ফ্লোরিডা, 18 জুলাই: কথায় বলে বাস্তব, কল্পনার থেকেও বেশি বিস্ময়কর ! আমাদের চারপাশে এমন সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটে যার কারণ খুঁজে বের করা শুধু কঠিন নয় অসম্ভবও বটে ৷ তেমনই এক আশ্চর্য থানার খোঁজ পাওয়া গেল আমেরিকায় (The smallest police station in situated in Florida) ৷ ফ্লোরিডার অদূরে কার্বেল নামে একটি শহরে সন্ধান মিলল দুনিয়ার সবচেয়ে ছোট পুলিশ স্টেশনের ৷ দেখতে টেলিফোন বুুথের মতো হলেও এটি আসলে একটি থানা ! তবে মজার কথা ভেতরে একসঙ্গে একজনই ঢুকতে পারেন ৷
পুলিশ স্টেশনটি ছোট হলেও তার নেপথ্য কাহিনি কিন্তু মনে রাখার মতো ৷ সেটা জানতে সেই 1968 সালে ফিরে যেতে হবে আমাদের ৷ আমেরিকার জাতীয় সড়ক 98 এই এলাকার উপর দিয়ে যায় ৷ সেখানকার নিরাপত্তার দায়িত্ব ছিল এক পুলিশ কর্মীর উপর ৷ এই এলাকায় তিনিই ছিলেন একমাত্র পুলিশ কর্মী ৷
আরও পড়ুন:টুইটার কর্তাকে 'সতর্ক' করে মেসেজ পাঠিয়েছিলেন ইলন মাস্ক ! দাবি সূত্রের
পুলিশ বিভাগ-সহ অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে তাঁর জন্য একটি টেলিফোন বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ একটি দেওয়াল খুঁজে সেখানেই টেলিফোনটি বসিয়ে দেয় সংশ্লিষ্ট দফতর ৷ কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে এই টেলিফোন ঘিরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ৷ প্রথমত দেখা গেল ওই পুলিশ কর্মী যখন অন্যত্র ডিউটি করতেন তখন এলাকার অনেকেই এই ফোন ব্যবহার করে নিজেদের কাজ সারেন ৷ আর বিল দিতে হয় প্রশাসনকে ৷ বিপত্তির শেষ এখানেই নয় ৷ বর্ষাকালে ফোন ব্যবহার কোনও জরুরি খবর দিতে গিয়ে সম্পূর্ণ ভিজে যেতেন পুলিশ কর্মী ৷ অসুস্থও হয়ে পড়তেন প্রায়ই ৷ সবমিলিয়ে সমগ্র পরিস্থিতি চিন্তায় ফেলে প্রশাসনের কর্তাদের ৷
অনেক আলাপ-আলোচনার পর তাঁরা সিদ্ধান্ত নিলেন টেলিফোনটির জন্য একটি বুথ করে দেওয়া হবে ৷ তার ফলে বৃষ্টিতে ভিজতে হবে না পুলিশ কর্মীকে ৷ পাশাপাশি স্থানীয়দের থেকেও কিছুটা রেহাই পাওয়া যাবে ৷ হলও তাই ৷ দেখা গেল বুথে ঢুকে ফোন করতে ভয় পাচ্ছেন অনেকেই ৷ এভাবেই ধীরে ধীরে ওই টেলিফোন বুথই হয়ে উঠল পুলিশ স্টেশন ৷ এলাকাবাসীও এখানে এসে অভিযোগ জানাতে শুরু করলেন ৷ এখনও যাঁরা ফ্লোরিডায় বেড়াতে যান তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয় ৷ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট পুলিশ স্টেশন ঘুরে দেখতে পারেন পর্যটকরা ৷