কান (ফ্রান্স), 18 মে : তিন বছরের ব্যবধানে কানে ফিরল চলচ্চিত্র উৎসব ৷ ফিরল চেনা গমগমে পরিবেশটাও ৷ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সবকিছু ঠিকই চলছিল ৷ কিন্তু হঠাতই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সারপ্রাইজ ভিডিও বদলে দিল আবহাওয়া (Volodymyr Zelensky made a surprise video address at Cannes) ৷ ভারী হয়ে উঠল কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ৷ চোখের কোণে জল নিয়ে ভিডিয়োবার্তায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন প্রেসিডেন্ট এদিন যা বললেন, শেষ হতেই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাল গোটা অডিটোরিয়াম ৷
গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কে মানুষকে সজাগ করতে চলচ্চিত্রের ক্ষমতা সম্পর্কে এদিন জেলেনস্কির ভাষণে শ্রোতার আসনে ছিলেন দীপিকা পাড়ুকোন, ইরানের চলচ্চিত্র পরিচালক আসঘর ফারহাদি, জুলিয়ান মুর, ইভা লাঙ্গোরিয়া, ডন হাডসনের মত ব্যক্তিত্ব ৷ ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, "আমার দেশে শ'য়ে শ'য়ে মানুষ মারা যাচ্ছে ৷ কিন্তু স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় নেই ৷"
এ প্রসঙ্গে 1940 চার্লি চ্যাপলিন অভিনীত 'দ্য গ্রেট ডিক্টেটর' ছবির তুলনা টেনে আনেন তিনি ৷ ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, "ছবিতে চ্যাপলিনের একনায়কতন্ত্র বাস্তবে অ্যাডলফ হিটলারের একনায়কতন্ত্রকে হয়তো মুছে ফেলতে পারেনি, কিন্তু ধন্যবাদ যে সিনেমা চুপ থাকেনি ৷" জেলেনস্কির সংযোজন, "রূঢ় বাস্তব তুলে ধরতে সিনেমা যে এখনও অপরিহার্য তা প্রমাণের জন্য নতুন চার্লি চ্যাপলিনকে পৃথিবীর ভীষণ প্রয়োজন (Zelensky says the world needs a new Chaplin at star-studded Cannes) ৷"
-
#83dayofwar
— Blog about the war for free Ukraine 🇺🇦 (@BlogUkraine) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
⚡️Today @ZelenskyyUa President of Ukraine spoke at the opening of the Cannes Film Festival. His speech elicited a standing ovation, and the audience gave a standing ovation⚡️#UkraineWar #war #StandWithUkraine #UkraineRussiaWar #Ukraine #PutinWarCriminal #StopPutin pic.twitter.com/fAF0QULzl3
">#83dayofwar
— Blog about the war for free Ukraine 🇺🇦 (@BlogUkraine) May 17, 2022
⚡️Today @ZelenskyyUa President of Ukraine spoke at the opening of the Cannes Film Festival. His speech elicited a standing ovation, and the audience gave a standing ovation⚡️#UkraineWar #war #StandWithUkraine #UkraineRussiaWar #Ukraine #PutinWarCriminal #StopPutin pic.twitter.com/fAF0QULzl3#83dayofwar
— Blog about the war for free Ukraine 🇺🇦 (@BlogUkraine) May 17, 2022
⚡️Today @ZelenskyyUa President of Ukraine spoke at the opening of the Cannes Film Festival. His speech elicited a standing ovation, and the audience gave a standing ovation⚡️#UkraineWar #war #StandWithUkraine #UkraineRussiaWar #Ukraine #PutinWarCriminal #StopPutin pic.twitter.com/fAF0QULzl3
আরও পড়ুন : রাজস্থানী লোকসঙ্গীত শিল্পীর হাত ধরে কানের রেড কার্পেটে ঐতিহাসিক সূচনা ভারতের
গত মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে একইভাবে সারপ্রাইজ বার্তা দিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি ৷ রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনে অবস্থা বোঝাতে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট বলেছিলেন, "টুক্সেডোর পরিবর্তে আমার দেশের সুরকাররা আজ বর্ম পরিধান করেছে ৷ কনসার্ট নয়, হাসপাতালে আহতদের জন্য আজ গাইছে তারা ৷"