ETV Bharat / international

Richard Verma: রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট - মার্কিন প্রেসিডেন্ট

ভারতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মাকে এবার স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনয়ন দিলেন জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন ৷

Richard Verma as Deputy Secretary of State ETV Bharat
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত রিচার্ড ভার্মা
author img

By

Published : Dec 24, 2022, 11:37 AM IST

Updated : Dec 24, 2022, 1:40 PM IST

ওয়াশিংটন, 24 ডিসেম্বর: ভারতীয়-আমেরিকান আইনজীবী রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ 54 বছরের রিচার্ড ভার্মা মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে কাজ করেছেন ৷ 2015 সালের 16 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি, 2 বছর তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি মাস্টারকার্ডের মুখ্য আইনি পরামর্শদাতা এবং গ্লোবাল পাবলিক পলিসি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন ৷

মার্কিন সেনেট রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তিনি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ প্রথমবার একজন ভারতীয়-আমেরিকান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এত বড় পদে মনোনীত হলেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রিচার্ড ভার্মার নাম শীর্ষ কূটনীতিক হিসেবে মনোনীত করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের রিচার্ড ভার্মা লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অফ স্টেট হিসাবেও কাজ করেছিলেন ৷

রিচার্ড ভার্মা কর্মজীবনের শুরুতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর হ্যারি রিডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ৷ সেই সময় তিনি ডেমোক্র্যাটিক হুইপ পদের দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, একজন সংখ্যালঘু নেতা এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন ৷ দীর্ঘ সময়ের এই কর্মজীবনে তিনি দ্য এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্টেপটো অ্যান্ড জনসন এলএলপি-তে সদস্য এবং সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলরও ছিলেন রিচার্ড ভার্মা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্যও, যেখানে তিনি একজন বিচারক আইনজীবী হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করেছেন ৷

আরও পড়ুন: ভারত একা দাঁড়িয়েছে, কিন্তু আদর্শচ্যূত হয়নি, রাষ্ট্রসংঘে বললেন রুচিরা

ভারতে প্রাক্তন মার্কিন এই রাষ্ট্রদূত স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় শীর্ষকর্তা হওয়ার জন্য একেবারেই যোগ্য ব্যক্তি ৷ রিচার্ড ভার্মার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির বিস্তার এবং গভীরতা তাঁকে সারা বিশ্বে আমেরিকান স্বার্থ ও মূল্যবোধ রক্ষা ও প্রচারে একজন শক্তিশালী নেতা করে তুলবে ৷ হোয়াইট হাউসের তরফে রিচার্ড ভার্মার নাম ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন, বিশিষ্ট অ্যাটর্নি এবং পল হেস্টিংস এলএলপি-র শীর্ষ ভারতীয় আইনজীবী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মী মিত্তল দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞ রোনাক ডি দেশাই ৷

তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি বাইডেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হিসাবে কাজ করার জন্য আদর্শ ব্যক্তিকে খুঁজে নিয়েছেন ৷ জনসেবায় রিচার্ডের দীর্ঘস্থায়ী ট্র্যাক রেকর্ড, গ্লোবাল ইস্যুতে নীতিগত নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাসের কারণে রিচার্ড আদর্শ ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন ৷’’

ওয়াশিংটন, 24 ডিসেম্বর: ভারতীয়-আমেরিকান আইনজীবী রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ 54 বছরের রিচার্ড ভার্মা মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে কাজ করেছেন ৷ 2015 সালের 16 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি, 2 বছর তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি মাস্টারকার্ডের মুখ্য আইনি পরামর্শদাতা এবং গ্লোবাল পাবলিক পলিসি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন ৷

মার্কিন সেনেট রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তিনি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ প্রথমবার একজন ভারতীয়-আমেরিকান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এত বড় পদে মনোনীত হলেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রিচার্ড ভার্মার নাম শীর্ষ কূটনীতিক হিসেবে মনোনীত করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের রিচার্ড ভার্মা লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অফ স্টেট হিসাবেও কাজ করেছিলেন ৷

রিচার্ড ভার্মা কর্মজীবনের শুরুতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর হ্যারি রিডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ৷ সেই সময় তিনি ডেমোক্র্যাটিক হুইপ পদের দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, একজন সংখ্যালঘু নেতা এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন ৷ দীর্ঘ সময়ের এই কর্মজীবনে তিনি দ্য এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্টেপটো অ্যান্ড জনসন এলএলপি-তে সদস্য এবং সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলরও ছিলেন রিচার্ড ভার্মা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্যও, যেখানে তিনি একজন বিচারক আইনজীবী হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করেছেন ৷

আরও পড়ুন: ভারত একা দাঁড়িয়েছে, কিন্তু আদর্শচ্যূত হয়নি, রাষ্ট্রসংঘে বললেন রুচিরা

ভারতে প্রাক্তন মার্কিন এই রাষ্ট্রদূত স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় শীর্ষকর্তা হওয়ার জন্য একেবারেই যোগ্য ব্যক্তি ৷ রিচার্ড ভার্মার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির বিস্তার এবং গভীরতা তাঁকে সারা বিশ্বে আমেরিকান স্বার্থ ও মূল্যবোধ রক্ষা ও প্রচারে একজন শক্তিশালী নেতা করে তুলবে ৷ হোয়াইট হাউসের তরফে রিচার্ড ভার্মার নাম ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন, বিশিষ্ট অ্যাটর্নি এবং পল হেস্টিংস এলএলপি-র শীর্ষ ভারতীয় আইনজীবী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মী মিত্তল দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞ রোনাক ডি দেশাই ৷

তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি বাইডেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হিসাবে কাজ করার জন্য আদর্শ ব্যক্তিকে খুঁজে নিয়েছেন ৷ জনসেবায় রিচার্ডের দীর্ঘস্থায়ী ট্র্যাক রেকর্ড, গ্লোবাল ইস্যুতে নীতিগত নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাসের কারণে রিচার্ড আদর্শ ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন ৷’’

Last Updated : Dec 24, 2022, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.