ETV Bharat / international

Aurora in Mars Atmosphere: মঙ্গলের আকাশে খণ্ডিত মেরুপ্রভা ! নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা - খণ্ডিত মেরুপ্রভা

মঙ্গলের (Mars) আকাশে খণ্ডিত মেরুপ্রভার (Patchy Proton Aurora) সন্ধান পেলেন বিজ্ঞানীরা ৷ সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirate) এবং মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-এর গবেষণায় সামনে এল নতুন তথ্য ৷ কীভাবে তৈরি হচ্ছে এই অরোরা, জানার চেষ্টা করছেন গবেষকরা ৷

UAE and NASA missions find patchy Aurora in Mars Atmosphere
Aurora in Mars Atmosphere: মঙ্গলের আকাশে খণ্ডিত মেরুপ্রভা ! নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা
author img

By

Published : Sep 1, 2022, 6:31 PM IST

দুবাই ও ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর: মঙ্গলের (Mars) আকাশে খণ্ডিত মেরুপ্রভার (Patchy Proton Aurora) সন্ধান পাওয়া গেল ৷ এই মুহূর্তে মহাকাশে পৃথিবীর নিকটতম এই গ্রহটি নিয়ে গবেষণা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirate) ৷ তাদের মঙ্গল অভিযান (Mars Mission) চলাকালীনই এই নতুন তথ্য পাওয়া গিয়েছে ৷ একই তথ্য হাতে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-এর ম্য়াভেন (MAVEN) তদন্তের মাধ্যমেও ৷ বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য মঙ্গল সম্পর্কে তাঁদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে ৷ প্রসঙ্গত, মেরুপ্রভা বা অরোরা হল এক বিশেষ ধরনের প্রাকৃতিক আলো ৷ পৃথিবীর আকাশেও এমন আলো দেখতে পাওয়া যায় ৷ সাধারণত, উচ্চ পার্বত্য এলাকা এবং মেরু প্রদেশে এই ধরনের আলো দেখা যায় ৷ মেরু প্রদেশে এই আলোকেই বলা হয় মেরুপ্রভা ৷

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌর বায়ু যখন সরাসরি মঙ্গলের উচ্চ বায়ুমণ্ডলকে প্রভাবিত করে এবং সেই প্রভাব প্রশমিত হয়ে গেলে তা থেকে অতিবেগুনি রশ্মি বেরোতে শুরু করে, তখনই মেরুপ্রভা বা অরোরা তৈরি হয় (Aurora in Mars Atmosphere) ৷ সংযুক্ত আরব আমিরশাহীর 'রিমোট সেন্সিং' সংক্রান্ত পরিকাঠামো Emirates Mars Ultraviolet Spectrometer (EMUS)-এর সহযোগিতায় এই মেরুপ্রভার ছবি তোলা হয়েছে ৷ যা মঙ্গল গ্রহের উচ্চ বায়ুমণ্ডলের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে ৷

আরও পড়ুন: জ্বালানির ট্যাংক ফুটো হয়ে বিপত্তি, স্থগিত নাসার রকেট উৎক্ষেপণ

EMUS-এর তোলা ছবি দেখে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে জায়গায় এই প্রভা বা অরোরা তৈরি হয়, সেই মুহূর্তে গ্রহের সেই অংশটি অন্যান্য অংশের তুলনায় উজ্জ্বল হয়ে ওঠে ৷ বিজ্ঞানীদের ব্যাখ্য়া, মঙ্গলের বায়ুমণ্ডলে যে স্থানীয়ভাবে প্রবল তারতম্য তৈরি হয়, এই ঘটনাই তার প্রমাণ ৷

সংযুক্ত আরব আমিরশাহীর যে বিজ্ঞানীদল মঙ্গল নিয়ে গবেষণা করছেন, সেই দলের নেতৃত্বে রয়েছেন হেসা আল মাত্রুশি ৷ তিনি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি ৷ সেই গবেষণায় নতুন সংযোজন হল, খণ্ডিত প্রোটন অরোরার খোঁজ ৷ এই ঘটনা মঙ্গল সম্পর্কে আমাদের প্রচলিত সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করার পক্ষে যথেষ্ট ৷ বস্তুত, মঙ্গলের বায়ুমণ্ডলে এই ধরনের মেরুপ্রভা কীভাবে তৈরি হচ্ছে, সেটাই এখন আমাদের বুঝতে হবে ৷" মাত্রুশি একইসঙ্গে জানিয়েছেন, এই ধরনের অনভিপ্রেত বা আকস্মিক ঘটনা নতুন কিছু নয় ৷ আগেও এমন অনেক আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা মঙ্গলে এবং তার বায়ুমণ্ডলে ঘটতে দেখা গিয়েছে ৷

দুবাই ও ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর: মঙ্গলের (Mars) আকাশে খণ্ডিত মেরুপ্রভার (Patchy Proton Aurora) সন্ধান পাওয়া গেল ৷ এই মুহূর্তে মহাকাশে পৃথিবীর নিকটতম এই গ্রহটি নিয়ে গবেষণা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirate) ৷ তাদের মঙ্গল অভিযান (Mars Mission) চলাকালীনই এই নতুন তথ্য পাওয়া গিয়েছে ৷ একই তথ্য হাতে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-এর ম্য়াভেন (MAVEN) তদন্তের মাধ্যমেও ৷ বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য মঙ্গল সম্পর্কে তাঁদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে ৷ প্রসঙ্গত, মেরুপ্রভা বা অরোরা হল এক বিশেষ ধরনের প্রাকৃতিক আলো ৷ পৃথিবীর আকাশেও এমন আলো দেখতে পাওয়া যায় ৷ সাধারণত, উচ্চ পার্বত্য এলাকা এবং মেরু প্রদেশে এই ধরনের আলো দেখা যায় ৷ মেরু প্রদেশে এই আলোকেই বলা হয় মেরুপ্রভা ৷

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌর বায়ু যখন সরাসরি মঙ্গলের উচ্চ বায়ুমণ্ডলকে প্রভাবিত করে এবং সেই প্রভাব প্রশমিত হয়ে গেলে তা থেকে অতিবেগুনি রশ্মি বেরোতে শুরু করে, তখনই মেরুপ্রভা বা অরোরা তৈরি হয় (Aurora in Mars Atmosphere) ৷ সংযুক্ত আরব আমিরশাহীর 'রিমোট সেন্সিং' সংক্রান্ত পরিকাঠামো Emirates Mars Ultraviolet Spectrometer (EMUS)-এর সহযোগিতায় এই মেরুপ্রভার ছবি তোলা হয়েছে ৷ যা মঙ্গল গ্রহের উচ্চ বায়ুমণ্ডলের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে ৷

আরও পড়ুন: জ্বালানির ট্যাংক ফুটো হয়ে বিপত্তি, স্থগিত নাসার রকেট উৎক্ষেপণ

EMUS-এর তোলা ছবি দেখে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে জায়গায় এই প্রভা বা অরোরা তৈরি হয়, সেই মুহূর্তে গ্রহের সেই অংশটি অন্যান্য অংশের তুলনায় উজ্জ্বল হয়ে ওঠে ৷ বিজ্ঞানীদের ব্যাখ্য়া, মঙ্গলের বায়ুমণ্ডলে যে স্থানীয়ভাবে প্রবল তারতম্য তৈরি হয়, এই ঘটনাই তার প্রমাণ ৷

সংযুক্ত আরব আমিরশাহীর যে বিজ্ঞানীদল মঙ্গল নিয়ে গবেষণা করছেন, সেই দলের নেতৃত্বে রয়েছেন হেসা আল মাত্রুশি ৷ তিনি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি ৷ সেই গবেষণায় নতুন সংযোজন হল, খণ্ডিত প্রোটন অরোরার খোঁজ ৷ এই ঘটনা মঙ্গল সম্পর্কে আমাদের প্রচলিত সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করার পক্ষে যথেষ্ট ৷ বস্তুত, মঙ্গলের বায়ুমণ্ডলে এই ধরনের মেরুপ্রভা কীভাবে তৈরি হচ্ছে, সেটাই এখন আমাদের বুঝতে হবে ৷" মাত্রুশি একইসঙ্গে জানিয়েছেন, এই ধরনের অনভিপ্রেত বা আকস্মিক ঘটনা নতুন কিছু নয় ৷ আগেও এমন অনেক আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা মঙ্গলে এবং তার বায়ুমণ্ডলে ঘটতে দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.