ETV Bharat / international

Sheikh Hasina: ভারতের সাহায্যে 3টি প্রকল্পের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক

Friendly Ties Can Accelerate Economic Development Says Sheikh Hasina: ভারতের আর্থিক সহায়তায় রেল ও বন্দরের তিনটি প্রকল্পের উদ্বোধন করল বাংলাদেশ ৷ আজ সেই প্রকল্পের উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 8:31 PM IST

ঢাকা, 1 নভেম্বর: ভারতের সহায়তায় বাংলাদেশে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সেই সঙ্গে হাসিনা জানালেন, ভারতের সাহায্যে এই প্রকল্পগুলির উদ্বোধন প্রমাণ করল, প্রতিবেশী দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে ৷

এ দিন হাসিনা আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল যোগাযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন ও বাংলাদেশে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি এটি বিশ্বের জন্য একটি উদাহরণ ৷’’ আজ ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

হাসিনা বলেন, ‘‘আমরা প্রমাণ করেছি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে দেশের আর্থিক উন্নতি সম্ভব ৷’’ পাশাপাশি তাঁর বিশ্বাস, ভবিষ্যতে ভারতের সঙ্গে যৌথভাবে এমন একাধিক প্রকল্পে কাজ করবে বাংলাদেশ ৷ আর সেক্ষেত্রে দুই দেশেই লাভবান হবে বলে মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৷ হাসিনা বলেন, ‘‘আমরা আজকে যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করলাম ৷ এটি বিরল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার একটি নিদর্শন ৷ বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে অনেক সাফল্য অর্জন করবে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে ৷’’

আরও পড়ুন: হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট মোদির, 'আলোচনা ফলপ্রসূ' জানালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল যোগাযোগ প্রকল্পটি ভারত সরকারের 392.52 কোটি টাকার অনুদানের সাহায্যে বাংলাদেশ পর্যন্ত প্রসারিত করা হয়েছে ৷ বাংলাদেশে একটি 6.78 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন এবং উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় 5.46 কিলোমিটার-সহ 12.24 কিমি রেল যোগাযোগ সম্প্রসারণ করা হয়েছে ৷ শেখ হাসিনা জানান, সাম্প্রতিক সময়ে পারস্পরিক সহযোগিতার কারণে ভারত ও বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ৷

ঢাকা, 1 নভেম্বর: ভারতের সহায়তায় বাংলাদেশে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সেই সঙ্গে হাসিনা জানালেন, ভারতের সাহায্যে এই প্রকল্পগুলির উদ্বোধন প্রমাণ করল, প্রতিবেশী দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে ৷

এ দিন হাসিনা আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল যোগাযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন ও বাংলাদেশে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি এটি বিশ্বের জন্য একটি উদাহরণ ৷’’ আজ ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

হাসিনা বলেন, ‘‘আমরা প্রমাণ করেছি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে দেশের আর্থিক উন্নতি সম্ভব ৷’’ পাশাপাশি তাঁর বিশ্বাস, ভবিষ্যতে ভারতের সঙ্গে যৌথভাবে এমন একাধিক প্রকল্পে কাজ করবে বাংলাদেশ ৷ আর সেক্ষেত্রে দুই দেশেই লাভবান হবে বলে মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৷ হাসিনা বলেন, ‘‘আমরা আজকে যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করলাম ৷ এটি বিরল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার একটি নিদর্শন ৷ বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে অনেক সাফল্য অর্জন করবে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে ৷’’

আরও পড়ুন: হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট মোদির, 'আলোচনা ফলপ্রসূ' জানালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল যোগাযোগ প্রকল্পটি ভারত সরকারের 392.52 কোটি টাকার অনুদানের সাহায্যে বাংলাদেশ পর্যন্ত প্রসারিত করা হয়েছে ৷ বাংলাদেশে একটি 6.78 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন এবং উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় 5.46 কিলোমিটার-সহ 12.24 কিমি রেল যোগাযোগ সম্প্রসারণ করা হয়েছে ৷ শেখ হাসিনা জানান, সাম্প্রতিক সময়ে পারস্পরিক সহযোগিতার কারণে ভারত ও বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.