ETV Bharat / jagte-raho

কলকাতায় চলন্ত বাসে যুবতির শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

যুবতির অভিযোগ, তিনি বাসে অফিস যাচ্ছিলেন । সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে । যুবতি তখন কিছু বলেননি । কিন্তু পার্ক স্ট্রিটে বাস থেকে নামার সময় ফের তাঁর শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি । তখন তিনি চিৎকার করে প্রতিবাদ করেন । যুবতির চিৎকার শুনে এগিয়ে আসেন কাছেই দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা । তারা অভিযুক্তকে আটক করে । পরে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতি । শ্লীলতাহানির দায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

author img

By

Published : Jan 4, 2020, 5:05 PM IST

molesting a bus on Park Street
পার্ক স্ট্রিট মোড়ে বাস থেকে নামতে যুবতীর শ্লীলতাহানি

কলকাতা, 4 ডিসেম্বর : শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ । ভিড় বাসে যুবতীর শ্লীলতাহানির অভিযোগে মাঝবয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম জয়চাঁদ মণ্ডল । পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

যুবতির অভিযোগ, তিনি বাসে অফিস যাচ্ছিলেন । সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে । যুবতি তখন কিছু বলেননি । কিন্তু পার্ক স্ট্রিটে বাস থেকে নামার সময় ফের তাঁর শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি । তখন তিনি চিৎকার করে প্রতিবাদ করেন । যুবতির চিৎকার শুনে এগিয়ে আসেন কাছেই দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা । তারা অভিযুক্তকে আটক করে । পরে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতি । শ্লীলতাহানির দায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাওড়ার বাসিন্দা ওই যুবতি পার্ক স্ট্রিটে এক অফিসে কাজ করেন । আজও তিনি বাসে অফিস যাচ্ছিলেন । অফিস টাইমের বাসে ভিড় ছিল । যুবতির অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে তাঁর শ্লীলতাহানি করে ওই ব্যক্তি । যুবতি প্রতিবাদ জানালে তাঁর সহযাত্রীরা সাহায্যে এগিয়ে আসেন । তারপর পুলিশ অভিযুক্তকে আটক করে । থানায় যুবতি অভিযোগ দায়ের করলে জয়চাঁদকে গ্রেপ্তার করা হয় ।

কলকাতা, 4 ডিসেম্বর : শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ । ভিড় বাসে যুবতীর শ্লীলতাহানির অভিযোগে মাঝবয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম জয়চাঁদ মণ্ডল । পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

যুবতির অভিযোগ, তিনি বাসে অফিস যাচ্ছিলেন । সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে । যুবতি তখন কিছু বলেননি । কিন্তু পার্ক স্ট্রিটে বাস থেকে নামার সময় ফের তাঁর শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি । তখন তিনি চিৎকার করে প্রতিবাদ করেন । যুবতির চিৎকার শুনে এগিয়ে আসেন কাছেই দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা । তারা অভিযুক্তকে আটক করে । পরে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতি । শ্লীলতাহানির দায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাওড়ার বাসিন্দা ওই যুবতি পার্ক স্ট্রিটে এক অফিসে কাজ করেন । আজও তিনি বাসে অফিস যাচ্ছিলেন । অফিস টাইমের বাসে ভিড় ছিল । যুবতির অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে তাঁর শ্লীলতাহানি করে ওই ব্যক্তি । যুবতি প্রতিবাদ জানালে তাঁর সহযাত্রীরা সাহায্যে এগিয়ে আসেন । তারপর পুলিশ অভিযুক্তকে আটক করে । থানায় যুবতি অভিযোগ দায়ের করলে জয়চাঁদকে গ্রেপ্তার করা হয় ।

Intro:কলকাতা, 4 ডিসেম্বর: বারবার কনুই দিয়ে স্পর্শ করছিলেন বছর 52র কাকু স্থানীয় এক ব্যক্তি। প্রাথমিকভাবে প্রতিবাদ করেনি যুবতী। যেমনটা প্রায়শই হয়ে থাকে। কিন্তু পার্ক স্ট্রিট ক্রসিংয়ে বাস থেকে নামার সময় ওই যুবতীর গায়ে অশালীনভাবে হাত দেয় অভিযুক্ত। এবার আর চুপ থাকেননি। চিৎকার করে প্রতিবাদ করেন। কাছেই ছিল ট্রাফিক পুলিশের কর্মীরা। তারা এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী। শ্লীলতাহানীর দায়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


Body:28 বছরের ওই যুবতীর বাড়ি হাওড়ায়। তিনি রোজই পার্কস্ট্রিটে অফিসে আসেন। আজ সকালেও অফিসের উদ্দেশ্যে সি রুটের একটি বাসে উঠেছিলেন। অফিস টাইমের বাসে ভিড় ছিল ভালোই। তারই সুযোগ নিয়ে জয়চাঁদ মন্ডল বারবার কনুই দিয়ে ওই ব্যক্তির নানা অঙ্গে স্পর্শ করছিল। ওই যুবতীর পুলিশকে জানিয়েছেন, “ওই ব্যক্তি কাকুর মতো। তাই বুঝতে পারছিলাম না ভিড়ে ইচ্ছাকৃতভাবে ওই স্পর্শ করছিল কিনা। কিন্তু একটা সময় বুঝে যাই ওই স্পর্শ ইচ্ছাকৃত। তাও তখন কিছু বলিনি। কারণ অফিস যাবার সময় ঝামেলা বাড়াতে চাইনি। তেমন কিছু হলে অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে, সেটা ভেবেই।" এরপর পার্কস্ট্রিট আসতেই বাস থেকে নামতে যান ওই যুবতী। তখন অশালীনভাবে সরাসরি গায়ে হাত দেন। তারপরেই প্রতিবাদে ফেটে পড়েন ওই যুবতী।


Conclusion:পুলিশ সূত্রে জানা গেছে, বাসের অন্যরাও তখন প্রতিবাদ করেন। শুরু হয়ে যায় চিৎকার-চেঁচামেচি। সেই সূত্রেই বাস এর কাছে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা। যুবতীর মৌখিক অভিযোগের সূত্র ধরে আটক করা হয় জয়চাঁদকে। পরে শ্লীলতাহানীর ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.