ETV Bharat / international

Not Jan 7 anymore: রাশিয়াকে বার্তা দিতে ক্রিসমাসের দিন বদল ইউক্রেনে - ইউক্রেন

এতবছর ধরে ইউক্রেন ও রাশিয়ায় ক্রিসমাস পালন হয়ে আসছে প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার মেনে 7 জানুয়ারিতে ৷ কিন্তু এবছর ইউক্রেনের বহু বাসিন্দা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে বিশ্বের বাকি দেশগুলির মতো 25 ডিসেম্বরেই দিনটি পালন করলেন ৷ রাশিয়ার থেকে সংযোগ চিন্ন করার বার্তা দিলেন তাঁরা (Ukrainians move Christmas to detach from Russia)৷

ETV Bharat
7 জানুয়ারি নয় 25 ডিসেম্বরেই ক্রিসমাস পালন ইউক্রেনে
author img

By

Published : Dec 25, 2022, 10:01 PM IST

কিয়েভ, 25 ডিসেম্বর: তাঁদের প্রিয় দেশের উপর রাশিয়ার আগ্রাসন বদলে দিয়েছে বহু ইউক্রেনবাসীর প্রচলিত ধর্মীয় বিশ্বাস ৷ সেই সূত্রেই, এবছর 25 ডিসেম্বরেই তাঁরা পালন করছেন ক্রিসমাস বা বড়দিন ৷ সাধারণত 7 জানুয়ারি ক্রিসমাস পালন করে থাকেন ইউক্রেনিয়রা ৷ রাশিয়ানরাও 7 জানুয়ারিতেই ক্রিসমাস পালন করে থাকেন ৷ কিন্ত এবছর গোঁড়া বেশকিছু খ্রিস্টান 25 ডিসেম্বরকেই যিশুর জন্মদিন পালনের জন্য বেছে নিয়েছেন (Ukrainians move Christmas to detach from Russia) ৷ যুদ্ধই তাঁদের মধ্যে এই পরিবর্তন এনেছে, স্থানীয় চার্চগুলিও এতে সম্মতি দিয়েছে ৷

গোটা বিশ্ব 25 ডিসেম্বরেই ক্রিসমাস পালন করে থাকে ৷ কিন্তু এই দিনটিতে যিশুখ্রিস্টের জন্মদিন পালনকে বহু ইউক্রেনবাসী কট্টরপন্থা হিসেবেই দেখতেন ৷ কিন্তু রাশিয়ার জবরদখলের লড়াই তাদের মনও বদলে দিয়েছে ৷ গত অক্টোবরেই ইউক্রেনের অর্থোডক্স চার্চগুলির নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবছর 25 ডিসেম্বরে যিশুর জন্মদিন পালন করা হবে ৷ ইউক্রেনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই দিন বদলের রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব যথেষ্ট ৷ রাশিয়ার সংস্কৃতি থেকে ইউক্রেনের সংস্কৃতিকে পৃথক করার চেষ্টা হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে ৷ কিয়েভের নিকটবর্তী কিছু এলাকার বাসিন্দা ভোটাভুটিতে এই দিন বদলের পক্ষেই রায় দিয়েছেন ৷ তাঁদের দাবি, 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের উপর যে আগ্রাসন শুরু করেছে, এরপর আর তাদের সঙ্গে কোনওরকম যোগ রেখে চলার মানে হয় না (Russia Ukraine conflict)৷ একবছর হতে এলেও ইউক্রেনের উপর রাশিয়ার সেই আগ্রাসন আজও বর্তমান ৷

আরও পড়ুন: মন কী বাত-এ মোদির মুখে করোনা সতর্কতা, দিলেন মাস্ক ব্যবহারের পরামর্শ

কিয়েভ সংলগ্ন ববরিজিয়া এলাকার বহু বাসিন্দা রবিবার ক্রিসমাস পালন করেন ৷ তাঁরা জানিয়েছেন, এই দিন বদল এক বিরাট পরিবর্তন ৷ তাঁরা বিশ্বের অন্যদেশগুলির মতো 25 ডিসেম্বর দিনটি পালন করতেন না ৷ কিন্তু এবার রাশিয়ার সঙ্গে যাবতীয় যোগ ত্যাগের জন্য তাঁরা এই সিদ্ধান্তও মেনে নিয়েছেন (russian invasion of ukraine) ৷

