ETV Bharat / jagte-raho

বাড়ছে চাহিদা, পাচারের আগেই সীমান্তে উদ্ধার প্রচুর পালস অক্সিমিটার - Oximeter Smuggling case of kolkata

গতরাতে পেট্রাপোল সীমান্তে একটি ট্রাক থেকে উদ্ধার হল প্রায় 18 লাখ টাকা মূল্যের ফিংগারট্রিপ পালস অক্সিমিটার।

পেট্রাপোল সীমান্ত
পেট্রাপোল সীমান্ত
author img

By

Published : Jul 30, 2020, 3:02 AM IST

কলকাতা, 29 জুলাই: কোরোনার সংক্রমণের মাঝে প্রতিটি বাড়িতেই ফিংগারট্রিপ পালস অক্সিমিটার রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তাই এই মুহূর্তে দেশে অক্সিমিটারের চাহিদা তুঙ্গে। আর তা কাজে লাগাতে চাইছে একদল । আজ বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা হল প্রায় 18 লাখ টাকার পালস অক্সিমিটার। কিন্তু BSF-র তৎপরতায় সীমান্তেই তা বাজেয়াপ্ত করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাকচালককে ।

গতরাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে একটি সন্দেহজনক ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল । ওই ট্রাকে একাধিক সামগ্রী ছিল । কিন্তু চালকের কেবিনে পাঁচটি সাদা রংয়ের বস্তা পাওয়া যায় । ট্রাকটি পশ্চিমবঙ্গের । জনি বৈদ্য নামে ওই ট্রাক চালক নগাঁর নেতাজি নগরের বাসিন্দা । তল্লাশি চালালে ওই বস্তাগুলো থেকে উদ্ধার হয় প্রচুর পালস অক্সিমিটার । যার বাজারমূল্য 17 লাখ 71 হাজার 500 টাকা ।

জনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বেনাপোলে বাপি মণ্ডল নামে এক ব্যক্তি তাকে ওই যন্ত্রগুলি দিয়েছে । সেগুলি পেট্রাপোলে সুকুমার নামে একজনকে দিতে বলে ছিল সে । এই কাজের জন্য তাকে 500 টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেই কারণেই সে ওই যন্ত্রগুলি পাচারের চেষ্টা করে।

সুুুকুমারের খোঁজ চলছে । ওই অক্সিমিটার কোথায় কীভাবে বিক্রি করা হত সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

কলকাতা, 29 জুলাই: কোরোনার সংক্রমণের মাঝে প্রতিটি বাড়িতেই ফিংগারট্রিপ পালস অক্সিমিটার রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তাই এই মুহূর্তে দেশে অক্সিমিটারের চাহিদা তুঙ্গে। আর তা কাজে লাগাতে চাইছে একদল । আজ বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা হল প্রায় 18 লাখ টাকার পালস অক্সিমিটার। কিন্তু BSF-র তৎপরতায় সীমান্তেই তা বাজেয়াপ্ত করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাকচালককে ।

গতরাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে একটি সন্দেহজনক ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল । ওই ট্রাকে একাধিক সামগ্রী ছিল । কিন্তু চালকের কেবিনে পাঁচটি সাদা রংয়ের বস্তা পাওয়া যায় । ট্রাকটি পশ্চিমবঙ্গের । জনি বৈদ্য নামে ওই ট্রাক চালক নগাঁর নেতাজি নগরের বাসিন্দা । তল্লাশি চালালে ওই বস্তাগুলো থেকে উদ্ধার হয় প্রচুর পালস অক্সিমিটার । যার বাজারমূল্য 17 লাখ 71 হাজার 500 টাকা ।

জনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বেনাপোলে বাপি মণ্ডল নামে এক ব্যক্তি তাকে ওই যন্ত্রগুলি দিয়েছে । সেগুলি পেট্রাপোলে সুকুমার নামে একজনকে দিতে বলে ছিল সে । এই কাজের জন্য তাকে 500 টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেই কারণেই সে ওই যন্ত্রগুলি পাচারের চেষ্টা করে।

সুুুকুমারের খোঁজ চলছে । ওই অক্সিমিটার কোথায় কীভাবে বিক্রি করা হত সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.