ETV Bharat / international

Israel-Hamas Conflict: রক্তাক্ত গাজায় শুধুই মানুষের হাহাকার, 'নরক' থেকে বেরতে চাইছেন রাষ্ট্রসংঘের কর্মীরাও - রক্তাক্ত গাজায় শুধুই মানুষের হাহাকার

হামাসদের নিকেশ করতে গাজায় আক্রমণের ছক কষেছে ইজরায়েল ৷ এদিকে ভূমধ্যসাগরের তীরে ছোট্ট এই দেশে নেই জল, খাবার, ইন্টারনেট, জ্বালানি ৷ চারদিক রক্তাক্ত ৷ এই গাজাকে নরক বলে উল্লেখ করলেন রাষ্ট্রসংঘের ক্লান্ত ত্রাণকর্মীরা ৷

ETV Bharat
গাজার রাস্তায় সব হারানো পরিবার
author img

By PTI

Published : Oct 17, 2023, 1:47 PM IST

নিউইয়র্ক, 17 অক্টোবর: "আমাদের এই নরক থেকে বের করো", আর্তি হাজার হাজার কর্মীর ৷ তাঁরা রাষ্ট্রসংঘের হয়ে বিধ্বস্ত গাজায় বিভিন্ন কাজ করে যাচ্ছেন ৷ কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ নার্স, কেউ ওষুধের দায়িত্বে আছেন ৷ এরকম 13 হাজার কর্মী গাজায় কাজ করছেন ৷ কিন্তু ত্রাণকার্য সামলাতে গিয়ে তাঁরা ক্লান্ত ৷ তাই রাষ্ট্রসংঘের সংশ্লিষ্ট এজেন্সির কাছে তাঁদের আকুতি, গাজা এখন নরকে পরিণত হয়েছে ৷ এখান থেকে তাঁদের বের করা হোক ৷ এমনটাই জানাচ্ছেন এক মুখপাত্র ৷

ইউএনআরডব্লিউএ-র কমিউনিকেশনসের ডিরেক্টর জুলিয়েট টৌমা সাংবাদিকদের বলেন, "গাজা স্ট্রিপে আমরা একটা খুব বড় অপারেশনে নেমেছি ৷ তবে আমাদের কর্মীরা আতঙ্কিত, ক্লান্ত ৷ তাঁরা চাইছেন এবার এই যুদ্ধটা শেষ হোক ৷ আমরা যে খবর পেয়েছি, তাতে তাঁরা বারবার বলছেন, আমাদের এই নরক থেকে বের করো ৷"

7 অক্টোবর, শনিবার ভোরে হঠাৎ ইজরায়েলে আক্রমণ চালায় হামাস গোষ্ঠী ৷ হাজার হাজার রকেট, হামাস জঙ্গিরা তছনছ করে দেয় ইহুদিদের পবিত্র সাবাথের ছুটির দিন ৷ এরপরেই হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ গত সপ্তাহেই গাজার উত্তরে বসবাসকারী বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷

মাত্র 41 কিমি দীর্ঘ গাজায় প্রায় 23 লক্ষ মানুষের বাস ৷ বিশ্বের অন্যতম ঘনজনবসতিপূর্ণ এলাকা ভূমধ্যসাগরের তীরের এই ছোট্ট দেশ ৷ উত্তরের প্রায় 11 লক্ষ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে গিয়েছে ৷ এর মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালে আশ্রয় নিয়েছে ৷ আবার বহু মানুষ দক্ষিণ গাজায় গেলেও থাকার জায়গা না-পেয়ে রাস্তায় দিন কাটাতে বাধ্য হচ্ছে ৷ এদিকে গাজায় নেই বিদ্যুৎ, জল, ইন্টারনেট সংযোগ ৷ হাসপাতালগুলিতে ওষুধ শেষের পথে ৷ মৃতদেহ রাখার জায়গা মিলছে না ৷ সব মিলিয়ে প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার লড়াই লড়ছে গাজার মানুষ ৷ ইতিমধ্যেই, রাষ্ট্রসংঘের 14 জন কর্মী ইজরায়েল-হামাস যুদ্ধে প্রাণ হারিয়েছে ৷

আরও পড়ুন: জীবিতদের ঘর, মৃতদের কবর নেই যেখানে; গাজার পরিস্থিতি 'মানবতার কলঙ্ক'!

নিউইয়র্ক, 17 অক্টোবর: "আমাদের এই নরক থেকে বের করো", আর্তি হাজার হাজার কর্মীর ৷ তাঁরা রাষ্ট্রসংঘের হয়ে বিধ্বস্ত গাজায় বিভিন্ন কাজ করে যাচ্ছেন ৷ কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ নার্স, কেউ ওষুধের দায়িত্বে আছেন ৷ এরকম 13 হাজার কর্মী গাজায় কাজ করছেন ৷ কিন্তু ত্রাণকার্য সামলাতে গিয়ে তাঁরা ক্লান্ত ৷ তাই রাষ্ট্রসংঘের সংশ্লিষ্ট এজেন্সির কাছে তাঁদের আকুতি, গাজা এখন নরকে পরিণত হয়েছে ৷ এখান থেকে তাঁদের বের করা হোক ৷ এমনটাই জানাচ্ছেন এক মুখপাত্র ৷

ইউএনআরডব্লিউএ-র কমিউনিকেশনসের ডিরেক্টর জুলিয়েট টৌমা সাংবাদিকদের বলেন, "গাজা স্ট্রিপে আমরা একটা খুব বড় অপারেশনে নেমেছি ৷ তবে আমাদের কর্মীরা আতঙ্কিত, ক্লান্ত ৷ তাঁরা চাইছেন এবার এই যুদ্ধটা শেষ হোক ৷ আমরা যে খবর পেয়েছি, তাতে তাঁরা বারবার বলছেন, আমাদের এই নরক থেকে বের করো ৷"

7 অক্টোবর, শনিবার ভোরে হঠাৎ ইজরায়েলে আক্রমণ চালায় হামাস গোষ্ঠী ৷ হাজার হাজার রকেট, হামাস জঙ্গিরা তছনছ করে দেয় ইহুদিদের পবিত্র সাবাথের ছুটির দিন ৷ এরপরেই হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ গত সপ্তাহেই গাজার উত্তরে বসবাসকারী বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷

মাত্র 41 কিমি দীর্ঘ গাজায় প্রায় 23 লক্ষ মানুষের বাস ৷ বিশ্বের অন্যতম ঘনজনবসতিপূর্ণ এলাকা ভূমধ্যসাগরের তীরের এই ছোট্ট দেশ ৷ উত্তরের প্রায় 11 লক্ষ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে গিয়েছে ৷ এর মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালে আশ্রয় নিয়েছে ৷ আবার বহু মানুষ দক্ষিণ গাজায় গেলেও থাকার জায়গা না-পেয়ে রাস্তায় দিন কাটাতে বাধ্য হচ্ছে ৷ এদিকে গাজায় নেই বিদ্যুৎ, জল, ইন্টারনেট সংযোগ ৷ হাসপাতালগুলিতে ওষুধ শেষের পথে ৷ মৃতদেহ রাখার জায়গা মিলছে না ৷ সব মিলিয়ে প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার লড়াই লড়ছে গাজার মানুষ ৷ ইতিমধ্যেই, রাষ্ট্রসংঘের 14 জন কর্মী ইজরায়েল-হামাস যুদ্ধে প্রাণ হারিয়েছে ৷

আরও পড়ুন: জীবিতদের ঘর, মৃতদের কবর নেই যেখানে; গাজার পরিস্থিতি 'মানবতার কলঙ্ক'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.