তবে ইউক্রেনের অর্থোডক্স চার্চগুলিতে এই দিন বদল হলেও রাশিয়ায় অর্থোডক্স চার্চগুলি রীতি মেনে প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার মেনে 7 জানুয়ারিই ক্রিসমাস পালন করবে ৷ এই ক্যালেন্ডার অনুযায়ী 25 ডিসেম্বরের 13 দিন পর ক্রিসমাস পালন করা হয় ৷ তবে বিশ্বের সিংহভাগ চার্চে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে 25 ডিসেম্বরেই দিনটি পালিত হয় ৷

কিয়েভ, 25 ডিসেম্বর: তাঁদের প্রিয় দেশের উপর রাশিয়ার আগ্রাসন বদলে দিয়েছে বহু ইউক্রেনবাসীর প্রচলিত ধর্মীয় বিশ্বাস ৷ সেই সূত্রেই, এবছর 25 ডিসেম্বরেই তাঁরা পালন করছেন ক্রিসমাস বা বড়দিন ৷ সাধারণত 7 জানুয়ারি ক্রিসমাস পালন করে থাকেন ইউক্রেনিয়রা ৷ রাশিয়ানরাও 7 জানুয়ারিতেই ক্রিসমাস পালন করে থাকেন ৷ কিন্ত এবছর গোঁড়া বেশকিছু খ্রিস্টান 25 ডিসেম্বরকেই যিশুর জন্মদিন পালনের জন্য বেছে নিয়েছেন (Ukrainians move Christmas to detach from Russia) ৷ যুদ্ধই তাঁদের মধ্যে এই পরিবর্তন এনেছে, স্থানীয় চার্চগুলিও এতে সম্মতি দিয়েছে ৷

গোটা বিশ্ব 25 ডিসেম্বরেই ক্রিসমাস পালন করে থাকে ৷ কিন্তু এই দিনটিতে যিশুখ্রিস্টের জন্মদিন পালনকে বহু ইউক্রেনবাসী কট্টরপন্থা হিসেবেই দেখতেন ৷ কিন্তু রাশিয়ার জবরদখলের লড়াই তাদের মনও বদলে দিয়েছে ৷ গত অক্টোবরেই ইউক্রেনের অর্থোডক্স চার্চগুলির নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবছর 25 ডিসেম্বরে যিশুর জন্মদিন পালন করা হবে ৷ ইউক্রেনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই দিন বদলের রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব যথেষ্ট ৷ রাশিয়ার সংস্কৃতি থেকে ইউক্রেনের সংস্কৃতিকে পৃথক করার চেষ্টা হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে ৷ কিয়েভের নিকটবর্তী কিছু এলাকার বাসিন্দা ভোটাভুটিতে এই দিন বদলের পক্ষেই রায় দিয়েছেন ৷ তাঁদের দাবি, 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের উপর যে আগ্রাসন শুরু করেছে, এরপর আর তাদের সঙ্গে কোনওরকম যোগ রেখে চলার মানে হয় না (Russia Ukraine conflict)৷ একবছর হতে এলেও ইউক্রেনের উপর রাশিয়ার সেই আগ্রাসন আজও বর্তমান ৷

আরও পড়ুন: মন কী বাত-এ মোদির মুখে করোনা সতর্কতা, দিলেন মাস্ক ব্যবহারের পরামর্শ

কিয়েভ সংলগ্ন ববরিজিয়া এলাকার বহু বাসিন্দা রবিবার ক্রিসমাস পালন করেন ৷ তাঁরা জানিয়েছেন, এই দিন বদল এক বিরাট পরিবর্তন ৷ তাঁরা বিশ্বের অন্যদেশগুলির মতো 25 ডিসেম্বর দিনটি পালন করতেন না ৷ কিন্তু এবার রাশিয়ার সঙ্গে যাবতীয় যোগ ত্যাগের জন্য তাঁরা এই সিদ্ধান্তও মেনে নিয়েছেন (russian invasion of ukraine) ৷

তবে ইউক্রেনের অর্থোডক্স চার্চগুলিতে এই দিন বদল হলেও রাশিয়ায় অর্থোডক্স চার্চগুলি রীতি মেনে প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার মেনে 7 জানুয়ারিই ক্রিসমাস পালন করবে ৷ এই ক্যালেন্ডার অনুযায়ী 25 ডিসেম্বরের 13 দিন পর ক্রিসমাস পালন করা হয় ৷ তবে বিশ্বের সিংহভাগ চার্চে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে 25 ডিসেম্বরেই দিনটি পালিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.