ETV Bharat / international

President Joe Biden: এয়ারফোর্স-1 বিমানে উঠলেন বাইডেন, সন্ধ্যায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট - আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাইডেন ৷ আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি অ্যানড্রিউজ এয়ার বেস থেকে এয়ারফোর্স-1 বিমানে উঠেছেন ৷

ETV Bharat
ভারতে জি 20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:44 AM IST

Updated : Sep 8, 2023, 8:14 AM IST

ওয়াশিংটন ডিসি ও নয়াদিল্লি 8 সেপ্টেম্বর: ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যানড্রিউজ এয়ার বেস থেকে এয়ারফোর্স-1 বিমানে উঠেছেন তিনি ৷ জানা গিয়েছে, শুক্রবার বিকেলে তিনি দিল্লিতে অবতরণ করবেন ৷ 9-10 সেপ্টেম্বর রাজধানীতে জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, এই সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন ৷

এক্সে (টুইটার) বাইডেন লিখেছেন, "আমি জি-20 বৈঠকের জন্য রওনা দিয়েছি ৷ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এটি অন্যতম প্রধান মঞ্চ ৷" তবে 72 বছর বয়সি ফার্স্ট লেডি জিল বাইডেন ভারতে আসছেন না ৷ তাঁর করোনা হয়েছিল। শেষ কোভিড পরীক্ষার ফলাফলে সংক্রমণ ধরা না পড়লেও আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকছেন জিল ৷ গত কয়েকদিনে প্রেসিডেন্ট জো বাইডেনেরও বেশ কয়েকবার করোনা পরীক্ষা হয়েছে ৷ এমনকী ভারতে রওনা দেওয়ার খানিক আগেই হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টের করোনা পরীক্ষা হয়েছে ৷ তবে তার সংক্রমণ ধরা পড়েনি ৷ এদিকে, এই প্রথমবার ভারত জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব করছে ৷ শীর্ষ সম্মেলনের জন্য নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার সেজে উঠেছে ৷

  • I’m headed to the G20 – the premier forum for international economic cooperation – focused on making progress on Americans' priorities, delivering for developing nations, and showing our commitment to the G20 as a forum that can deliver.

    Every time we engage, we get better.

    — President Biden (@POTUS) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে নামার পরে জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে ৷ এছাড়া জি-20 শীর্ষ সম্মেলনে আগত অন্য রাষ্ট্র নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তবে ভারতে থাকাকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্ধারিত কোভিড প্রোটোকল মেনে চলবেন ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে প্রস্তুত বাইডেন, বার্তা দিল হোয়াইট হাউস

জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ৷

ওয়াশিংটন ডিসি ও নয়াদিল্লি 8 সেপ্টেম্বর: ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যানড্রিউজ এয়ার বেস থেকে এয়ারফোর্স-1 বিমানে উঠেছেন তিনি ৷ জানা গিয়েছে, শুক্রবার বিকেলে তিনি দিল্লিতে অবতরণ করবেন ৷ 9-10 সেপ্টেম্বর রাজধানীতে জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে, এই সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন ৷

এক্সে (টুইটার) বাইডেন লিখেছেন, "আমি জি-20 বৈঠকের জন্য রওনা দিয়েছি ৷ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এটি অন্যতম প্রধান মঞ্চ ৷" তবে 72 বছর বয়সি ফার্স্ট লেডি জিল বাইডেন ভারতে আসছেন না ৷ তাঁর করোনা হয়েছিল। শেষ কোভিড পরীক্ষার ফলাফলে সংক্রমণ ধরা না পড়লেও আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকছেন জিল ৷ গত কয়েকদিনে প্রেসিডেন্ট জো বাইডেনেরও বেশ কয়েকবার করোনা পরীক্ষা হয়েছে ৷ এমনকী ভারতে রওনা দেওয়ার খানিক আগেই হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টের করোনা পরীক্ষা হয়েছে ৷ তবে তার সংক্রমণ ধরা পড়েনি ৷ এদিকে, এই প্রথমবার ভারত জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব করছে ৷ শীর্ষ সম্মেলনের জন্য নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার সেজে উঠেছে ৷

  • I’m headed to the G20 – the premier forum for international economic cooperation – focused on making progress on Americans' priorities, delivering for developing nations, and showing our commitment to the G20 as a forum that can deliver.

    Every time we engage, we get better.

    — President Biden (@POTUS) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে নামার পরে জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে ৷ এছাড়া জি-20 শীর্ষ সম্মেলনে আগত অন্য রাষ্ট্র নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তবে ভারতে থাকাকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্ধারিত কোভিড প্রোটোকল মেনে চলবেন ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে প্রস্তুত বাইডেন, বার্তা দিল হোয়াইট হাউস

জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ৷

Last Updated : Sep 8, 2023, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.