ETV Bharat / international

UN worries about Gaza: গাজায় নাগরিক শৃঙ্খলা ক্রমে ভেঙে পড়ছে, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ - রাষ্ট্রসংঘ

পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার উপর ইজরায়েলের অবরোধ অব্যাহত থাকায় শনিবার গাজা উপত্যকায় কোনও আন্তর্জাতিক সাহায্য প্রবেশ করতে পারেনি বলেই খবর। প্যালেস্তাইনি রেড ক্রিসেন্টের এক মুখপাত্র নেবাল ফারসাখ দ্য অ্যাসোসিয়েটেড সংবাদমাধ্যমকে জানিয়েছে, শনিবার কোনও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেনি কারণ যোগাযোগ অসম্ভব ছিল । গাজার অভ্যন্তরে দলগুলি মিশরীয় রেড ক্রিসেন্ট বা রাষ্ট্রসংঘের কর্মীদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 5:19 PM IST

দেইর আল-বালাহ (গাজা), 29 অক্টোবর: প্যালেস্তাইন উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রসংঘের এক সংস্থা জানিয়েছে, কয়েক হাজার মানুষ গাজার ত্রাণ খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিতে ত্রাণ শিবিরে হাজির হয়েছে। গাজায় সংস্থার পরিচালক টমাস হোয়াইট রবিবার জানান, ব্রেক-ইন এক উদ্বেগজনক লক্ষ্মণ । ইজরায়েল এবং গাজার হামাসের মধ্যে তিন সপ্তাহের যুদ্ধের পরে অসামরিক শৃঙ্খলা কার্যত ভেঙে পড়তে শুরু করেছে।

'ইউএনআরডব্লিউএ' নামে পরিচিত রাষ্ট্রসংঘের সংস্থাটি গাজার কয়েক লক্ষ মানুষের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে । সংশ্লিষ্ট এলাকা জুড়ে এই সংস্থার স্কুলগুলিকে 'প্যাকড শেল্টার' হিসাবে তৈরি করা হয়েছে । আর সেখানে দুই পক্ষের সংঘাতের জেরে বাস্তুচ্যুত হওয়া প্যালেস্তাইনিদের বর্তমান বাসস্থান হয়ে উঠেছে।

পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার উপর ইজরায়েলের অবরোধ অব্যাহত থাকায় শনিবার গাজা উপত্যকায় কোনও আন্তর্জাতিক সাহায্য প্রবেশ করতে পারেনি বলেই খবর। প্যালেস্তাইনি রেড ক্রিসেন্টের এক মুখপাত্র নেবাল ফারসাখ দ্য অ্যাসোসিয়েটেড সংবাদমাধ্যমকে জানিয়েছে, শনিবার কোনও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেনি কারণ যোগাযোগ অসম্ভব ছিল । গাজার অভ্যন্তরে দলগুলি মিশরীয় রেড ক্রিসেন্ট বা রাষ্ট্রসংঘের কর্মীদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি।

শনিবারের আগে, মোট 84টি ত্রাণবাহী ট্রাক গাজায় পাঠানো হয়েছিল । যা 2.3 মিলিয়ন জনসংখ্যার জন্য খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পানীয় জলের প্রয়োজন মিটিয়েছে। এদিকে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সংযুক্ত আরব আমিরশাহীর অনুরোধে সোমবার বিকেলে গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিষয়ে একটি জরুরী বৈঠকের সময় নির্ধারণ করেছে । কাউন্সিলে আরব প্রতিনিধিরা থাকবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে ইজরায়েল, বার্তা নেতানিয়াহুর

অন্যদিকে, টেলিকম কোম্পানি প্যাল্টেল ইন্টারনেট-অ্যাক্সেস অ্যাডভোকেসি গ্রুপ গাজার সাধারণের জন্য ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ পুনরুদ্ধার করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকা শুক্রবার শেষরাত থেকে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল । আইজেনহাওয়ার শনিবার ভূমধ্যসাগরে যাত্রা করেছে । সুয়েজ খাল দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলে এর যাওয়ার কথা রয়েছে । আমেরিকান বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি প্রসারিত করে ইরান এবং তার জঙ্গি গোষ্ঠীগুলিকে যুদ্ধ থেকে বিরত রাখতেই এই অভিযোন বলে জানা গিয়েছে।

দেইর আল-বালাহ (গাজা), 29 অক্টোবর: প্যালেস্তাইন উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রসংঘের এক সংস্থা জানিয়েছে, কয়েক হাজার মানুষ গাজার ত্রাণ খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিতে ত্রাণ শিবিরে হাজির হয়েছে। গাজায় সংস্থার পরিচালক টমাস হোয়াইট রবিবার জানান, ব্রেক-ইন এক উদ্বেগজনক লক্ষ্মণ । ইজরায়েল এবং গাজার হামাসের মধ্যে তিন সপ্তাহের যুদ্ধের পরে অসামরিক শৃঙ্খলা কার্যত ভেঙে পড়তে শুরু করেছে।

'ইউএনআরডব্লিউএ' নামে পরিচিত রাষ্ট্রসংঘের সংস্থাটি গাজার কয়েক লক্ষ মানুষের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে । সংশ্লিষ্ট এলাকা জুড়ে এই সংস্থার স্কুলগুলিকে 'প্যাকড শেল্টার' হিসাবে তৈরি করা হয়েছে । আর সেখানে দুই পক্ষের সংঘাতের জেরে বাস্তুচ্যুত হওয়া প্যালেস্তাইনিদের বর্তমান বাসস্থান হয়ে উঠেছে।

পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার উপর ইজরায়েলের অবরোধ অব্যাহত থাকায় শনিবার গাজা উপত্যকায় কোনও আন্তর্জাতিক সাহায্য প্রবেশ করতে পারেনি বলেই খবর। প্যালেস্তাইনি রেড ক্রিসেন্টের এক মুখপাত্র নেবাল ফারসাখ দ্য অ্যাসোসিয়েটেড সংবাদমাধ্যমকে জানিয়েছে, শনিবার কোনও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেনি কারণ যোগাযোগ অসম্ভব ছিল । গাজার অভ্যন্তরে দলগুলি মিশরীয় রেড ক্রিসেন্ট বা রাষ্ট্রসংঘের কর্মীদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি।

শনিবারের আগে, মোট 84টি ত্রাণবাহী ট্রাক গাজায় পাঠানো হয়েছিল । যা 2.3 মিলিয়ন জনসংখ্যার জন্য খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পানীয় জলের প্রয়োজন মিটিয়েছে। এদিকে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সংযুক্ত আরব আমিরশাহীর অনুরোধে সোমবার বিকেলে গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিষয়ে একটি জরুরী বৈঠকের সময় নির্ধারণ করেছে । কাউন্সিলে আরব প্রতিনিধিরা থাকবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে ইজরায়েল, বার্তা নেতানিয়াহুর

অন্যদিকে, টেলিকম কোম্পানি প্যাল্টেল ইন্টারনেট-অ্যাক্সেস অ্যাডভোকেসি গ্রুপ গাজার সাধারণের জন্য ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ পুনরুদ্ধার করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকা শুক্রবার শেষরাত থেকে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল । আইজেনহাওয়ার শনিবার ভূমধ্যসাগরে যাত্রা করেছে । সুয়েজ খাল দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলে এর যাওয়ার কথা রয়েছে । আমেরিকান বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি প্রসারিত করে ইরান এবং তার জঙ্গি গোষ্ঠীগুলিকে যুদ্ধ থেকে বিরত রাখতেই এই অভিযোন বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.