ETV Bharat / international

US Praises Modi: যুদ্ধের বিরুদ্ধে মোদির মন্তব্যের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন - বালি ঘোষণাপত্র

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে শেষ হয়েছে জি-20 সম্মেলন (G20 Summit) ৷ ওই সম্মেলনের ঘোষণাপত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ পাশাপাশি বাইডেন প্রশাসনের তরফে যুদ্ধের বিরুদ্ধে মোদির (PM Narendra Modi)মন্তব্যের ভূয়সী প্রশংসা করা হয়েছে ৷

US lauds PM Narendra Modi effort for adding todays era isnt of war in G20 joint declaration
US Praises Modi: যুদ্ধের বিরুদ্ধে মোদির মন্তব্যের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন
author img

By

Published : Nov 19, 2022, 2:41 PM IST

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 19 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ৷ শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব কারিনে জিন-পিয়েরি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ‘এটা যুদ্ধের যুগ হতে পারে না’ ৷ আর জি-20 সম্মেলনে (G20 Summit) ভারতের তরফে রাশিয়া ও ইউক্রেনের লড়াই (Russia-Ukraine Conflict) নিয়ে জি-20 এর বালি ঘোষণাপত্রে (G20 joint declaration) মোদির সেই বার্তা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে ৷

পাশাপাশি বুধবার ওই ঘোষণাপত্রে জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে সদস্যদের মধ্যে মতভেদ ছিল ৷ তবে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইনের উপর জোর দেওয়া হয়েছে ৷ এর জেরে সমস্যায় পড়া সাধারণ নাগরিকদের সুরক্ষার কথাও বলা হয়েছে ওই ঘোষণাপত্রে ৷

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে এসসিও সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ৷ সেখানে মোদি পুতিনকে রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে শান্তিপূর্ণ পথ বের করার পরামর্শ দিয়েছিলেন ৷ আর জানিয়েছিলেন যে এটা যুদ্ধের যুগ হতে পারে না ৷ সেটাই রাখা হয়েছে জি-20 এর বালি ঘোষণাপত্রে ৷ একই সঙ্গে ওই গোষ্ঠীর সদস্যরা পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারির বিপক্ষে সরব হয়েছেন ৷

জি-20 এর সভাপতিত্ব এবার ভারতের কাঁধে (India G20 Presidency) ৷ আগামী ডিসেম্বরেই তা ভারত গ্রহণ করবে ৷ এই নিয়ে হোয়াইট হাউজের প্রেস সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই এই দায়িত্ব ভারত পেয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র আগামী বছর ভারতের সভাপতিত্বকে সর্বতোভাবে সাহায্য করবে ৷ আগামী বৈঠকের জন্য বাইডেন (Joe Biden) প্রশাসন অপেক্ষা করছে বলেও তিনি জানান ৷ উল্লেখ্য, জি-20 এর সভাপতিত্ব ভারতের কাছে যাওয়াকে গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে গোষ্ঠীর অন্য সদস্য দেশগুলি আগেই জানিয়েছে ৷

আরও পড়ুন: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে 'রাশিয়ার মিসাইল আক্রমণ', জরুরি বৈঠকে বাইডেন

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 19 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ৷ শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব কারিনে জিন-পিয়েরি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ‘এটা যুদ্ধের যুগ হতে পারে না’ ৷ আর জি-20 সম্মেলনে (G20 Summit) ভারতের তরফে রাশিয়া ও ইউক্রেনের লড়াই (Russia-Ukraine Conflict) নিয়ে জি-20 এর বালি ঘোষণাপত্রে (G20 joint declaration) মোদির সেই বার্তা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে ৷

পাশাপাশি বুধবার ওই ঘোষণাপত্রে জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে সদস্যদের মধ্যে মতভেদ ছিল ৷ তবে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইনের উপর জোর দেওয়া হয়েছে ৷ এর জেরে সমস্যায় পড়া সাধারণ নাগরিকদের সুরক্ষার কথাও বলা হয়েছে ওই ঘোষণাপত্রে ৷

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে এসসিও সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ৷ সেখানে মোদি পুতিনকে রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে শান্তিপূর্ণ পথ বের করার পরামর্শ দিয়েছিলেন ৷ আর জানিয়েছিলেন যে এটা যুদ্ধের যুগ হতে পারে না ৷ সেটাই রাখা হয়েছে জি-20 এর বালি ঘোষণাপত্রে ৷ একই সঙ্গে ওই গোষ্ঠীর সদস্যরা পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারির বিপক্ষে সরব হয়েছেন ৷

জি-20 এর সভাপতিত্ব এবার ভারতের কাঁধে (India G20 Presidency) ৷ আগামী ডিসেম্বরেই তা ভারত গ্রহণ করবে ৷ এই নিয়ে হোয়াইট হাউজের প্রেস সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই এই দায়িত্ব ভারত পেয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র আগামী বছর ভারতের সভাপতিত্বকে সর্বতোভাবে সাহায্য করবে ৷ আগামী বৈঠকের জন্য বাইডেন (Joe Biden) প্রশাসন অপেক্ষা করছে বলেও তিনি জানান ৷ উল্লেখ্য, জি-20 এর সভাপতিত্ব ভারতের কাছে যাওয়াকে গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে গোষ্ঠীর অন্য সদস্য দেশগুলি আগেই জানিয়েছে ৷

আরও পড়ুন: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে 'রাশিয়ার মিসাইল আক্রমণ', জরুরি বৈঠকে বাইডেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.