ETV Bharat / international

US over Arunachal Pradesh: অরুণাচলপ্রদেশে 11টি জায়গার নতুন নামকরণ! চিনের দখলদারির বিরোধিতা আমেরিকার - অরুণাচলপ্রদেশ ভারতের অখণ্ড অংশ

ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অবস্থিত অরুণাচলপ্রদেশ ৷ ভারত ও চিনের মধ্যে এই রাজ্যটি নিয়ে লড়াই চলছে দীর্ঘদিন ধরে ৷ চিন এই অঞ্চলে ছোট ছোট গ্রাম গড়ে দখল করার চেষ্টা চালাচ্ছে ৷ রবিবার তারা তৃতীয় দফায় অনেক জায়গার নতুন নামও দিয়েছে ৷ এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা ৷

Arunachal Pradesh
অরুণাচলপ্রদেশ
author img

By

Published : Apr 5, 2023, 10:46 AM IST

ওয়াশিংটন/নয়াদিল্লি, 5 এপ্রিল: দখল করা বেশ কিছু জায়গার নতুন দিয়েছে চিন ৷ অরুণাচলপ্রদেশের ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে 11টি জায়গার নামকরণ করা হয়েছে এবং তা দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি শি জিনপিং সরকারের ৷ এর তীব্র বিরোধিতা করল মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ৷ এর আগে 15 মার্চ মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাবে গৃহীত হয় । তাতে বলা হয়, অরুণাচলপ্রদেশ ভারতের অখণ্ড অংশ ৷ সেদিন ম্যাকমোহন লাইনকে প্রকৃত আন্তর্জাতিক সীমারেখা হিসেবে চিহ্নিত করে আমেরিকা ৷ তাতে আবারও সিলমোহর দিল হোয়াইট হাইজ ৷

রবিবার চিনে অসামরিক মন্ত্রক একটি তালিকায় সরকারিভাবে নামগুলি প্রকাশ করেছে ৷ এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেরিন জিন-পিয়ের বলেন, "দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে ৷ কোনও একটি শক্তিধর দেশ এলাকার অন্য নাম দিয়ে তা দখল করার চেষ্টা করছে ৷ আমরা এই প্রচেষ্টার কঠোর প্রতিবাদ করছি ৷"

মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীও চিনের দখলদারির দাবি খারিজ করে দেন ৷ মন্ত্রক বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা এই রিপোর্টগুলি (অরুণাচল প্রদেশের কয়েকটি জায়গা চিনের নামকরণ করা) দেখেছি ৷ এমন নয় যে চিন এই চেষ্টা প্রথমবার করছে ৷ আমরা একে সরাসরি খারিজ করছি ৷ অরুণাচলপ্রদেশ ভারতের অখণ্ড অংশ আছে, ছিল এবং সবসময় তা-ই থাকবে ৷ এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ নাম বদল করে তা দখলের চেষ্টা সত্যকে পালটে দিতে পারবে না ৷"

চিনের অসামরিক বিষয়ক মন্ত্রক এ নিয়ে তিন দফায় অরুণাচলপ্রদেশের বিভিন্ন জায়গার নামকরণ করল ৷ 2017 সালে প্রথম বার ছ'টি জায়গা এবং 2021 সালে 15টি জায়গার নতুন নাম দিয়েছিল চিন ৷ সেই ঘটনাই আবার ঘটল এখন। এর মাঝে 2020 সালে মে মাসে পূর্ব লাদাখে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এলাকা দখল নিয়ে সংঘর্ষ বাধে ৷ তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছয় ৷ পরে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন চিন ও ভারতের সামরিক উচ্চাধিকারিকরা ৷ দখল করা এলাকা থেকে সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে অনেকবার আলোচনা হয়েছে ৷ কিন্তু সীমান্তে স্থিতাবস্থা পুরোপুরি ফিরেছে বলে জানা যায়নি ৷ এর মধ্যে অরুণাচলপ্রদেশে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করে ভারত ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ ভারতের, ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দিল আমেরিকা

ওয়াশিংটন/নয়াদিল্লি, 5 এপ্রিল: দখল করা বেশ কিছু জায়গার নতুন দিয়েছে চিন ৷ অরুণাচলপ্রদেশের ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে 11টি জায়গার নামকরণ করা হয়েছে এবং তা দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি শি জিনপিং সরকারের ৷ এর তীব্র বিরোধিতা করল মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ৷ এর আগে 15 মার্চ মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাবে গৃহীত হয় । তাতে বলা হয়, অরুণাচলপ্রদেশ ভারতের অখণ্ড অংশ ৷ সেদিন ম্যাকমোহন লাইনকে প্রকৃত আন্তর্জাতিক সীমারেখা হিসেবে চিহ্নিত করে আমেরিকা ৷ তাতে আবারও সিলমোহর দিল হোয়াইট হাইজ ৷

রবিবার চিনে অসামরিক মন্ত্রক একটি তালিকায় সরকারিভাবে নামগুলি প্রকাশ করেছে ৷ এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেরিন জিন-পিয়ের বলেন, "দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে ৷ কোনও একটি শক্তিধর দেশ এলাকার অন্য নাম দিয়ে তা দখল করার চেষ্টা করছে ৷ আমরা এই প্রচেষ্টার কঠোর প্রতিবাদ করছি ৷"

মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীও চিনের দখলদারির দাবি খারিজ করে দেন ৷ মন্ত্রক বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা এই রিপোর্টগুলি (অরুণাচল প্রদেশের কয়েকটি জায়গা চিনের নামকরণ করা) দেখেছি ৷ এমন নয় যে চিন এই চেষ্টা প্রথমবার করছে ৷ আমরা একে সরাসরি খারিজ করছি ৷ অরুণাচলপ্রদেশ ভারতের অখণ্ড অংশ আছে, ছিল এবং সবসময় তা-ই থাকবে ৷ এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ নাম বদল করে তা দখলের চেষ্টা সত্যকে পালটে দিতে পারবে না ৷"

চিনের অসামরিক বিষয়ক মন্ত্রক এ নিয়ে তিন দফায় অরুণাচলপ্রদেশের বিভিন্ন জায়গার নামকরণ করল ৷ 2017 সালে প্রথম বার ছ'টি জায়গা এবং 2021 সালে 15টি জায়গার নতুন নাম দিয়েছিল চিন ৷ সেই ঘটনাই আবার ঘটল এখন। এর মাঝে 2020 সালে মে মাসে পূর্ব লাদাখে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এলাকা দখল নিয়ে সংঘর্ষ বাধে ৷ তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছয় ৷ পরে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন চিন ও ভারতের সামরিক উচ্চাধিকারিকরা ৷ দখল করা এলাকা থেকে সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে অনেকবার আলোচনা হয়েছে ৷ কিন্তু সীমান্তে স্থিতাবস্থা পুরোপুরি ফিরেছে বলে জানা যায়নি ৷ এর মধ্যে অরুণাচলপ্রদেশে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করে ভারত ৷

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ ভারতের, ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দিল আমেরিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.