ETV Bharat / international

WHO fires its Top Official: বর্ণবিদ্বেষমূলক আচরণ ! বরখাস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তা - তেদ্রস আধানম ঘেব্রেসাস

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হু-এর আঞ্চলিক অধিকর্তা পদ থেকে বরখাস্ত করা হল (WHO fires its Top Official in the Western Pacific) ড. তাকেশি কাসাইকে (Dr. Takeshi Kasai) ৷ তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণের (Racist Misconduct) অভিযোগ প্রমাণিত হওয়াতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

WHO fires its Top Official in the Western Pacific due to Racist Misconduct
ফাইল ছবি
author img

By

Published : Mar 9, 2023, 12:50 PM IST

লন্ডন, 9 মার্চ: কর্মীদের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য এবং অশালীন ও অনৈতিক আচরণ ! এই অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) বা হু (WHO fires its Top Official in the Western Pacific) ৷ বরখাস্ত হওয়া ওই আধিকারিকের নাম ড. তাকেশি কাসাই (Dr. Takeshi Kasai) ৷ বুধবার হু প্রধান তেদ্রস আধানম ঘেব্রেসাসের (Tedros Adhanom Ghebreyesus) নামে একটি ইমেল বার্তা পান হু-এর কর্মী ও আধিকারিকরা ৷ তাতে জানানো হয়, বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ড. কাসাইকে বরখাস্ত করা হল ৷

ড. কাসাইয়ের আচরণ নিয়ে সরব হয়েছিলেন তাঁর অধঃস্তনরাই ৷ গতবছর সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে অ্য়াসোসিয়েট প্রেস ৷ বিষয়টি হু কর্তৃপক্ষের নজরে আসতেই ড. কাসাইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় ৷ সেই তদন্তে তিনি দোষী প্রমাণিত হয়েছেন ৷ ড. কাসাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর আচরণের জন্য কোভিডকালে হু-এর পরিষেবার সঙ্গে আপস করতে হয়েছে ! প্রসঙ্গত, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হু-এর আঞ্চলিক অধিকর্তা ছিলেন ড. কাসাই ৷ তথ্য বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাসে এই প্রথম কোনও আঞ্চলিক অধিকর্তাকে এভাবে বরখাস্ত করা হল ৷

হু প্রধান তাঁর পাঠানো ইমেলে কর্মী ও আধিকারিকদের উদ্দেশে লিখেছেন, যে ঘটনা ঘটেছে, তা একেবারেই কাম্য ছিল না ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী মাসেই পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নতুন আঞ্চলিক অধিকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ৷ আগামী অক্টোবর মাসে ওই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ উল্লেখ্য, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হু-এর আঞ্চলিক অধিকর্তা পদে ড. কাসাইয়ের নাম সমর্থন করেছিল জাপান ৷ কিন্তু, তিনি বরখাস্ত হওয়ার পর এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি তারা ৷

আরও পড়ুন: ফের চিনের থেকে কোভিড পরিস্থিতির রিপোর্ট চাইল হু

ড. কাসাইয়ের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত চালানো হয়েছিল, সেই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে পেশ করা হয়েছে ৷ চলতি সপ্তাহে জেনেভায় হু-এর এগজিকিউটিভ বোর্ডের একটি বৈঠক হয় ৷ সেউ বৈঠকে তদন্ত রিপোর্ট সামনে আনা হয় ৷ তাতে জানানো হয়েছে, এশিয়ার কর্মী ও আধিকারিকদের নিয়েমিতভাবে হেনস্থা করে গিয়েছেন ড. কাসাই ৷ তিনি তাঁর অধঃস্তনদের সঙ্গে অত্যন্ত রূঢ়ভাবে কথা বলতেন, প্রকাশ্যে তাঁদের অপমান করতেন এবং মাঝেমধ্যেই জাতিবিদ্বেষমূলক মন্তব্য করতেন ! এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই ড. কাসাইকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

লন্ডন, 9 মার্চ: কর্মীদের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য এবং অশালীন ও অনৈতিক আচরণ ! এই অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) বা হু (WHO fires its Top Official in the Western Pacific) ৷ বরখাস্ত হওয়া ওই আধিকারিকের নাম ড. তাকেশি কাসাই (Dr. Takeshi Kasai) ৷ বুধবার হু প্রধান তেদ্রস আধানম ঘেব্রেসাসের (Tedros Adhanom Ghebreyesus) নামে একটি ইমেল বার্তা পান হু-এর কর্মী ও আধিকারিকরা ৷ তাতে জানানো হয়, বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ড. কাসাইকে বরখাস্ত করা হল ৷

ড. কাসাইয়ের আচরণ নিয়ে সরব হয়েছিলেন তাঁর অধঃস্তনরাই ৷ গতবছর সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে অ্য়াসোসিয়েট প্রেস ৷ বিষয়টি হু কর্তৃপক্ষের নজরে আসতেই ড. কাসাইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় ৷ সেই তদন্তে তিনি দোষী প্রমাণিত হয়েছেন ৷ ড. কাসাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর আচরণের জন্য কোভিডকালে হু-এর পরিষেবার সঙ্গে আপস করতে হয়েছে ! প্রসঙ্গত, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হু-এর আঞ্চলিক অধিকর্তা ছিলেন ড. কাসাই ৷ তথ্য বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাসে এই প্রথম কোনও আঞ্চলিক অধিকর্তাকে এভাবে বরখাস্ত করা হল ৷

হু প্রধান তাঁর পাঠানো ইমেলে কর্মী ও আধিকারিকদের উদ্দেশে লিখেছেন, যে ঘটনা ঘটেছে, তা একেবারেই কাম্য ছিল না ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী মাসেই পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নতুন আঞ্চলিক অধিকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ৷ আগামী অক্টোবর মাসে ওই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ উল্লেখ্য, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হু-এর আঞ্চলিক অধিকর্তা পদে ড. কাসাইয়ের নাম সমর্থন করেছিল জাপান ৷ কিন্তু, তিনি বরখাস্ত হওয়ার পর এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি তারা ৷

আরও পড়ুন: ফের চিনের থেকে কোভিড পরিস্থিতির রিপোর্ট চাইল হু

ড. কাসাইয়ের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত চালানো হয়েছিল, সেই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে পেশ করা হয়েছে ৷ চলতি সপ্তাহে জেনেভায় হু-এর এগজিকিউটিভ বোর্ডের একটি বৈঠক হয় ৷ সেউ বৈঠকে তদন্ত রিপোর্ট সামনে আনা হয় ৷ তাতে জানানো হয়েছে, এশিয়ার কর্মী ও আধিকারিকদের নিয়েমিতভাবে হেনস্থা করে গিয়েছেন ড. কাসাই ৷ তিনি তাঁর অধঃস্তনদের সঙ্গে অত্যন্ত রূঢ়ভাবে কথা বলতেন, প্রকাশ্যে তাঁদের অপমান করতেন এবং মাঝেমধ্যেই জাতিবিদ্বেষমূলক মন্তব্য করতেন ! এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই ড. কাসাইকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.