ETV Bharat / jagte-raho

প্রায় 1 লাখ টাকার ব্রাউন সুগার সহ ধৃত 3

author img

By

Published : May 29, 2020, 12:43 PM IST

প্রায় 1 লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃত 3 ।

3 youngs arrested with brown sugar
3 youngs arrested with brown sugar

রায়গঞ্জ, 28 মে : দু'সপ্তাহ কাটতে না কাটতেই ফের উদ্ধার ব্রাউন সুগার । ধৃত 3 । বৃহস্পতিবার রায়গঞ্জ থানার পুলিশ পৌরসভা এলাকা থেকে প্রায় এক লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে । ধৃতদের নাম বাপ্পা সরকার, অজয় মণ্ডল এবং বিক্রম সাউ । তিন দুষ্কৃতীর বাড়ি রায়গঞ্জ পৌরসভা পশ্চিম বীরনগর, রবীন্দ্রপল্লি এবং নেতাজি সুভাষ কলোনিতে।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 2টি প্যাকেটজাত ব্রাউন সুগার । মোট ওজন প্রায় 45.51 গ্রাম । ধৃতদের বিরুদ্ধে NDPS আইন অনুযায়ী মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । শুক্রবার তাদের রায়গঞ্জ আদালতে তোলা হবে।

এত পরিমাণ ব্রাউন সুগার ধৃতদের কাছে কোথা থেকে এলো তাই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । এর পাশাপাশি এই দলটির সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার করা ব্রাউন সুগার পাচারকারীদের কোন যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের বেশকিছু এলাকাতে বৃহস্পতিবার অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ । প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 45.51 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশের দল ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগারসহ একটি মোবাইল, একটি বাইক এবং ব্রাউন সুগার মাপার একটি ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়েছে । আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 28 মে : দু'সপ্তাহ কাটতে না কাটতেই ফের উদ্ধার ব্রাউন সুগার । ধৃত 3 । বৃহস্পতিবার রায়গঞ্জ থানার পুলিশ পৌরসভা এলাকা থেকে প্রায় এক লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে । ধৃতদের নাম বাপ্পা সরকার, অজয় মণ্ডল এবং বিক্রম সাউ । তিন দুষ্কৃতীর বাড়ি রায়গঞ্জ পৌরসভা পশ্চিম বীরনগর, রবীন্দ্রপল্লি এবং নেতাজি সুভাষ কলোনিতে।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 2টি প্যাকেটজাত ব্রাউন সুগার । মোট ওজন প্রায় 45.51 গ্রাম । ধৃতদের বিরুদ্ধে NDPS আইন অনুযায়ী মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । শুক্রবার তাদের রায়গঞ্জ আদালতে তোলা হবে।

এত পরিমাণ ব্রাউন সুগার ধৃতদের কাছে কোথা থেকে এলো তাই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । এর পাশাপাশি এই দলটির সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার করা ব্রাউন সুগার পাচারকারীদের কোন যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের বেশকিছু এলাকাতে বৃহস্পতিবার অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ । প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 45.51 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশের দল ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগারসহ একটি মোবাইল, একটি বাইক এবং ব্রাউন সুগার মাপার একটি ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়েছে । আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.