ETV Bharat / jagte-raho

বাড়ছে চাহিদা, পাচারের আগেই সীমান্তে উদ্ধার প্রচুর পালস অক্সিমিটার

গতরাতে পেট্রাপোল সীমান্তে একটি ট্রাক থেকে উদ্ধার হল প্রায় 18 লাখ টাকা মূল্যের ফিংগারট্রিপ পালস অক্সিমিটার।

পেট্রাপোল সীমান্ত
পেট্রাপোল সীমান্ত
author img

By

Published : Jul 30, 2020, 3:02 AM IST

কলকাতা, 29 জুলাই: কোরোনার সংক্রমণের মাঝে প্রতিটি বাড়িতেই ফিংগারট্রিপ পালস অক্সিমিটার রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তাই এই মুহূর্তে দেশে অক্সিমিটারের চাহিদা তুঙ্গে। আর তা কাজে লাগাতে চাইছে একদল । আজ বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা হল প্রায় 18 লাখ টাকার পালস অক্সিমিটার। কিন্তু BSF-র তৎপরতায় সীমান্তেই তা বাজেয়াপ্ত করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাকচালককে ।

গতরাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে একটি সন্দেহজনক ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল । ওই ট্রাকে একাধিক সামগ্রী ছিল । কিন্তু চালকের কেবিনে পাঁচটি সাদা রংয়ের বস্তা পাওয়া যায় । ট্রাকটি পশ্চিমবঙ্গের । জনি বৈদ্য নামে ওই ট্রাক চালক নগাঁর নেতাজি নগরের বাসিন্দা । তল্লাশি চালালে ওই বস্তাগুলো থেকে উদ্ধার হয় প্রচুর পালস অক্সিমিটার । যার বাজারমূল্য 17 লাখ 71 হাজার 500 টাকা ।

জনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বেনাপোলে বাপি মণ্ডল নামে এক ব্যক্তি তাকে ওই যন্ত্রগুলি দিয়েছে । সেগুলি পেট্রাপোলে সুকুমার নামে একজনকে দিতে বলে ছিল সে । এই কাজের জন্য তাকে 500 টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেই কারণেই সে ওই যন্ত্রগুলি পাচারের চেষ্টা করে।

সুুুকুমারের খোঁজ চলছে । ওই অক্সিমিটার কোথায় কীভাবে বিক্রি করা হত সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

কলকাতা, 29 জুলাই: কোরোনার সংক্রমণের মাঝে প্রতিটি বাড়িতেই ফিংগারট্রিপ পালস অক্সিমিটার রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তাই এই মুহূর্তে দেশে অক্সিমিটারের চাহিদা তুঙ্গে। আর তা কাজে লাগাতে চাইছে একদল । আজ বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা হল প্রায় 18 লাখ টাকার পালস অক্সিমিটার। কিন্তু BSF-র তৎপরতায় সীমান্তেই তা বাজেয়াপ্ত করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাকচালককে ।

গতরাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে একটি সন্দেহজনক ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল । ওই ট্রাকে একাধিক সামগ্রী ছিল । কিন্তু চালকের কেবিনে পাঁচটি সাদা রংয়ের বস্তা পাওয়া যায় । ট্রাকটি পশ্চিমবঙ্গের । জনি বৈদ্য নামে ওই ট্রাক চালক নগাঁর নেতাজি নগরের বাসিন্দা । তল্লাশি চালালে ওই বস্তাগুলো থেকে উদ্ধার হয় প্রচুর পালস অক্সিমিটার । যার বাজারমূল্য 17 লাখ 71 হাজার 500 টাকা ।

জনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বেনাপোলে বাপি মণ্ডল নামে এক ব্যক্তি তাকে ওই যন্ত্রগুলি দিয়েছে । সেগুলি পেট্রাপোলে সুকুমার নামে একজনকে দিতে বলে ছিল সে । এই কাজের জন্য তাকে 500 টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেই কারণেই সে ওই যন্ত্রগুলি পাচারের চেষ্টা করে।

সুুুকুমারের খোঁজ চলছে । ওই অক্সিমিটার কোথায় কীভাবে বিক্রি করা হত সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.