ETV Bharat / jagte-raho

মাদকচক্রের পরদা ফাঁস কলকাতায়, 3 মহিলাসহ গ্রেপ্তার 4 - মাদকচক্র

টার্গেট করা হয় স্কুল-কলেজের পড়ুয়াদের । সঙ্গে মাদকাসক্তরা তো আছেই । কড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র । মোট চারটি দল । সেই দলের কিংপিনরা আমদানি করত গাঁজা । তারপর তা ভরা হত বিভিন্ন মাপের প্যাকেটে ।

ধৃত চার
author img

By

Published : Oct 25, 2019, 7:59 AM IST

কলকাতা, 25 অক্টোবর : ফের মাদকচক্রের পরদা ফাঁস করল কলকাতা পুলিশ । বহুদিন ধরেই কড়েয়া এলাকায় সক্রিয় এই মাদকচক্র । বিভিন্ন সূত্র মারফত খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল । তাদের তৎপরতায় গতকাল পরদা ফাঁস হয় চক্রের । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 মহিলাসহ 4 মাদক কারবারিকে ।

টার্গেটে স্কুল-কলেজের পড়ুয়ারা । সঙ্গে মাদকাসক্তরা তো আছেই । কড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র । মোট চারটি দল । সেই দলের কিংপিনরা আমদানি করত গাঁজা । তারপর তা ভরা হত বিভিন্ন মাপের প্যাকেটে । গাঁজার সেই প্যাকেট বিক্রি করত চক্রের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিক্রেতা । তাদের টার্গেট স্কুল-কলেজের পড়ুয়ারা । বিভিন্ন সূত্র মারফত কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল খবর পাচ্ছিল এই চক্রের । অবশেষে গতকাল চালানো হয় রেড । আর তাতেই গ্রেপ্তার করা হয় পার্ক সার্কাস মার্কেট কমপ্লেক্স এলাকার রশিদা বেগম (৩৫), বিবাদিবাগ এলাকার বাসিন্দা মিনা বিবি (৩৪), বউবাজার এলাকার সেলিনা বেগম (৪০) এবং তপসিয়া রোডের সচিন রায়কে । তাদের কাছে উদ্ধার হয়েছে 23 কেজি গাঁজা ।

drug
উদ্ধার হওয়া গাঁজা

লালবাজার সূত্রের খবর, এই চক্রের সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কোনও মাথা । গোয়েন্দাদের সন্দেহ তেমনই । তাদের খোঁজ চালানো হচ্ছে ।

কলকাতা, 25 অক্টোবর : ফের মাদকচক্রের পরদা ফাঁস করল কলকাতা পুলিশ । বহুদিন ধরেই কড়েয়া এলাকায় সক্রিয় এই মাদকচক্র । বিভিন্ন সূত্র মারফত খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল । তাদের তৎপরতায় গতকাল পরদা ফাঁস হয় চক্রের । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 মহিলাসহ 4 মাদক কারবারিকে ।

টার্গেটে স্কুল-কলেজের পড়ুয়ারা । সঙ্গে মাদকাসক্তরা তো আছেই । কড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র । মোট চারটি দল । সেই দলের কিংপিনরা আমদানি করত গাঁজা । তারপর তা ভরা হত বিভিন্ন মাপের প্যাকেটে । গাঁজার সেই প্যাকেট বিক্রি করত চক্রের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিক্রেতা । তাদের টার্গেট স্কুল-কলেজের পড়ুয়ারা । বিভিন্ন সূত্র মারফত কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল খবর পাচ্ছিল এই চক্রের । অবশেষে গতকাল চালানো হয় রেড । আর তাতেই গ্রেপ্তার করা হয় পার্ক সার্কাস মার্কেট কমপ্লেক্স এলাকার রশিদা বেগম (৩৫), বিবাদিবাগ এলাকার বাসিন্দা মিনা বিবি (৩৪), বউবাজার এলাকার সেলিনা বেগম (৪০) এবং তপসিয়া রোডের সচিন রায়কে । তাদের কাছে উদ্ধার হয়েছে 23 কেজি গাঁজা ।

drug
উদ্ধার হওয়া গাঁজা

লালবাজার সূত্রের খবর, এই চক্রের সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কোনও মাথা । গোয়েন্দাদের সন্দেহ তেমনই । তাদের খোঁজ চালানো হচ্ছে ।

Intro:কলকাতা, 24 অক্টোবর: ফের বড়োসড়ো মাদকচক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। বহুদিন ধরেই কড়েয়া এলাকায় সক্রিয় ছিল এই মাদক চক্র। বিভিন্ন সূত্র মারফত খবর পাই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আন্টি নারকটিক সেল। তাদের তৎপরতায় আজ বিকেলে পর্দা ফাঁস হল চক্রের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 মহিলাসহ 4 মাদক কারবারিকে।Body:টার্গেটে স্কুল-কলেজের পড়ুয়ারা। সঙ্গে মাদকাসক্তরা তো আছেই। কড়েয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই চক্র। মোট চারটি দল। সেই দলের কিংপিনরা আমদানি করতে গাঁজা। তারপর তা ভরা হত বিভিন্ন সাইজের প্যাকেটে। গাজার সেই প্যাকেট বিক্রি করতো চক্রের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিক্রেতা। তাদের টার্গেট স্কুল-কলেজের পড়ুয়ারা। বিভিন্ন সূত্র মারফত কলকাতা পুলিশের আন্টি নারকটিক সেল খবর পাচ্ছিল এই চক্রের। অবশেষে আজ চালানো হয় রেড। আর তাতেই গ্রেপ্তার করা হয় পাকসার্কাস মার্কেট কমপ্লেক্স এলাকার রশিদা বেগম (৩৫), বিবাদীবাগ এলাকার বাসিন্দা মিনা বিবি (৩৪), বউ বাজার এলাকার সেলিনা বেগম (৪০) এবং তপসিয়া রোডের শচীন রায়কে। তাদের কাছে উদ্ধার হয়েছে 23 কেজি গাঁজা।
Conclusion:লালবাজার সূত্রের খবর, এই চক্রের সঙ্গে জড়িয়ে আছে আরো বড় কোনো মাথা। গোয়েন্দাদের সন্দেহ তেমনটাই। তাদের খোঁজ চালানো হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.