ETV Bharat / international

Sex Doll: স্বামীকে অবিকল নিজের মতো দেখতে সেক্স ডল উপহার স্ত্রীর ! - ডিই

ইংল্য়ান্ডের ওয়ারিকশায়ারের (Warwickshire) বাসিন্দা এক তরুণী স্বামীকে অবিকল নিজের মতো দেখতে 'সেক্স ডল' (Sex Doll) উপহার দিয়েছেন ! কেন এমন কাজ করলেন তিনি ?

wife gifts a lookalike sex doll to husband
Sex Doll: স্বামীকে অবিকল নিজের মতো দেখতে সেক্স ডল উপহার দিলেন স্ত্রী !
author img

By

Published : Jul 30, 2022, 4:24 PM IST

লন্ডন, 30 জুলাই: বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন স্বামী ! অথচ, এত ঘন ঘন কাছাকাছি আসা মোটেই পছন্দ নয় স্ত্রীর ! আর তা নিয়েই বেঁধেছিল গোল ৷ মিলনের ইচ্ছা-অনিচ্ছার এই লড়াইয়ে ক্রমশ আলগা হচ্ছিল বৈবাহিক বন্ধন ৷ সমস্যা মেটাতে শেষমেশ এক অভিনব উপায় বের করেন স্ত্রী ৷ স্বামীকে কিনে দেন আস্ত একটা 'সেক্স ডল' (Sex Doll) ৷ যা অবিকল ওই বিবাহিতা তরুণীর মতোই দেখতে ! যুক্তি হল, এরপর যদি স্বামীর কখনও যৌন সম্পর্ক স্থাপনের ইচ্ছা হয়, আর স্ত্রীর যদি তাতে আপত্তি থাকে, তাহলেও কুছ পরোয়া নেহি ! নিজের প্রয়োজন মেটাতে সেই সময়টুকুর জন্য স্ত্রীর বদলে তাঁর মতো দেখতে সেক্স ডলই ব্যবহার করতে পারবেন স্বামী ! ইংল্য়ান্ডের ওয়ারিকশায়ারের (Warwickshire) এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে ৷ সংবাদমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে বিস্তর লেখালিখি হচ্ছে ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যে তরুণী ওই সেক্স ডল কিনেছেন, তাঁর নাম চার গ্রে (Char Grey) ৷ বয়স 23 বছর ৷ চারের দাবি, তাঁর স্বামী, 28 বছরের ব়্যান্ডি ক্যালম গ্রে (Randy Callum Grey) ঘন ঘন মিলন পছন্দ করেন ৷ কিন্তু, চারের তা একেবারেই নাপসন্দ ৷ সেই কারণেই স্বামীকে সেক্স ডল উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী ৷ চার অবিকল তাঁরই মতো দেখতে ওই সেক্স ডলটির নাম দিয়েছেন ডিই (Dee) ৷ ইতিমধ্য়েই এই 'তিনজনের' ছবি সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' হয়েছে ৷

আরও পড়ুন: WHO on Monkeypox: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

এই দম্পতির দাবি, তাঁদের দু'জনের চাহিদা আলাদা হওয়ায় দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল ৷ কিন্তু, এখন তাঁদের শোওয়ার ঘরে নতুন সদস্য এসেছে ৷ দু'জনেই এই তৃতীয়জনকে সাদরে স্বাগত জানিয়েছেন ৷ আর তাতেই নাকি মিটে গিয়েছে এত দিনের মন কষাকষি ! চার এবং ব়্য়ান্ডি, দু'জনেই জানিয়েছেন, এবার থেকে ডিই তাদের বাড়িতে পাকাপাকিভাবেই থাকবে ৷ সেও এই পরিবারেরই একজন সদস্য ৷ তার সঙ্গে একজন মানুষের কোনও ফারাকই নাকি নেই !

