ETV Bharat / international

খাইবার পাখতুনখোয়ার থানায় একাধিক আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত 6 পুলিশ কর্মী; আহত বহু - পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ

Suicide Bomb Blast on Police Station in North-West Pakistan: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় একাধিক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে ৷ মঙ্গলবার সকালের এই ঘটনায় বহু পুলিশকর্মীর মৃত্যু হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 4:18 PM IST

Updated : Dec 12, 2023, 4:35 PM IST

পেশোয়ার, 12 ডিসেম্বর: পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবারের এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে ৷ এর পাশাপাশি আরও 16 জন গুরুতর আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, একাধিক হামলাকারী ওই বিস্ফোরক বোঝাই গাড়ির ভিতরে ছিল ৷

আত্মঘাতী ওই বোমারুরা দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার সীমানাবর্তী অশান্ত ডেরা ইসমাইল খান জেলার দারাবান থানার সুরক্ষা বলয়ের সামনে বিস্ফোরণগুলি ঘটিয়েছে ৷ জানা গিয়েছে, প্রথমে জঙ্গিরা থানার মধ্যে মর্টার হামলা চালায় ৷ এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় ৷ দু’পক্ষের গুলিযুদ্ধ চলাকালীনই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দারাবান থানার ভিতরে ঢুকিয়ে দেয় জঙ্গিরা ৷ ফলে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই 6 জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যু হয় ৷

এই ঘটনায় সব জঙ্গি মারা গিয়েছে ৷ অফিসিয়ালদের তরফে জানানো হয়েছে, হামলার পর আশেপাশের এলাকায় ব্যাপক পরিমাণে তল্লাশি অভিযান শুরু হচ্ছে ৷ ওই এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে ৷ রাস্তাঘাট এই মুহূর্তে পুলিশ ও পাকিস্তান সেনার দখলে রয়েছে ৷ এই হামলার দায়স্বীকার করেছে তহেরিক-ই-জিহাদ পাকিস্তান বা টিজেপি নামে একটি জঙ্গি সংগঠন ৷ পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটি একটি নতুন জঙ্গি সংগঠন ৷ এর আগে এই জঙ্গি সংগঠন সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য ছিল না ৷

যদিও, পাকিস্তান সেনার একটি সূত্র দাবি করেছে, তহেরিক-ই-জিহাদ পাকিস্তান এর আগেও একাধিক বড় হামলার ঘটনা ঘটিয়েছে ৷ আর দারাবান থানায় এই হামলা সেই তালিকায় নতুন সংযোজন ৷ পাকসেনার মুখপাত্র মোল্লা কাসিম এই বিস্ফোরণকে ‘আত্মঘাতী হামলা’ বলে দাবি করেছেন ৷ হামলার পরেই পুরো জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ৷ স্কুল, কলেজ ও অফিসকাছারি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হাসপাতালগুলিকে জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. নামাজ পড়ার সময় ফের আফগান মুলুকের মসজিদে বিস্ফোরণ, মৃত বহু
  2. বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে 55, আহত 50
  3. তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী জঙ্গি হামলা, আহত 2 নিরাপত্তারক্ষী

পেশোয়ার, 12 ডিসেম্বর: পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবারের এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে ৷ এর পাশাপাশি আরও 16 জন গুরুতর আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, একাধিক হামলাকারী ওই বিস্ফোরক বোঝাই গাড়ির ভিতরে ছিল ৷

আত্মঘাতী ওই বোমারুরা দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার সীমানাবর্তী অশান্ত ডেরা ইসমাইল খান জেলার দারাবান থানার সুরক্ষা বলয়ের সামনে বিস্ফোরণগুলি ঘটিয়েছে ৷ জানা গিয়েছে, প্রথমে জঙ্গিরা থানার মধ্যে মর্টার হামলা চালায় ৷ এরপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় ৷ দু’পক্ষের গুলিযুদ্ধ চলাকালীনই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দারাবান থানার ভিতরে ঢুকিয়ে দেয় জঙ্গিরা ৷ ফলে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই 6 জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যু হয় ৷

এই ঘটনায় সব জঙ্গি মারা গিয়েছে ৷ অফিসিয়ালদের তরফে জানানো হয়েছে, হামলার পর আশেপাশের এলাকায় ব্যাপক পরিমাণে তল্লাশি অভিযান শুরু হচ্ছে ৷ ওই এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে ৷ রাস্তাঘাট এই মুহূর্তে পুলিশ ও পাকিস্তান সেনার দখলে রয়েছে ৷ এই হামলার দায়স্বীকার করেছে তহেরিক-ই-জিহাদ পাকিস্তান বা টিজেপি নামে একটি জঙ্গি সংগঠন ৷ পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটি একটি নতুন জঙ্গি সংগঠন ৷ এর আগে এই জঙ্গি সংগঠন সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য ছিল না ৷

যদিও, পাকিস্তান সেনার একটি সূত্র দাবি করেছে, তহেরিক-ই-জিহাদ পাকিস্তান এর আগেও একাধিক বড় হামলার ঘটনা ঘটিয়েছে ৷ আর দারাবান থানায় এই হামলা সেই তালিকায় নতুন সংযোজন ৷ পাকসেনার মুখপাত্র মোল্লা কাসিম এই বিস্ফোরণকে ‘আত্মঘাতী হামলা’ বলে দাবি করেছেন ৷ হামলার পরেই পুরো জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ৷ স্কুল, কলেজ ও অফিসকাছারি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হাসপাতালগুলিকে জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. নামাজ পড়ার সময় ফের আফগান মুলুকের মসজিদে বিস্ফোরণ, মৃত বহু
  2. বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত বেড়ে 55, আহত 50
  3. তুরস্কের সংসদ ভবনের বাইরে আত্মঘাতী জঙ্গি হামলা, আহত 2 নিরাপত্তারক্ষী
Last Updated : Dec 12, 2023, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.