ETV Bharat / international

Nobel Prize 2022: অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পাচ্ছেন তিন গবেষক - নোবেল পুরস্কার 2022

অর্থনৈতিক বিজ্ঞান সমূহের (Economic Sciences) জন্য ঘোষিত হল এবছরের নোবেল পুরস্কার (Nobel Prize) ৷ যৌথভাবে পুরস্কার পাচ্ছেন বেন এস বেরনাকে (Ben S Bernanke), ডগলাস ডাব্লিউ ডায়মন্ড (Douglas W Diamond) এবং ফিলিপ এইচ দিবভিগ (Philip H Dybvig) ৷

three researchers getting Nobel Prize 2022 on Economic Sciences
Nobel Prize 2022: অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পাচ্ছেন তিন গবেষক
author img

By

Published : Oct 10, 2022, 5:28 PM IST

স্টকহোম (সুইডেন), 10 অক্টোবর: অর্থনৈতিক বিজ্ঞানের (Economic Sciences) জন্য যৌথভাবে নোবেল পুরস্কার (Nobel Prize) পাচ্ছেন তিনজন ৷ এঁরা হলেন, বেন এস বেরনাকে (Ben S Bernanke), ডগলাস ডাব্লিউ ডায়মন্ড (Douglas W Diamond) এবং ফিলিপ এইচ দিবভিগ (Philip H Dybvig) ৷ মূলত ব্যাংক এবং অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করার জন্যই তাঁদের এই সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

নোবেল কর্তৃপক্ষের তরফে এই প্রসঙ্গে বলা হয়, সংশ্লিষ্ট যে তিনজনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের গবেষণা অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ ৷ এই গবেষণা থেকে ব্যাংক ও ব্যাংকের বিভিন্ন নিয়মাবলী বুঝতে এবং ব্যাংক সংক্রান্ত বিভিন্ন সংকট ও একাধিক অর্থনৈতিক সংকটের সঙ্গে মোকাবিলা করতে আমাদের সহযোগিতা করে ৷

আরও পড়ুন: রুশ ও ইউক্রেনীয় মানবাধিকার সংগঠনের সঙ্গেই বেলারুশের আইনজীবীকে যৌথ নোবেল শান্তি পুরস্কার

পুরস্কার প্রাপকদের মধ্যে বেন এস বেরনাকে 1930-এর দশকের অর্থনৈতিক বিপর্যয়ের (Great Depression of The 1930s) বিস্তারিত বিশ্লেষণ করেছেন ৷ তাঁর মতে, এই ঘটনা আধুনিক ইতিহাসের সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকট ৷ এই বিপর্যয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলির যথেষ্ট ভূমিকা ছিল ৷ তাদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এই অর্থনৈতিক সংকটকে আরও জটিল ও দীর্ঘায়িত করেছিল ৷

অন্যদিকে, চলতি বছরই ডগলাস ডাব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ দিবভিগ যৌথভাবে একটি তাত্ত্বিক মডেল প্রকাশ করেন ৷ ব্য়াংক কেন রয়েছে, সমাজে ব্যাংকের ভূমিকা কী, ব্যাংকগুলি কেন, কখন এবং কীভাবে সংবেদনশীল হয়ে ওঠে, কীভাবে সেগুলি দুর্বল হয়ে পড়ে, প্রভৃতি নানা বিষয় এই মডেলের মাধ্যমে সহজভাবে ব্যাখ্যা করেছেন ডগলাস ও ফিলিপ ৷ একইসঙ্গে, তাঁরা এই ধরনের সমস্যাগুলির সম্ভাব্য সমাধানও বের করেছেন ৷ তাঁরা মনে করেন, সরকারের পক্ষ থেকে গচ্ছিত রাখা বিমা দুর্বল সময় ব্যাংকগুলিকে রক্ষা করতে পারে ৷

অনেক সময়েই গুজবে ভয় পেয়ে আমানতকারীরা ব্য়াংকে গচ্ছিত অর্থ তুলতে ভিড় জমান ৷ এতে ভয়াবহ সংকট তৈরি হয় ৷ কিন্তু, ওই আমানতকারীরাই যদি জানতে পারেন, তাঁদের গচ্ছিত ধনরাশি সরকারের মাধ্যমে সুরক্ষিত রয়েছে, তাহলে এই ধরনের সংকট অনায়াসে কাটানো যায় ৷

