মুম্বই : কোরোনার জেরে প্রায় চার মাস ধরে ঘরবন্দী মানুষজন । প্রথমে লকডাউনের জন্য, পরে সংক্রমণ এড়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশিরভাগই কিনছেন অনলাইনে । আর তাকে হাতিয়ার করেই বেড়েছে সাইবার অপরাধ । সম্প্রতি মহারাষ্ট্র সাইবার বিভাগ এবিষয়ে তদন্ত শুরু করেছে । যাতে উঠে এসেছে, জোকার নামের একটি ম্যালওয়্যারের কথা । এই ম্যালওয়্যার বেশিরভাগ মানুষেরই মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ছে । নজরদারি চালাচ্ছে আর্থিক লেনদেনের উপর ।
এই বিষয়ে মহারাষ্ট্র সাইবার বিভাগের প্রধান যশোভি যাদব বলেন, "জোকার নামের একটি ম্যালওয়্যার মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ছে । এই ম্যালওয়্যার বিশেষ করে অনলাইন লেনদেনের তথ্য জোগার করছে । সেই তথ্য পরে কাজে লাগাচ্ছে ।"
আরও পড়ুন : জাগতে রহো : সাইবার প্রতারণার নতুন ধরন জুস জ্যাকিং, ফাঁদে পড়তে পারেন আপনিও
অজান্তেই এই ম্যালওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ছে । আপনার তথ্য জোগার করছে এবং আপনার লেনদেনের উপর নজর রাখছে । এই ম্যালওয়্যার আপনার ফোনে ঢুকলে অজান্তেই আপনার পাসওয়ার্ড জেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে ।