ETV Bharat / international

Turkey Earthquake Update: 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি ! - ভাইরাল ভিডিয়ো

ভূমিকম্পে (Turkey Earthquake Update) বিধ্বস্ত তুরস্কের হাতায় প্রদেশ থেকে জীবন্ত উদ্ধার করা হল 2 মাসের এক শিশুকে ! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত ৷

two month old baby rescued after 128 hours of Turkey Earthquake
উদ্ধার একরত্তি
author img

By

Published : Feb 12, 2023, 7:44 PM IST

ভাইরাল ভিডিয়ো

হাতায় (তুরস্ক), 12 ফেব্রুয়ারি: তুরস্ক-সিরিয়ায় মৃত্যুমিছিল দেখে ক্লান্ত, মর্মাহত গোটা বিশ্ব ৷ ভূমিকম্পের (Turkey Earthquake Update) ভয়াবহতায় এখনও পর্যন্ত 28 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ চারিদিকে শুধুই হাহাকার আর কান্না ! তার মধ্যেই আরও একবার যেন ফিরল প্রাণের স্পন্দন ! মৃত্যুপুরীতে হার না-মানা লড়াইয়ের শক্তি দিল একরত্তি ! গত 6 ফেব্রুয়ারি ভূমিকম্প হয় তুরস্কে ৷ তার জেরে ধ্বংস্তূপে পরিণত হয় তুরস্ক এবং সিরিয়ার একাংশ ৷ এই প্রেক্ষাপটে ভূমিকম্পের পাক্কা 128 ঘণ্টা পর মাত্র 2 মাসের এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন উদ্ধারকারীরা ৷

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফুটফুটে ওই শিশু ! সবথেকে অবাক করা বিষয় হল, 128 ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার পরও শিশুটি হাসতে ভোলেনি ! তাকে উদ্ধারের যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছ, ধ্বংসস্তূপের নীচে একটি ছোট্ট ফোকর দিয়ে ওই শিশুকে বের করে আনা হচ্ছে ৷ এক উদ্ধারকারী তার কপালে আলতো করে চুমু এঁকে দিলেন ৷ পরে কাপড়ে মুড়ে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যে উদ্ধারকারী বা স্বাস্থ্যকর্মী শিশুকে কোলে আগলে রেখেছিলেন, তাঁকে দেখা যাচ্ছে না ভিডিয়োয় ৷ শুধু তাঁর গলার স্বর শোনা যাচ্ছে ৷ আর শোনা যাচ্ছেন অ্য়াম্বুল্যান্সের সাইরেন ৷ শিশুটি তখনও সজাগ ! তার চোখে-মুখে ক্লান্তির রেশ পর্যন্ত নেই ! সঙ্গে থাকা মানুষটিকে দেখে সমানে হেসে চলেছে সে ! তাঁর দস্তানা পরা হাতের আঙুল দুই মাড়ি দিয়ে কামড়ানোর চেষ্টা করছে !

আরও পড়ুন: ধ্বংসলীলার 5 দিন পর জীবন্ত উদ্ধার একই পরিবারের 5 সদস্য !

এমন ছবি দেখে আবেগে ভাসছেন নেট নাগরিকরা ৷ বাচ্চাটির জন্য অনেকেই যেমন আনন্দ প্রকাশ করেছেন, একইসঙ্গে অসংখ্য মানুষের অপমৃত্যুর কথা স্মরণ করে অনেকেরই মন ভার হয়েছে ৷ সূত্রের দাবি, 2 মাস বয়সী এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশ থেকে ৷ শনিবার তুরস্কের সরকারি সংবাদ সংস্থার পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয় ৷ তারাই শিশুটির উদ্ধারের ভিডিয়ো প্রথম টুইটারে পোস্ট করে ৷ সেই টুইটেই জানানো হয়েছে, "শিশুটিকে উদ্ধার করার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷" প্রসঙ্গত, শনিবার তুরস্কের নানা প্রান্ত থেকে 12 জনেরও বেশি মানুষকে জীবন্ত উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্য়ে আন্তাকিয়া নামে 7 মাসের একটি শিশুকন্যাও রয়েছে ৷

ভাইরাল ভিডিয়ো

হাতায় (তুরস্ক), 12 ফেব্রুয়ারি: তুরস্ক-সিরিয়ায় মৃত্যুমিছিল দেখে ক্লান্ত, মর্মাহত গোটা বিশ্ব ৷ ভূমিকম্পের (Turkey Earthquake Update) ভয়াবহতায় এখনও পর্যন্ত 28 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ চারিদিকে শুধুই হাহাকার আর কান্না ! তার মধ্যেই আরও একবার যেন ফিরল প্রাণের স্পন্দন ! মৃত্যুপুরীতে হার না-মানা লড়াইয়ের শক্তি দিল একরত্তি ! গত 6 ফেব্রুয়ারি ভূমিকম্প হয় তুরস্কে ৷ তার জেরে ধ্বংস্তূপে পরিণত হয় তুরস্ক এবং সিরিয়ার একাংশ ৷ এই প্রেক্ষাপটে ভূমিকম্পের পাক্কা 128 ঘণ্টা পর মাত্র 2 মাসের এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন উদ্ধারকারীরা ৷

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফুটফুটে ওই শিশু ! সবথেকে অবাক করা বিষয় হল, 128 ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার পরও শিশুটি হাসতে ভোলেনি ! তাকে উদ্ধারের যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছ, ধ্বংসস্তূপের নীচে একটি ছোট্ট ফোকর দিয়ে ওই শিশুকে বের করে আনা হচ্ছে ৷ এক উদ্ধারকারী তার কপালে আলতো করে চুমু এঁকে দিলেন ৷ পরে কাপড়ে মুড়ে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যে উদ্ধারকারী বা স্বাস্থ্যকর্মী শিশুকে কোলে আগলে রেখেছিলেন, তাঁকে দেখা যাচ্ছে না ভিডিয়োয় ৷ শুধু তাঁর গলার স্বর শোনা যাচ্ছে ৷ আর শোনা যাচ্ছেন অ্য়াম্বুল্যান্সের সাইরেন ৷ শিশুটি তখনও সজাগ ! তার চোখে-মুখে ক্লান্তির রেশ পর্যন্ত নেই ! সঙ্গে থাকা মানুষটিকে দেখে সমানে হেসে চলেছে সে ! তাঁর দস্তানা পরা হাতের আঙুল দুই মাড়ি দিয়ে কামড়ানোর চেষ্টা করছে !

আরও পড়ুন: ধ্বংসলীলার 5 দিন পর জীবন্ত উদ্ধার একই পরিবারের 5 সদস্য !

এমন ছবি দেখে আবেগে ভাসছেন নেট নাগরিকরা ৷ বাচ্চাটির জন্য অনেকেই যেমন আনন্দ প্রকাশ করেছেন, একইসঙ্গে অসংখ্য মানুষের অপমৃত্যুর কথা স্মরণ করে অনেকেরই মন ভার হয়েছে ৷ সূত্রের দাবি, 2 মাস বয়সী এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশ থেকে ৷ শনিবার তুরস্কের সরকারি সংবাদ সংস্থার পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয় ৷ তারাই শিশুটির উদ্ধারের ভিডিয়ো প্রথম টুইটারে পোস্ট করে ৷ সেই টুইটেই জানানো হয়েছে, "শিশুটিকে উদ্ধার করার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷" প্রসঙ্গত, শনিবার তুরস্কের নানা প্রান্ত থেকে 12 জনেরও বেশি মানুষকে জীবন্ত উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্য়ে আন্তাকিয়া নামে 7 মাসের একটি শিশুকন্যাও রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.