ETV Bharat / international

UN China Uyghur Report রাষ্ট্রসংঘের রিপোর্টে চিন কাঠগড়ায়, উইঘুর মুসলিমদের নিয়ে চিন্তায় রাষ্ট্রসংঘ - চিন

বুধবার (স্থানীয় সময়) প্রকাশিত হয় রাষ্ট্রসংঘের চিন সংক্রান্ত একটি রিপোর্ট ৷ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চিনের অত্যাচারের তথ্য সামনে এসেছে ৷ এই রিপোর্ট নাকি আটকে রেখেছিলেন রাষ্ট্রসংঘেরই আধিকারিক (UN on mass detention of Uyghurs and other ethnic minorities) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 1, 2022, 10:26 AM IST

জেনেভা, 1 সেপ্টেম্বর: চিন মানবিকতার বিরুদ্ধে অপরাধ করেছে ? বুধবার (স্থানীয় সময়) তেমন অভিযোগ তুলল রাষ্ট্রসংঘ ৷ জিনজিয়াং প্রদেশে উইঘুর-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আটকে রেখেছে চিন ৷ তাই চিন 'আন্তর্জাতিক অপরাধ, বিশেষত মানবিকতার বিরুদ্ধে' অপরাধ করেছে, জানিয়েছে রাষ্ট্রসংঘ ৷

31 অগস্ট, জেনেভায় ইউএন-এর মানবিক অধিকারের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট (Michelle Bachelet) তাঁর অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ৷ এর কয়েক মিনিট আগে এই রিপোর্ট প্রকাশিত হয় ৷ জানা গিয়েছে, তিনি চিনের বিরুদ্ধে এই রিপোর্টটি আটকে রেখেছিলেন এবং খুব সংক্ষিপ্ত বিশ্লেষণ ছিল তাতে (UN accused China may constitute crimes against humanity in its Xinjiang region) ৷

গত বছরের ডিসেম্বরে মিশেলের মুখপাত্র জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই রিপোর্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে ৷ কিন্তু তা হয়নি ৷ এতে মনে হচ্ছিল যেন রাষ্ট্রসংঘ চিনের বিরোধিতা করতে চায় না ৷ উইঘুর এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি চিনের স্বৈরাচারী মনোভাব, বৈষম্য বেড়েই চলেছে, জানাচ্ছে রিপোর্ট ৷

আরও পড়ুন: উইঘুর ইস্যুতে চিনের হয়ে ব্যাট ধরতে কাশ্মীরকে ঢাল ইমরানের

এখানে অভিযোগ উঠেছে, তাঁদের উপর যৌন হেনস্থা এবং লিঙ্গ-বৈষম্যমূলক অত্যাচার করা হচ্ছে ৷ এমনকী বাদ যায়নি ধর্ষণও ৷ উইঘুরদের জোর করে আটকে রাখা, তাঁদের দিয়ে কাজ করানো- এ ধরনের খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মানবিক অধিকার বিশেষজ্ঞেরা ৷ তারা বিশ্বের এবং দেশের মধ্যের কোম্পানিগুলিকে সাপ্লাই চেনের দিকে কড়া নজরদারি রাখার কথা জানিয়েছেন ৷

জেনেভা, 1 সেপ্টেম্বর: চিন মানবিকতার বিরুদ্ধে অপরাধ করেছে ? বুধবার (স্থানীয় সময়) তেমন অভিযোগ তুলল রাষ্ট্রসংঘ ৷ জিনজিয়াং প্রদেশে উইঘুর-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আটকে রেখেছে চিন ৷ তাই চিন 'আন্তর্জাতিক অপরাধ, বিশেষত মানবিকতার বিরুদ্ধে' অপরাধ করেছে, জানিয়েছে রাষ্ট্রসংঘ ৷

31 অগস্ট, জেনেভায় ইউএন-এর মানবিক অধিকারের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট (Michelle Bachelet) তাঁর অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ৷ এর কয়েক মিনিট আগে এই রিপোর্ট প্রকাশিত হয় ৷ জানা গিয়েছে, তিনি চিনের বিরুদ্ধে এই রিপোর্টটি আটকে রেখেছিলেন এবং খুব সংক্ষিপ্ত বিশ্লেষণ ছিল তাতে (UN accused China may constitute crimes against humanity in its Xinjiang region) ৷

গত বছরের ডিসেম্বরে মিশেলের মুখপাত্র জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই রিপোর্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে ৷ কিন্তু তা হয়নি ৷ এতে মনে হচ্ছিল যেন রাষ্ট্রসংঘ চিনের বিরোধিতা করতে চায় না ৷ উইঘুর এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি চিনের স্বৈরাচারী মনোভাব, বৈষম্য বেড়েই চলেছে, জানাচ্ছে রিপোর্ট ৷

আরও পড়ুন: উইঘুর ইস্যুতে চিনের হয়ে ব্যাট ধরতে কাশ্মীরকে ঢাল ইমরানের

এখানে অভিযোগ উঠেছে, তাঁদের উপর যৌন হেনস্থা এবং লিঙ্গ-বৈষম্যমূলক অত্যাচার করা হচ্ছে ৷ এমনকী বাদ যায়নি ধর্ষণও ৷ উইঘুরদের জোর করে আটকে রাখা, তাঁদের দিয়ে কাজ করানো- এ ধরনের খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মানবিক অধিকার বিশেষজ্ঞেরা ৷ তারা বিশ্বের এবং দেশের মধ্যের কোম্পানিগুলিকে সাপ্লাই চেনের দিকে কড়া নজরদারি রাখার কথা জানিয়েছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.