বিভিন্ন সাক্ষাৎকারে এই দম্পতি জানিয়েছেন, তাঁরা ডিই-কে নিয়ে রোজই পরীক্ষা-নিরীক্ষা করছেন ! তাতে নাকি তাঁদের আবেগঘন মুহূর্তগুলি আরও উপভোগ্য হয়ে উঠেছে ! সূত্রের দাবি, চলতি বছরের জুন মাসে প্রথম এই ব্যতিক্রমী পরিবারের খবর সামনে আসে ৷ তারপর থেকে এই তিনজনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ! ডিই-কে কেনার আগেও একই কারণে একটি সাধারণ পুতুল কিনে ঘরে এনেছিলেন চার ও ব়্যান্ডি ৷ কিন্তু, সেই অনুভূতি ছিল কৃত্রিম ! সেই কারণেই পরবর্তীতে একেবারে তাঁর মতো দেখতে সেক্স ডল কেনার সিদ্ধান্ত নেন চার ৷

লন্ডন, 30 জুলাই: বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন স্বামী ! অথচ, এত ঘন ঘন কাছাকাছি আসা মোটেই পছন্দ নয় স্ত্রীর ! আর তা নিয়েই বেঁধেছিল গোল ৷ মিলনের ইচ্ছা-অনিচ্ছার এই লড়াইয়ে ক্রমশ আলগা হচ্ছিল বৈবাহিক বন্ধন ৷ সমস্যা মেটাতে শেষমেশ এক অভিনব উপায় বের করেন স্ত্রী ৷ স্বামীকে কিনে দেন আস্ত একটা 'সেক্স ডল' (Sex Doll) ৷ যা অবিকল ওই বিবাহিতা তরুণীর মতোই দেখতে ! যুক্তি হল, এরপর যদি স্বামীর কখনও যৌন সম্পর্ক স্থাপনের ইচ্ছা হয়, আর স্ত্রীর যদি তাতে আপত্তি থাকে, তাহলেও কুছ পরোয়া নেহি ! নিজের প্রয়োজন মেটাতে সেই সময়টুকুর জন্য স্ত্রীর বদলে তাঁর মতো দেখতে সেক্স ডলই ব্যবহার করতে পারবেন স্বামী ! ইংল্য়ান্ডের ওয়ারিকশায়ারের (Warwickshire) এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে ৷ সংবাদমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে বিস্তর লেখালিখি হচ্ছে ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যে তরুণী ওই সেক্স ডল কিনেছেন, তাঁর নাম চার গ্রে (Char Grey) ৷ বয়স 23 বছর ৷ চারের দাবি, তাঁর স্বামী, 28 বছরের ব়্যান্ডি ক্যালম গ্রে (Randy Callum Grey) ঘন ঘন মিলন পছন্দ করেন ৷ কিন্তু, চারের তা একেবারেই নাপসন্দ ৷ সেই কারণেই স্বামীকে সেক্স ডল উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী ৷ চার অবিকল তাঁরই মতো দেখতে ওই সেক্স ডলটির নাম দিয়েছেন ডিই (Dee) ৷ ইতিমধ্য়েই এই 'তিনজনের' ছবি সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' হয়েছে ৷

আরও পড়ুন: WHO on Monkeypox: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

এই দম্পতির দাবি, তাঁদের দু'জনের চাহিদা আলাদা হওয়ায় দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল ৷ কিন্তু, এখন তাঁদের শোওয়ার ঘরে নতুন সদস্য এসেছে ৷ দু'জনেই এই তৃতীয়জনকে সাদরে স্বাগত জানিয়েছেন ৷ আর তাতেই নাকি মিটে গিয়েছে এত দিনের মন কষাকষি ! চার এবং ব়্য়ান্ডি, দু'জনেই জানিয়েছেন, এবার থেকে ডিই তাদের বাড়িতে পাকাপাকিভাবেই থাকবে ৷ সেও এই পরিবারেরই একজন সদস্য ৷ তার সঙ্গে একজন মানুষের কোনও ফারাকই নাকি নেই !

বিভিন্ন সাক্ষাৎকারে এই দম্পতি জানিয়েছেন, তাঁরা ডিই-কে নিয়ে রোজই পরীক্ষা-নিরীক্ষা করছেন ! তাতে নাকি তাঁদের আবেগঘন মুহূর্তগুলি আরও উপভোগ্য হয়ে উঠেছে ! সূত্রের দাবি, চলতি বছরের জুন মাসে প্রথম এই ব্যতিক্রমী পরিবারের খবর সামনে আসে ৷ তারপর থেকে এই তিনজনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ! ডিই-কে কেনার আগেও একই কারণে একটি সাধারণ পুতুল কিনে ঘরে এনেছিলেন চার ও ব়্যান্ডি ৷ কিন্তু, সেই অনুভূতি ছিল কৃত্রিম ! সেই কারণেই পরবর্তীতে একেবারে তাঁর মতো দেখতে সেক্স ডল কেনার সিদ্ধান্ত নেন চার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.