ETV Bharat / international

যৌন-হিংসার করালগ্রাসে শৈশব, রাষ্ট্রসংঘের উদ্যোগে প্রতিরোধের সচেতন পদক্ষেপ - অনলাইনে শিশু যৌন হেনস্তা

বিশ্বে শিশুদের উপর যৌন হেনস্তা, হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ অনেক সময়ই তারা সেসব কথা সামনে আনে না, বিচারও চায় না ৷ আতঙ্ক আর সর্বোপরি লজ্জায় আড়ালে অন্ধকারে দীর্ঘস্থায়ী যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে ৷

ETV Bharat
শিশুদের উপর যৌন হেনস্তা দিনে দিনে বাড়ছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:48 PM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর: দিনে দিনে বাড়ছে শিশুদের উপর যৌন হেনস্তার ঘটনা ৷ এই ধরনের যৌন হেনস্তা, নিগ্রহের ঘটনা রোধে এবং শিশুদের রক্ষার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাষ্ট্রসংঘ ৷ 2022 সালের 18 নভেম্বর দিনটি বিশ্ব শিশু যৌন নিগ্রহ প্রতিরোধ ও দূরীকরণ দিবস 'ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ অ্যান্ড হিলিং ফ্রম চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন, অ্যাবিউস অ্যান্ড ভায়োলেন্স' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বিভিন্ন দেশের সরকারের কাছে রাষ্ট্র সংঘের আর্জি, এই ধরনের ঘটনা রুখতে সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করুক ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান

প্রতি বছর লক্ষ লক্ষ শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হিসেব দিচ্ছে, তা দুশ্চিন্তার ৷ ভৌগোলিক সীমা ছাড়িয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে শিশুদের উপর যৌন নির্যাতন, হিংসার ঘটনা ঘটছে ৷ অনলাইন এবং অফলাইন- দুই মাধ্যমে এই ঘটনাগুলি ঘটছে ৷ এমনকী যুদ্ধের সময়ও শিশুরা হিংসার বলি হচ্ছে ৷

এককথায় বলতে গেলে, কোভিড-19 অতিমারির পর থেকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে শিশুদের ৷ তার মধ্যে রয়েছে সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, অবহেলা, বাড়তে থাকা দারিদ্রতা, বৈষম্য ৷ আর শিশুদের উপর যৌন নিগ্রহ, হিংসার ঘটনার নেপথ্যে থাকে এই কারণগুলি ৷ শিশুদের যৌন নির্যাতন, নিগ্রহের ঘটনা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নয়, বরং ভয়ঙ্কর জনস্বাস্থ্য সংকট ৷ এর ফল বিশ্বের উন্নয়ন এবং বিশ্বের স্বাস্থ্যকে প্রভাবিত করছে ৷

বিশ্বে 20 বছর বয়সের নীচে প্রায় 12 কোটি মেয়েকে জবরদস্তি যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় ৷ এই ঘটনা দুর্ভাগ্যবশত, এই বয়সের ছেলেদের সঙ্গেও ঘটে ৷ তবে তার কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি ৷ তবে উচ্চ ও মধ্য উপার্জনশীল 24টি দেশে 18 বছরের কম বয়সী মেয়েদের 8-31 শতাংশ যৌন হেনস্থার শিকার ৷ আর একই বয়সের ছেলেদের ক্ষেত্রে এই হার 3-17 শতাংশ ৷

বহু শিশুর মায়েদের উপর তাদের ঘনিষ্ঠ পুরুষসঙ্গী অত্যাচার করে থাকে ৷ পরিসংখ্যান বলছে, 5 বছরের নীচে প্রতি 4 জন শিশুর মধ্যে 1 জনের মা এমন হিংসার শিকার ৷ আর এই ধরনের শিশুরাও পরে কোনও ব্যক্তি হিংসার ঘটনার শিকার হতে পারেন বা তিনি নিজেও সেই কাজ করতে পারেন ৷ আর এর সূত্র লুকিয়ে রয়েছে শৈশবেই ৷ এমন কোনও প্রাপ্তবয়স্কের শৈশবে 4 বা তার বেশি বার বিভিন্ন ভাবে যৌন হেনস্থা, হিংসা, মানসিক হেনস্তার ঘটনা ঘটে থাকলে, তিনি বড় হয়ে ব্যক্তিজীবনে অন্যের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন বা নিজেই হিংসার শিকার হতে পারেন ৷ তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা 7গুণ বেড়ে যায় ৷ আর তাঁদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা থাকার সম্ভাবনা 30 গুণ বেশি ৷ আরও উদ্বেগজনক তথ্য, প্রতি 20 জন পুরুষের মধ্যে 1 জন স্বীকার করেছেন, তাঁরা 1 বছরের কম বয়সি শিশুর সঙ্গে অনলাইনে যৌন ব্যবহার করেছেন ৷

