ETV Bharat / international

US President Joe Biden: মানুষের পাশে দাঁড়াতে যুদ্ধ-বিধস্ত ইজরায়েল সফরে যেতে পারেন বাইডেন - ইজরায়েল সফরে যেতে পারেন বাইডেন

Israel-Hamas Conflict: হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইজরায়েল সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ব্যক্তিগতভাবে ইজরায়েলের জনগণের পাশে দাঁড়াতে চান তিনি ৷ তবে তাঁর সফর বৃহত্তর যুদ্ধের জন্ম দিতে পারে এবং ইজরায়েলে বাইডেনের উপস্থিতিকে হামাসের প্রধান পৃষ্ঠপোষক ইরান ভালো চোখে নাও দেখতে পারে- এমনটা আশঙ্কা করছে বিভিন্ন মহল।

US President Joe Biden
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 11:45 AM IST

ওয়াশিংটন, 16 অক্টোবর: আগামিদিনে যুদ্ধ-বিধস্ত ইজরায়েল সফরে যাওয়ার কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তবে এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি ৷ এমনটাই রবিবার হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন । মনে করা হচ্ছে, ইজরায়েলের উপর হামাসের নৃশংস হামলার পরে বাইডেন সেখানে গেলে এটি সহানুভূতি এবং সমর্থনের শক্তিশালী দিক প্রদর্শন করবে । আমেরিকা যে ইজরায়েলি জনগণের পাশে রয়েছে তা এই সফরের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রকাশ পাবে।

তবে এই প্রস্তাবিত সফর ঘিরে যে বাইডেন প্রশাসনের অন্দরে কোনও আশঙ্কার বাতাবরণ নেই তা নয়। ইজরায়েলে বাইডেনের উপস্থিতিকে হামাসের প্রধান পৃষ্ঠপোষক ইরান একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে দেখতে পারে বলে মনে করে মার্কিন প্রশাসনের একটা বড় অংশ ৷ তাঁদের আশঙ্কা এই সফর আরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি আরও জটিল এবং ভয়াবহ হয়ে উঠতে পারে।

সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ইতিমধ্যেই গত সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছেন ৷ হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়া থেকে রোধ করাই তাঁর সফরের লক্ষ্য। হোয়াইট হাউসের আধিকারিকরা প্রেসিডেন্ট জো বাইডেনের সফর সম্পর্কে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন । তিনিই বাইডেনের সফর সম্পর্কে জানিয়েছেন ৷

7 অক্টোবরের হামলায় অন্তত 30 মার্কিন নাগরিক-সহ 1 হাজার 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ৷ এরপরেই ইজরায়েলকে সংযত হওয়ার জন্য কড়া বার্তা দিয়েছেন বাইডেন ৷

রবিবার প্রচারিত একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, "ইজরায়েলের পক্ষে গাজা পুনরায় দখল করা ঠিক হবে না । আমি মনে করি এই পদক্ষেপ একটি বড় ভুল হবে । দেখুন গাজায় যা ঘটেছে আমার দৃষ্টিতে তা করেছে হামাস ৷ আর হামাস সমস্ত প্যালেস্তাইন জনগণের প্রতিনিধিত্ব করছে না । তাই আমি মনে করি যে ইজরায়েলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল পদক্ষেপ।"

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের সাহায্যে তোড়জোর বাইডেন প্রশাসনের!

2005 সালে ইজরায়েল গাজা ত্যাগ করে ৷ পরের বছর নির্বাচনে জয়ী হয় হামাস । তবুও বাইডেন বলেছেন, "চরমপন্থীদের বের করে দেওয়া খুব জরুরি ।" বাইডেন সাক্ষাৎকারে আরও বলেন, " বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং দেশগুলি মেনে চলে এমন কিছু মানদণ্ড রয়েছে। এক্ষেত্রেও সেগুলি মেনে চলা উচিত। আমি বিশ্বাস করি গাজার নিরপরাধ ওষুধ, খাবার ও জল পেতে পারে ।"
(সংবাদ সংস্থা -এপি)

ওয়াশিংটন, 16 অক্টোবর: আগামিদিনে যুদ্ধ-বিধস্ত ইজরায়েল সফরে যাওয়ার কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তবে এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি ৷ এমনটাই রবিবার হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন । মনে করা হচ্ছে, ইজরায়েলের উপর হামাসের নৃশংস হামলার পরে বাইডেন সেখানে গেলে এটি সহানুভূতি এবং সমর্থনের শক্তিশালী দিক প্রদর্শন করবে । আমেরিকা যে ইজরায়েলি জনগণের পাশে রয়েছে তা এই সফরের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রকাশ পাবে।

তবে এই প্রস্তাবিত সফর ঘিরে যে বাইডেন প্রশাসনের অন্দরে কোনও আশঙ্কার বাতাবরণ নেই তা নয়। ইজরায়েলে বাইডেনের উপস্থিতিকে হামাসের প্রধান পৃষ্ঠপোষক ইরান একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে দেখতে পারে বলে মনে করে মার্কিন প্রশাসনের একটা বড় অংশ ৷ তাঁদের আশঙ্কা এই সফর আরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি আরও জটিল এবং ভয়াবহ হয়ে উঠতে পারে।

সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ইতিমধ্যেই গত সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছেন ৷ হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়া থেকে রোধ করাই তাঁর সফরের লক্ষ্য। হোয়াইট হাউসের আধিকারিকরা প্রেসিডেন্ট জো বাইডেনের সফর সম্পর্কে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন । তিনিই বাইডেনের সফর সম্পর্কে জানিয়েছেন ৷

7 অক্টোবরের হামলায় অন্তত 30 মার্কিন নাগরিক-সহ 1 হাজার 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ৷ এরপরেই ইজরায়েলকে সংযত হওয়ার জন্য কড়া বার্তা দিয়েছেন বাইডেন ৷

রবিবার প্রচারিত একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, "ইজরায়েলের পক্ষে গাজা পুনরায় দখল করা ঠিক হবে না । আমি মনে করি এই পদক্ষেপ একটি বড় ভুল হবে । দেখুন গাজায় যা ঘটেছে আমার দৃষ্টিতে তা করেছে হামাস ৷ আর হামাস সমস্ত প্যালেস্তাইন জনগণের প্রতিনিধিত্ব করছে না । তাই আমি মনে করি যে ইজরায়েলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল পদক্ষেপ।"

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের সাহায্যে তোড়জোর বাইডেন প্রশাসনের!

2005 সালে ইজরায়েল গাজা ত্যাগ করে ৷ পরের বছর নির্বাচনে জয়ী হয় হামাস । তবুও বাইডেন বলেছেন, "চরমপন্থীদের বের করে দেওয়া খুব জরুরি ।" বাইডেন সাক্ষাৎকারে আরও বলেন, " বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং দেশগুলি মেনে চলে এমন কিছু মানদণ্ড রয়েছে। এক্ষেত্রেও সেগুলি মেনে চলা উচিত। আমি বিশ্বাস করি গাজার নিরপরাধ ওষুধ, খাবার ও জল পেতে পারে ।"
(সংবাদ সংস্থা -এপি)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.