ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর: দুর্ঘটনার কবলে পড়েছিল যুদ্ধবিমান ৷ বিষয়টি টের পেতেই প্রাণ বাঁচাতে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট ৷ কিন্তু তারপরই রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় এফ-35 এর একটি যুদ্ধবিমান ৷ ফক্স নিউজ জানিয়েছে, এই ঘটনার পর মার্কিন সামরিক কর্মকর্তারা নিখোঁজ হয়ে যাওয়া যুদ্ধবিমানটির খোঁজ করছেন ৷
জয়েন্টবেস চার্লসটন ফেসবুকে বলেছেন যে, বিমানটি মেরিন কর্পস এয়ারস্টেশন বিউফোর্টের অন্তর্গত লকহিড মার্টিন এফ-35 লাইটনিং ৷ পাইলট নিরাপদে বের হয়ে যান ৷ এরপর তাঁকে স্থানীয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ ফক্স নিউজ জানিয়েছে, মেরিন কর্পস এয়ার স্টেশন বিউফোর্টের সঙ্গে নিখোঁজ বিমানের সন্ধানে সহায়তা করার জন্য কাজ করছে ৷ যুদ্ধবিমানটিকে খুঁজে বের করতে ইমার্জেন্সি রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন : বন্যায় প্লাবিত লিবিয়ায় এখনও নিখোঁজ 11 হাজারের উপর মানুষ, দেরনা শহরে বন্ধ প্রবেশাধিকার
তিনি ফেসবুক বিবৃতিতে আরও বলেছেন, "বিমানটির সর্বশেষ অবস্থানের উপর ভিত্তি করে এবং এফএএর সঙ্গে সমন্বয় করে আমরা উত্তরে লেক মাল্টরি ও লেক মেরিয়নের চারপাশে নজর রাখছি ৷ প্রচেষ্টা অব্যাহত থাকায় জনসাধারণকে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে ৷"
নিখোঁজ হওয়া যুদ্ধ বিমানের অবস্থান সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে তা তাদের জেবি চার্লসটন বেস ডিফেন্স অপারেশন সেন্টারে 843-963-3600 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । এই মুহূর্তে ঘটনার বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য নেই ৷ কর্তৃপক্ষ সক্রিয়ভাবে তদন্ত করছে ৷ ফক্স নিউজ ডিজিটাল আরও বিস্তারিত জানার জন্য জয়েন্ট বেস চার্লসটনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : মাঝ আকাশে বিমানে আগুন ! সিঙ্গাপুরে জরুরি অবতরণ; আহত 9