ETV Bharat / jagte-raho

চোপড়ার নির্যাতিতাকে ধর্ষণ করেছে ফিরোজ আলি ? BJP-র টুইটে উঠছে প্রশ্ন - চোপড়ার খবর

BJP-র তরফে অভিযোগ, ফিরোজ় আলি নামের এক ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করেছে ।

Chopra rape victim
ছবি
author img

By

Published : Jul 19, 2020, 9:27 PM IST

Updated : Jul 20, 2020, 11:46 AM IST

রায়গঞ্জ, 19 জুলাই : চোপড়ায় কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় এবার নতুন মোড় । BJP-র তরফে টুইটে জানানো হয়, ওই কিশোরী BJP-র বুথ সভাপতির বোন । পাশাপাশি ধর্ষণ করে হত্যার ঘটনায় ফিরোজ় আলি নামের এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলছে রাজ্য BJP ।

রাজ্য BJP-র টুইটারে আজ বলা হয়, "চোপড়ায় বছর ষোলোর এক কিশোরীকে ধর্ষণ করেছে ফিরোজ় আলি । আজ সকালে সে মারা গেছে । BJP বুথ সভাপতির বোন হওয়ারই কি মাশুল দিতে হল তাকে ? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্য তার মেয়েদের বাঁচাতে পারে না । এটা দুঃখের ।"

তবে এই ঘটনায় দলের কারও যোগ থাকার কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব । গৌতম দেব বলেন, আগামীকাল রাজ্যের দুই মন্ত্রী ও তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থানে যাবেন । তাঁরা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ।

স্থানীয়দের দাবি মৃতদেহের পাশ থেকেই মিলেছে সাইকেল, ছাতা ও আধারকার্ড । এরপর আজ রাজ্য BJP-র তরফে করা এই টুইটে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ।

অগ্নিগর্ভ চোপড়া, কী বললেন গৌতম দেব ?

এদিকে এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে চোপড়া থানার পুলিশ । টানা 3-4 ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থানে এসে পৌঁছায় । এরপর পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই শুরু হয় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ হয়। ছোড়া হয় ইটও। বেশ কয়েকটি বাসেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ।

রায়গঞ্জ, 19 জুলাই : চোপড়ায় কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় এবার নতুন মোড় । BJP-র তরফে টুইটে জানানো হয়, ওই কিশোরী BJP-র বুথ সভাপতির বোন । পাশাপাশি ধর্ষণ করে হত্যার ঘটনায় ফিরোজ় আলি নামের এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলছে রাজ্য BJP ।

রাজ্য BJP-র টুইটারে আজ বলা হয়, "চোপড়ায় বছর ষোলোর এক কিশোরীকে ধর্ষণ করেছে ফিরোজ় আলি । আজ সকালে সে মারা গেছে । BJP বুথ সভাপতির বোন হওয়ারই কি মাশুল দিতে হল তাকে ? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্য তার মেয়েদের বাঁচাতে পারে না । এটা দুঃখের ।"

তবে এই ঘটনায় দলের কারও যোগ থাকার কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব । গৌতম দেব বলেন, আগামীকাল রাজ্যের দুই মন্ত্রী ও তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থানে যাবেন । তাঁরা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ।

স্থানীয়দের দাবি মৃতদেহের পাশ থেকেই মিলেছে সাইকেল, ছাতা ও আধারকার্ড । এরপর আজ রাজ্য BJP-র তরফে করা এই টুইটে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ।

অগ্নিগর্ভ চোপড়া, কী বললেন গৌতম দেব ?

এদিকে এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে চোপড়া থানার পুলিশ । টানা 3-4 ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থানে এসে পৌঁছায় । এরপর পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই শুরু হয় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ হয়। ছোড়া হয় ইটও। বেশ কয়েকটি বাসেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ।

Last Updated : Jul 20, 2020, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.