাজে বহাল করা হবে ৷ কিন্তু ভোটের পর কয়েক মাস কেটে গেলেও কাজে যোগ দিতে পারেননি তিনি ৷ পরে মধুসূদন ও তাঁর পরিবারের লোকজন বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন ৷ প্রসেনজিতের কাছে টাকা ফেরত চাইলে সে তা দিতে অস্বীকার করতে থাকে ৷ পরে মধুসূদনের পরিবার মহিষাদলে এসে প্রসেনজিতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন : গলা কেটে শিশুকে খুন, মাকে খুনের চেষ্টা

প্রতারিত যুবকের মা অণিমা দাস বলেন, "সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রসেনজিৎ আমাদের কাছ থেকে দু'দফায় আট লাখ টাকা নিয়েছে । টাকা ফেরত চাইলে প্রথমে প্রসেনজিৎ টাকা নেওয়ার কথাই অস্বীকার করে ৷ পরে গ্রামের মানুষের কাছে আমরা অভিযোগ জানালে, তাদের সামনে প্রসেনজিৎ আট লাখের বদলে ছয় লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে ৷ কিন্তু বারবার টাকা ফেরত দেওয়ার কথা বললেও সে টাকা ফেরত দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করি ৷ আমরা প্রতারিত হয়েছি ৷ অবিলম্বে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন ৷" মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানান, মধুসূদনের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই প্রসেনজিৎ জানাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷

Intro:মহিষাদল,২৩ অগাস্ট : রাজ্য সরকারের চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুবকের কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার এক যুবক। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম প্রসেনজিৎ জানা। তাঁর বাড়ি মহিষাদলের আজড়া গ্রামে ।Body:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , দক্ষিন ২৪ পরগনার বকখলির বাসিন্দা মধুসূদন দাসকে রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কাজ পাইয়ে দেওয়ার নামে দুই দফায় চার লক্ষ টাকা করে ৮ লক্ষ টাকা নেয় অভিযুক্ত প্রসেনজিৎ। এরপর কলকাতা মেডিকেল কলেজে চাকরি করানোর নাম করে প্রতিদিন কখনো কোয়াটারে তো আবার কখনো হসপিটালের বারান্দায় প্রতিদিন বসিয়ে রাখা হতো। কিন্তু সরকারিভাবে কোথাও জয়েন করানো হয়নি।
। এরপর লোকসভা ভোট আসতেই তাঁর কাজ বন্ধ হয়ে যায়। বলা হয় ভোটের পর পুনরায় কাজে যোগ দেওয়ানো হবে । কিন্তু ভোট কেটে গেলেও পুনরায় কাজে যোগদান দিতে না পেরে প্রসেনজিতের পরিবারের লোকজন বুঝতে পারে তারা প্রতারিত হয়েছেন।তারপর থেকে প্রসেনজিৎ কে টাকা ফেরৎ চাইলে অস্বীকার করতে থাকে।এরপরই মধুসূদনের পরিবারের তরফে মহিষাদলে এসে প্রসেনজিতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায়।Conclusion:মধুসূদনের মা অনিমা দাসের অভিযোগ,
সরকারি চাকরি করে দেওয়ার নাম করে প্রসেনজিৎ আমাদের কাছ থেকে দু'দফায় 8 লক্ষ টাকা নিয়েছে । পরে আমরা বুঝতে পারি আমরা প্রতারিত হয়েছি । বারবার টাকা ফেরত চাইলে প্রথমে প্রসেনজিৎ টাকা নেওয়ার কথাটাই অস্বীকার করে যায় । পরে গ্রামের মানুষের কাছে আমরা অভিযোগ জানালে গ্রামবাসীদের কাছে প্রসেনজিৎ 8 লক্ষের জায়গায় ৬লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয় । টাকা ফেরত দেওয়ার কথা বললেও কোনোভাবেই টাকা ফেরত দিচ্ছিল না প্রসেনজিৎ । তাই বাধ্য হয়েই থানা দ্বারস্থ হই । আমরা চাই আমাদের ছেলের চাকরি তো হয়নি আমরা প্রতারিত হয়েছি অবিলম্বে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন ।


মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস জানিয়েছেন , মধুসূদনের পরিবারের লোকেদে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রসেনজিৎ কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধৃতকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.