ETV Bharat / international

G20 Summit in Delhi: পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর - Rishi Sunak

2 Billion US Dollars to Green Climate Fund: পরিবেশ রক্ষায় গ্রিন ক্লাইমেট ফান্ডে 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ব্রিটেন ৷ জি20 শীর্ষ সম্মেলনে ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷

Image Courtesy: Narendra Modi Twitter
Image Courtesy: Narendra Modi Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 12:51 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ জি20 শীর্ষ সম্মেলনে বিশ্ব উষ্ণায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ সেখানেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা ‘গ্রিন ক্লাইমেট ফান্ডে’ 1.62 বিলিয়ন ইউরো নিয়োগ করবে ৷ মার্কিন ডলারের হিসেবে যা 2 বিলিয়ন ৷ কোপেনহেগেন চুক্তি অনুযায়ী, বিশ্বের 194টি দেশকে নিয়ে যে সিওপি15 বা কপ15 গঠন করা হয়েছিল ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুসারে, সেই কপ15-এর গ্রিন ক্লাইমেট ফান্ডে এই বিপুল রাশি জমা করার কথা ঘোষণা করেছেন ঋষি সুনক ৷

সংবাদসংস্থা জানিয়েছে, ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের তরফে এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ব্রিটেন গ্রিন ক্লাইমেট ফান্ডে 1.62 বিলিয়ন ইউরো সহযোগিতা করবে ৷ যে তহবিল কপ15-এর 194টি দেশের মধ্যে কোপেনহেগেন চুক্তির সময় তৈরি করা হয়েছিল ৷ শুধু তাই নয়, জি20 শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্যান্য সদস্য দেশগুলির কাছে আবেদন করেছেন, যাতে সকল সদস্য দেশগুলি কার্বন উৎপাদন কমানোর ক্ষেত্রে গুরুত্ব দেয় ৷ পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহীতে আসন্ন ‘কপ28 জলবায়ু সম্মেলনে’র প্রস্তুতি হিসেবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিকে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি ৷

  • We're delivering on our commitment to help the world deal with climate change:

    🍃 Provide $2bn to the Green Climate Fund
    📈 Decarbonising our own economy
    🌍 Supporting the world’s most vulnerable to deal with the impact of climate change

    — UK Prime Minister (@10DowningStreet) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রবি ভোরে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ঋষি সুনক-অক্ষতা মূর্তি

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউনাইটেড কিংডমের আর্থিক সহযোগিতার লক্ষ্য 2020-23 সালের তুলনায় 2024-27 পর্যন্ত 12.7 শতাংশ বাড়ানো হয়েছে ৷ ক্যানকুন চুক্তির মাধ্যমে 2010 সালে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (GCF), জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং প্যারিস চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে ৷ আর ঋষি সুনক যে আর্থিক ঘোষণা জলবায়ু রক্ষার ক্ষেত্রে করেছেন, তা ব্রিটিশ সরকার জলবায়ু রক্ষায় যে 11.6 বিলিয়ন ইউরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল তার অংশ ৷

আরও পড়ুন: 'বৈঠক ভালোই চলছে', জি20'তে জিনপিংয়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য বাইডেনের

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ জি20 শীর্ষ সম্মেলনে বিশ্ব উষ্ণায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ সেখানেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা ‘গ্রিন ক্লাইমেট ফান্ডে’ 1.62 বিলিয়ন ইউরো নিয়োগ করবে ৷ মার্কিন ডলারের হিসেবে যা 2 বিলিয়ন ৷ কোপেনহেগেন চুক্তি অনুযায়ী, বিশ্বের 194টি দেশকে নিয়ে যে সিওপি15 বা কপ15 গঠন করা হয়েছিল ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুসারে, সেই কপ15-এর গ্রিন ক্লাইমেট ফান্ডে এই বিপুল রাশি জমা করার কথা ঘোষণা করেছেন ঋষি সুনক ৷

সংবাদসংস্থা জানিয়েছে, ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের তরফে এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ব্রিটেন গ্রিন ক্লাইমেট ফান্ডে 1.62 বিলিয়ন ইউরো সহযোগিতা করবে ৷ যে তহবিল কপ15-এর 194টি দেশের মধ্যে কোপেনহেগেন চুক্তির সময় তৈরি করা হয়েছিল ৷ শুধু তাই নয়, জি20 শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্যান্য সদস্য দেশগুলির কাছে আবেদন করেছেন, যাতে সকল সদস্য দেশগুলি কার্বন উৎপাদন কমানোর ক্ষেত্রে গুরুত্ব দেয় ৷ পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহীতে আসন্ন ‘কপ28 জলবায়ু সম্মেলনে’র প্রস্তুতি হিসেবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিকে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি ৷

  • We're delivering on our commitment to help the world deal with climate change:

    🍃 Provide $2bn to the Green Climate Fund
    📈 Decarbonising our own economy
    🌍 Supporting the world’s most vulnerable to deal with the impact of climate change

    — UK Prime Minister (@10DowningStreet) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রবি ভোরে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ঋষি সুনক-অক্ষতা মূর্তি

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউনাইটেড কিংডমের আর্থিক সহযোগিতার লক্ষ্য 2020-23 সালের তুলনায় 2024-27 পর্যন্ত 12.7 শতাংশ বাড়ানো হয়েছে ৷ ক্যানকুন চুক্তির মাধ্যমে 2010 সালে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (GCF), জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং প্যারিস চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে ৷ আর ঋষি সুনক যে আর্থিক ঘোষণা জলবায়ু রক্ষার ক্ষেত্রে করেছেন, তা ব্রিটিশ সরকার জলবায়ু রক্ষায় যে 11.6 বিলিয়ন ইউরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল তার অংশ ৷

আরও পড়ুন: 'বৈঠক ভালোই চলছে', জি20'তে জিনপিংয়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য বাইডেনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.