ওয়াশিংটন, 15 অগস্ট: স্বাধীন ভারত গণতন্ত্র, প্রজাতন্ত্র এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় আজও এক এবং অনন্য। মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের 77তম স্বাধীনতা দিবস ৷ ইতিমধ্যেই লালকেল্লায় পতাকা উত্তোলন করে জাতীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ তার কিছুক্ষণ আগে শুভেচ্ছা এল মার্কিন মুলুক থেকেও ৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতবাসীকে 77তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন।
সমগ্র যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে স্বাধীনতার 76 বছরপূর্তির মাহেন্দ্রক্ষণে তিনি জানান, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'দৃঢ় বন্ধন' রয়েছে ৷ দু'টি দেশ একটি উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল বিশ্বের জন্য একসঙ্গে কাজ করে। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, "আজ 15 অগস্ট স্বাধীনতার 76 বছরপূর্তিতে আমরা ভারতবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ এই গুরুত্বপূর্ণ দিনে, আমরা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গভীরতা প্রতিপলিত হয় ৷ আমরা ভারতবাসীর গর্বের ইতিহাস উদযাপন করছি, যারা দুই দেশের সুদৃঢ় বন্ধনের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি ৷
মার্কিন রাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এদিন আরও উল্লেখ করেছেন, "ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক 'গভীর' হয়ে উঠেছে এবং এটি অতীতের যে কোনও সময়ের চেয়ে সর্বাধিক বিস্তৃত হয়ে উঠেছে ৷ বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসাবে দুই রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে ৷ এই বন্ধন আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে যখন আমরা একটি উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল বিশ্বের জন্য একসঙ্গে কাজ করি ৷ আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি এই গুরুত্বপূর্ণ দিনে ভারতের জনগণকে শুভেচ্ছা জানাই।"
77 তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার নয়াদিল্লিতে তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় পতাকা উত্তোলন করে জাতীর উদ্দেশে ভাষণ দেন ৷ অতিথি হিসাবে সেখানে উপস্থিত রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা।
আরও পড়ুন: 'মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত হয়েছে', স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গলায় মণিপুর-উদ্বেগ