শিশুদের উপর যৌন নিগ্রহের, হিংসার ঘটনায় শিশুদের মনের উপর এর প্রভাব দীর্ঘ সময় ধরে থেকে যায় ৷ এর ফলে শিশুদের শারীরিক, মানসিক, যৌন স্বাস্থ্য এবং সর্বোপরি তাদের বৃদ্ধি ব্যাহত হয় ৷ অবাক হলেও সত্যি, অনেক অত্যাচারিত শিশুই তাদের উপর হওয়া হিংসা, যৌনতার ঘটনার কথা প্রকাশ করে না ৷ এই ঘটনাগুলির পর তারা সাধারণত আতঙ্কে থাকে ৷ সেই জন্যে তারা বিচার চাইতেও সামনে আসে না, বা সমর্থনও চায় না৷ এর ফল বেশিরভাগ সময়ে জীবনভর স্থায়ী হয় ৷

2030 এজেন্ডা ফর সাসটেনেবল ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্কের অধীনে শিশুদের সম্মান, হিংসা-মুক্ত আবহাওয়ায় তাদের বেড়ে ওঠার মৌলিক অধিকারগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক উন্নয়নে এই এজেন্ডাই প্রধান ৷

এর প্রধান লক্ষ্য শিশুদের নানাভাবে ব্যবহার, নিগ্রহ, পাচার, নির্যাতন এবং সবরকম হিংসা শেষ করা ৷ এর মধ্যে শিশুদের বাল্যবিবাহ, তাদের যোনিদ্বার নষ্ট করে দেওয়ার মতো ক্ষতিকর প্রথাগুলিকে চিরতরে দূর করা ৷ এই কাজে রাষ্ট্র সংঘ সব সদস্য দেশ, এর সঙ্গে যুক্ত সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বনেতা, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানিয়েছে ৷ সবার অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ অ্যান্ড হিলিং ফ্রম চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন, অ্যাবিউস অ্যান্ড ভায়োলেন্স দিবস পালন করা হয় ৷

আরও পড়ুন:

  1. প্রতিবেশীর মোবাইলে নাবালিকার ধর্ষণের ভিডিয়ো দেখলেন মা! গ্রেফতার অভিযুক্ত
  2. সালিশিসভায় ধর্ষণের বিচার ! অপমানে আত্মহত্যার চেষ্টা নাবালিকা নির্যাতিতার
  3. বেগুসরাইয়ে 8 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ

হায়দরাবাদ, 18 নভেম্বর: দিনে দিনে বাড়ছে শিশুদের উপর যৌন হেনস্তার ঘটনা ৷ এই ধরনের যৌন হেনস্তা, নিগ্রহের ঘটনা রোধে এবং শিশুদের রক্ষার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাষ্ট্রসংঘ ৷ 2022 সালের 18 নভেম্বর দিনটি বিশ্ব শিশু যৌন নিগ্রহ প্রতিরোধ ও দূরীকরণ দিবস 'ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ অ্যান্ড হিলিং ফ্রম চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন, অ্যাবিউস অ্যান্ড ভায়োলেন্স' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বিভিন্ন দেশের সরকারের কাছে রাষ্ট্র সংঘের আর্জি, এই ধরনের ঘটনা রুখতে সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করুক ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান

প্রতি বছর লক্ষ লক্ষ শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হিসেব দিচ্ছে, তা দুশ্চিন্তার ৷ ভৌগোলিক সীমা ছাড়িয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে শিশুদের উপর যৌন নির্যাতন, হিংসার ঘটনা ঘটছে ৷ অনলাইন এবং অফলাইন- দুই মাধ্যমে এই ঘটনাগুলি ঘটছে ৷ এমনকী যুদ্ধের সময়ও শিশুরা হিংসার বলি হচ্ছে ৷

এককথায় বলতে গেলে, কোভিড-19 অতিমারির পর থেকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে শিশুদের ৷ তার মধ্যে রয়েছে সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, অবহেলা, বাড়তে থাকা দারিদ্রতা, বৈষম্য ৷ আর শিশুদের উপর যৌন নিগ্রহ, হিংসার ঘটনার নেপথ্যে থাকে এই কারণগুলি ৷ শিশুদের যৌন নির্যাতন, নিগ্রহের ঘটনা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নয়, বরং ভয়ঙ্কর জনস্বাস্থ্য সংকট ৷ এর ফল বিশ্বের উন্নয়ন এবং বিশ্বের স্বাস্থ্যকে প্রভাবিত করছে ৷

