ETV Bharat / international

Biden to Host PM Modi: জুনে মার্কিন সফরে প্রধানমন্ত্রী, হোয়াইট হাউজে মোদিকে স্বাগত জানাবেন ফার্স্ট লেডি

আগামী 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার মার্কিন প্রশাসনের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই মোদির প্রথম দ্বি-পাক্ষিক সফর ৷

author img

By

Published : May 10, 2023, 8:32 PM IST

Updated : May 10, 2023, 8:50 PM IST

Biden to Host PM Modi
Biden to Host PM Modi

ওয়াশিংটন, 10 মে: আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার মার্কিন প্রশাসনের তরফে এক বিবৃতি দিয়ে মোদির সফরের বিষয়ে জানানো হয়েছে ৷ ওই বিবৃতিতে লেখা হয়েছে যে আগামী 22 জুন হোয়াইট হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ৷

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে মোদির এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে ৷ তাছাড়া ইন্দো প্যাসিফিক বিষয়-সহ আরও যে যে ক্ষেত্রগুলিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে, সেই বিষয়গুলিতেও সহযোগিতা আরও বৃদ্ধির পরিবেশ তৈরি হবে এই সফরের মাধ্যমে ৷

গত বছরের শেষের দিকে জো বাইডেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রী মোদির ৷ ইন্দোনেশিয়ায় জি 20 সম্মেলনে ওই সাক্ষাৎ হয় ৷ তার পর আর এই দুই রাষ্ট্রনেতার মধ্যে দেখা হয়নি ৷ ভারত এবার জি 20 এর সভাপতিত্ব করছে ৷ আগামী সেপ্টেম্বরে ওই সম্মেলন বসতে চলেছে নয়াদিল্লিতে ৷

সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে ভারত সফরে আসার জন্য মুখিয়ে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ মনে করা হচ্ছিল, সেটাই বাইডেন ও মোদির পরবর্তী মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে ৷ কিন্তু এ দিনের ঘোষণার পর বোঝা গেল এই দুই রাষ্ট্রনেতা আবারও মুখোমুখি দেখা করতে চলেছেন ৷

এর আগে 2021 সালের সেপ্টেম্বরে সালে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তবে সেটা কোয়াড সম্মেলনে যোগ দিতে৷ বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৷ ফলে এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল ৷ এই সফরে দুই দেশের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

জুনের পর জুলাই মাসেও প্রধানমন্ত্রীর আরও একটি গুরুত্বপূর্ণ বিদেশ সফর রয়েছে ৷ জুলাই মাসে তিনি যাবেন ফ্রান্স সফরে ৷ সেখানে তাঁকে 14 জুলাই ঐতিহাসিক বাস্তিল ডে প্যারেডের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ওই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস ৷ ওই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: ফরাসি, চিনা-সহ সম্প্রচার 11টি বিদেশি ভাষায়, রাষ্ট্রসংঘও শুনল মোদির 'মনের কথা'

ওয়াশিংটন, 10 মে: আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার মার্কিন প্রশাসনের তরফে এক বিবৃতি দিয়ে মোদির সফরের বিষয়ে জানানো হয়েছে ৷ ওই বিবৃতিতে লেখা হয়েছে যে আগামী 22 জুন হোয়াইট হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ৷

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে মোদির এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে ৷ তাছাড়া ইন্দো প্যাসিফিক বিষয়-সহ আরও যে যে ক্ষেত্রগুলিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে, সেই বিষয়গুলিতেও সহযোগিতা আরও বৃদ্ধির পরিবেশ তৈরি হবে এই সফরের মাধ্যমে ৷

গত বছরের শেষের দিকে জো বাইডেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রী মোদির ৷ ইন্দোনেশিয়ায় জি 20 সম্মেলনে ওই সাক্ষাৎ হয় ৷ তার পর আর এই দুই রাষ্ট্রনেতার মধ্যে দেখা হয়নি ৷ ভারত এবার জি 20 এর সভাপতিত্ব করছে ৷ আগামী সেপ্টেম্বরে ওই সম্মেলন বসতে চলেছে নয়াদিল্লিতে ৷

সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে ভারত সফরে আসার জন্য মুখিয়ে রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ মনে করা হচ্ছিল, সেটাই বাইডেন ও মোদির পরবর্তী মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে ৷ কিন্তু এ দিনের ঘোষণার পর বোঝা গেল এই দুই রাষ্ট্রনেতা আবারও মুখোমুখি দেখা করতে চলেছেন ৷

এর আগে 2021 সালের সেপ্টেম্বরে সালে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তবে সেটা কোয়াড সম্মেলনে যোগ দিতে৷ বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৷ ফলে এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল ৷ এই সফরে দুই দেশের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

জুনের পর জুলাই মাসেও প্রধানমন্ত্রীর আরও একটি গুরুত্বপূর্ণ বিদেশ সফর রয়েছে ৷ জুলাই মাসে তিনি যাবেন ফ্রান্স সফরে ৷ সেখানে তাঁকে 14 জুলাই ঐতিহাসিক বাস্তিল ডে প্যারেডের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ওই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস ৷ ওই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: ফরাসি, চিনা-সহ সম্প্রচার 11টি বিদেশি ভাষায়, রাষ্ট্রসংঘও শুনল মোদির 'মনের কথা'

Last Updated : May 10, 2023, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.