প্রসঙ্গত, আগামী 10 ডিসেম্বর এবছরের নোবেল পুরস্কার বিতরণ করা হবে ৷ শংসাপত্র ও স্মারক ছাড়াও পুরস্কারমূল্য হিসাবে প্রাপকরা পাবেন প্রায় 9 লক্ষ মার্কিন ডলার ৷

স্টকহোম (সুইডেন), 10 অক্টোবর: অর্থনৈতিক বিজ্ঞানের (Economic Sciences) জন্য যৌথভাবে নোবেল পুরস্কার (Nobel Prize) পাচ্ছেন তিনজন ৷ এঁরা হলেন, বেন এস বেরনাকে (Ben S Bernanke), ডগলাস ডাব্লিউ ডায়মন্ড (Douglas W Diamond) এবং ফিলিপ এইচ দিবভিগ (Philip H Dybvig) ৷ মূলত ব্যাংক এবং অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করার জন্যই তাঁদের এই সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

নোবেল কর্তৃপক্ষের তরফে এই প্রসঙ্গে বলা হয়, সংশ্লিষ্ট যে তিনজনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের গবেষণা অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ ৷ এই গবেষণা থেকে ব্যাংক ও ব্যাংকের বিভিন্ন নিয়মাবলী বুঝতে এবং ব্যাংক সংক্রান্ত বিভিন্ন সংকট ও একাধিক অর্থনৈতিক সংকটের সঙ্গে মোকাবিলা করতে আমাদের সহযোগিতা করে ৷

আরও পড়ুন: রুশ ও ইউক্রেনীয় মানবাধিকার সংগঠনের সঙ্গেই বেলারুশের আইনজীবীকে যৌথ নোবেল শান্তি পুরস্কার

পুরস্কার প্রাপকদের মধ্যে বেন এস বেরনাকে 1930-এর দশকের অর্থনৈতিক বিপর্যয়ের (Great Depression of The 1930s) বিস্তারিত বিশ্লেষণ করেছেন ৷ তাঁর মতে, এই ঘটনা আধুনিক ইতিহাসের সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকট ৷ এই বিপর্যয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলির যথেষ্ট ভূমিকা ছিল ৷ তাদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এই অর্থনৈতিক সংকটকে আরও জটিল ও দীর্ঘায়িত করেছিল ৷

অন্যদিকে, চলতি বছরই ডগলাস ডাব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ দিবভিগ যৌথভাবে একটি তাত্ত্বিক মডেল প্রকাশ করেন ৷ ব্য়াংক কেন রয়েছে, সমাজে ব্যাংকের ভূমিকা কী, ব্যাংকগুলি কেন, কখন এবং কীভাবে সংবেদনশীল হয়ে ওঠে, কীভাবে সেগুলি দুর্বল হয়ে পড়ে, প্রভৃতি নানা বিষয় এই মডেলের মাধ্যমে সহজভাবে ব্যাখ্যা করেছেন ডগলাস ও ফিলিপ ৷ একইসঙ্গে, তাঁরা এই ধরনের সমস্যাগুলির সম্ভাব্য সমাধানও বের করেছেন ৷ তাঁরা মনে করেন, সরকারের পক্ষ থেকে গচ্ছিত রাখা বিমা দুর্বল সময় ব্যাংকগুলিকে রক্ষা করতে পারে ৷

অনেক সময়েই গুজবে ভয় পেয়ে আমানতকারীরা ব্য়াংকে গচ্ছিত অর্থ তুলতে ভিড় জমান ৷ এতে ভয়াবহ সংকট তৈরি হয় ৷ কিন্তু, ওই আমানতকারীরাই যদি জানতে পারেন, তাঁদের গচ্ছিত ধনরাশি সরকারের মাধ্যমে সুরক্ষিত রয়েছে, তাহলে এই ধরনের সংকট অনায়াসে কাটানো যায় ৷

প্রসঙ্গত, আগামী 10 ডিসেম্বর এবছরের নোবেল পুরস্কার বিতরণ করা হবে ৷ শংসাপত্র ও স্মারক ছাড়াও পুরস্কারমূল্য হিসাবে প্রাপকরা পাবেন প্রায় 9 লক্ষ মার্কিন ডলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.