বিশ্বে 20 বছর বয়সের নীচে প্রায় 12 কোটি মেয়েকে জবরদস্তি যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় ৷ এই ঘটনা দুর্ভাগ্যবশত, এই বয়সের ছেলেদের সঙ্গেও ঘটে ৷ তবে তার কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি ৷ তবে উচ্চ ও মধ্য উপার্জনশীল 24টি দেশে 18 বছরের কম বয়সী মেয়েদের 8-31 শতাংশ যৌন হেনস্থার শিকার ৷ আর একই বয়সের ছেলেদের ক্ষেত্রে এই হার 3-17 শতাংশ ৷

বহু শিশুর মায়েদের উপর তাদের ঘনিষ্ঠ পুরুষসঙ্গী অত্যাচার করে থাকে ৷ পরিসংখ্যান বলছে, 5 বছরের নীচে প্রতি 4 জন শিশুর মধ্যে 1 জনের মা এমন হিংসার শিকার ৷ আর এই ধরনের শিশুরাও পরে কোনও ব্যক্তি হিংসার ঘটনার শিকার হতে পারেন বা তিনি নিজেও সেই কাজ করতে পারেন ৷ আর এর সূত্র লুকিয়ে রয়েছে শৈশবেই ৷ এমন কোনও প্রাপ্তবয়স্কের শৈশবে 4 বা তার বেশি বার বিভিন্ন ভাবে যৌন হেনস্থা, হিংসা, মানসিক হেনস্তার ঘটনা ঘটে থাকলে, তিনি বড় হয়ে ব্যক্তিজীবনে অন্যের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন বা নিজেই হিংসার শিকার হতে পারেন ৷ তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা 7গুণ বেড়ে যায় ৷ আর তাঁদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা থাকার সম্ভাবনা 30 গুণ বেশি ৷ আরও উদ্বেগজনক তথ্য, প্রতি 20 জন পুরুষের মধ্যে 1 জন স্বীকার করেছেন, তাঁরা 1 বছরের কম বয়সি শিশুর সঙ্গে অনলাইনে যৌন ব্যবহার করেছেন ৷

শিশুদের উপর যৌন নিগ্রহের, হিংসার ঘটনায় শিশুদের মনের উপর এর প্রভাব দীর্ঘ সময় ধরে থেকে যায় ৷ এর ফলে শিশুদের শারীরিক, মানসিক, যৌন স্বাস্থ্য এবং সর্বোপরি তাদের বৃদ্ধি ব্যাহত হয় ৷ অবাক হলেও সত্যি, অনেক অত্যাচারিত শিশুই তাদের উপর হওয়া হিংসা, যৌনতার ঘটনার কথা প্রকাশ করে না ৷ এই ঘটনাগুলির পর তারা সাধারণত আতঙ্কে থাকে ৷ সেই জন্যে তারা বিচার চাইতেও সামনে আসে না, বা সমর্থনও চায় না৷ এর ফল বেশিরভাগ সময়ে জীবনভর স্থায়ী হয় ৷

2030 এজেন্ডা ফর সাসটেনেবল ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্কের অধীনে শিশুদের সম্মান, হিংসা-মুক্ত আবহাওয়ায় তাদের বেড়ে ওঠার মৌলিক অধিকারগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক উন্নয়নে এই এজেন্ডাই প্রধান ৷

এর প্রধান লক্ষ্য শিশুদের নানাভাবে ব্যবহার, নিগ্রহ, পাচার, নির্যাতন এবং সবরকম হিংসা শেষ করা ৷ এর মধ্যে শিশুদের বাল্যবিবাহ, তাদের যোনিদ্বার নষ্ট করে দেওয়ার মতো ক্ষতিকর প্রথাগুলিকে চিরতরে দূর করা ৷ এই কাজে রাষ্ট্র সংঘ সব সদস্য দেশ, এর সঙ্গে যুক্ত সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বনেতা, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানিয়েছে ৷ সবার অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ অ্যান্ড হিলিং ফ্রম চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন, অ্যাবিউস অ্যান্ড ভায়োলেন্স দিবস পালন করা হয় ৷

আরও পড়ুন:

  1. প্রতিবেশীর মোবাইলে নাবালিকার ধর্ষণের ভিডিয়ো দেখলেন মা! গ্রেফতার অভিযুক্ত
  2. সালিশিসভায় ধর্ষণের বিচার ! অপমানে আত্মহত্যার চেষ্টা নাবালিকা নির্যাতিতার
  3. বেগুসরাইয়ে 8 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.