ETV Bharat / international

Richard Verma: রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট

ভারতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মাকে এবার স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনয়ন দিলেন জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন ৷

Richard Verma as Deputy Secretary of State ETV Bharat
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত রিচার্ড ভার্মা
author img

By

Published : Dec 24, 2022, 11:37 AM IST

Updated : Dec 24, 2022, 1:40 PM IST

ওয়াশিংটন, 24 ডিসেম্বর: ভারতীয়-আমেরিকান আইনজীবী রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ 54 বছরের রিচার্ড ভার্মা মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে কাজ করেছেন ৷ 2015 সালের 16 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি, 2 বছর তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি মাস্টারকার্ডের মুখ্য আইনি পরামর্শদাতা এবং গ্লোবাল পাবলিক পলিসি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন ৷

মার্কিন সেনেট রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তিনি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ প্রথমবার একজন ভারতীয়-আমেরিকান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এত বড় পদে মনোনীত হলেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রিচার্ড ভার্মার নাম শীর্ষ কূটনীতিক হিসেবে মনোনীত করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের রিচার্ড ভার্মা লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অফ স্টেট হিসাবেও কাজ করেছিলেন ৷

রিচার্ড ভার্মা কর্মজীবনের শুরুতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর হ্যারি রিডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ৷ সেই সময় তিনি ডেমোক্র্যাটিক হুইপ পদের দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, একজন সংখ্যালঘু নেতা এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন ৷ দীর্ঘ সময়ের এই কর্মজীবনে তিনি দ্য এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্টেপটো অ্যান্ড জনসন এলএলপি-তে সদস্য এবং সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলরও ছিলেন রিচার্ড ভার্মা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্যও, যেখানে তিনি একজন বিচারক আইনজীবী হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করেছেন ৷

আরও পড়ুন: ভারত একা দাঁড়িয়েছে, কিন্তু আদর্শচ্যূত হয়নি, রাষ্ট্রসংঘে বললেন রুচিরা

ভারতে প্রাক্তন মার্কিন এই রাষ্ট্রদূত স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় শীর্ষকর্তা হওয়ার জন্য একেবারেই যোগ্য ব্যক্তি ৷ রিচার্ড ভার্মার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির বিস্তার এবং গভীরতা তাঁকে সারা বিশ্বে আমেরিকান স্বার্থ ও মূল্যবোধ রক্ষা ও প্রচারে একজন শক্তিশালী নেতা করে তুলবে ৷ হোয়াইট হাউসের তরফে রিচার্ড ভার্মার নাম ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন, বিশিষ্ট অ্যাটর্নি এবং পল হেস্টিংস এলএলপি-র শীর্ষ ভারতীয় আইনজীবী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মী মিত্তল দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞ রোনাক ডি দেশাই ৷

তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি বাইডেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হিসাবে কাজ করার জন্য আদর্শ ব্যক্তিকে খুঁজে নিয়েছেন ৷ জনসেবায় রিচার্ডের দীর্ঘস্থায়ী ট্র্যাক রেকর্ড, গ্লোবাল ইস্যুতে নীতিগত নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাসের কারণে রিচার্ড আদর্শ ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন ৷’’

ওয়াশিংটন, 24 ডিসেম্বর: ভারতীয়-আমেরিকান আইনজীবী রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden Nominates Richard Verma as Deputy Secretary of State) ৷ 54 বছরের রিচার্ড ভার্মা মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে কাজ করেছেন ৷ 2015 সালের 16 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি, 2 বছর তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি মাস্টারকার্ডের মুখ্য আইনি পরামর্শদাতা এবং গ্লোবাল পাবলিক পলিসি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন ৷

মার্কিন সেনেট রিচার্ড ভার্মাকে স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তিনি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিভাগের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ প্রথমবার একজন ভারতীয়-আমেরিকান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এত বড় পদে মনোনীত হলেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রিচার্ড ভার্মার নাম শীর্ষ কূটনীতিক হিসেবে মনোনীত করেন ৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের রিচার্ড ভার্মা লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অফ স্টেট হিসাবেও কাজ করেছিলেন ৷

রিচার্ড ভার্মা কর্মজীবনের শুরুতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর হ্যারি রিডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ৷ সেই সময় তিনি ডেমোক্র্যাটিক হুইপ পদের দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, একজন সংখ্যালঘু নেতা এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন ৷ দীর্ঘ সময়ের এই কর্মজীবনে তিনি দ্য এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্টেপটো অ্যান্ড জনসন এলএলপি-তে সদস্য এবং সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলরও ছিলেন রিচার্ড ভার্মা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্যও, যেখানে তিনি একজন বিচারক আইনজীবী হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করেছেন ৷

আরও পড়ুন: ভারত একা দাঁড়িয়েছে, কিন্তু আদর্শচ্যূত হয়নি, রাষ্ট্রসংঘে বললেন রুচিরা

ভারতে প্রাক্তন মার্কিন এই রাষ্ট্রদূত স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় শীর্ষকর্তা হওয়ার জন্য একেবারেই যোগ্য ব্যক্তি ৷ রিচার্ড ভার্মার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির বিস্তার এবং গভীরতা তাঁকে সারা বিশ্বে আমেরিকান স্বার্থ ও মূল্যবোধ রক্ষা ও প্রচারে একজন শক্তিশালী নেতা করে তুলবে ৷ হোয়াইট হাউসের তরফে রিচার্ড ভার্মার নাম ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন, বিশিষ্ট অ্যাটর্নি এবং পল হেস্টিংস এলএলপি-র শীর্ষ ভারতীয় আইনজীবী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মী মিত্তল দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞ রোনাক ডি দেশাই ৷

তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি বাইডেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হিসাবে কাজ করার জন্য আদর্শ ব্যক্তিকে খুঁজে নিয়েছেন ৷ জনসেবায় রিচার্ডের দীর্ঘস্থায়ী ট্র্যাক রেকর্ড, গ্লোবাল ইস্যুতে নীতিগত নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাসের কারণে রিচার্ড আদর্শ ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন ৷’’

Last Updated : Dec 24, 2022, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.