ETV Bharat / international

Suicide Attack in Kabul: বিদেশ মন্ত্রকের কাছেই আত্মঘাতী হামলা, কাবুলে নিহত অন্তত 6 - আফগানিস্তান

ফের একবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটল আফগানিস্তানের রাজধানী কাবুলে (Suicide Attack in Kabul) ৷ তাতে এখনও পর্যন্ত ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷

Suicide Attack in Kabul killed at least six people and injured several
ফের কাবুলে জঙ্গি হামলা
author img

By

Published : Mar 27, 2023, 7:01 PM IST

কাবুল, 27 মার্চ: আবারও কাবুল, আবারও আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Suicide Attack in Kabul) ৷ সোমবার ঘটনাটি ঘটে কাবুলে অবস্থিত বিদেশ মন্ত্রকের কার্যালয়ের কাছে ৷ প্রশাসনের দাবি, এই হামলায় অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ চলতি বছর এই নিয়ে তৃতীয়বার মন্ত্রকের কার্যালয়ের কাছে এই ধরনের হামলা চালানো হল ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ৷

স্থানীয় প্রশাসনের ধারণা, আইএস সমর্থিত আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীগুলির মধ্যে কোনও একটি বা একাধিক সংগঠন এই হামলা চালাতে পারে ৷ কারণ, 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তানে ফের একবার তালিবানি শাসন কায়েম হতেই এই জঙ্গি সংগঠনগুলির উপদ্রব বাড়তে শুরু করে ৷ ইতিমধ্য়েই বহুবার নানা জায়গায় এই সংগঠনগুলি হামলা চালিয়েছে ৷ এমনকী, তালিবান মন্ত্রিসভার সদস্যদেরও নিশানা করতে ছাড়েনি তারা ৷ বাদ যাননি দেশের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মানুষও ৷

কাবুলের পুলিশ প্রধানের এক মুখপাত্র জানিয়েছেন, এই হামলার লক্ষ্য ছিল মালিক আজগরে অবস্থিত চেক পয়েন্ট ৷ কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই হামলাকারীকে চিহ্নিত করে ফেলে তালিবান নিরাপত্তারক্ষীরা ৷ ফলে গন্তব্যে পৌঁছনোর আগেই নিজেকে উড়িয়ে দেয় ওই হামলাকারী ৷ তাতেই প্রাণ যায় ছ'জনের ৷

কাবুলের একটি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের পর মোট 14 জন আক্রান্তকে সেখানে আনা হয়েছিল ৷ তাঁদের মধ্যে দু'জন মারা যান ৷ বাকি 12 জন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷

আরও পড়ুন: আফগানিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণ, নিহত কমপক্ষে 16

এর আগে গত জানুয়ারি মাসের মাঝামাঝি এই এলাকাতেই হামলা চালিয়েছিল আইএস ৷ তাতে পাঁচজনের মৃত্যু হয় ৷ আহত হন আরও অনেকে ৷ তারও আগে কাবুলে আরও একটি জঙ্গি হামলা চালানো হয় ৷ আইএস সেই হামলারও দায় স্বীকার করে ৷ তাতেও হতাহতের ঘটনা ঘটেছিল ৷ হামলাটি চালানো হয়েছিল গতবছরের ডিসেম্বর মাসে ৷ এছাড়াও, বহুবার কাবুলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে ৷

কাবুল, 27 মার্চ: আবারও কাবুল, আবারও আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Suicide Attack in Kabul) ৷ সোমবার ঘটনাটি ঘটে কাবুলে অবস্থিত বিদেশ মন্ত্রকের কার্যালয়ের কাছে ৷ প্রশাসনের দাবি, এই হামলায় অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ চলতি বছর এই নিয়ে তৃতীয়বার মন্ত্রকের কার্যালয়ের কাছে এই ধরনের হামলা চালানো হল ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ৷

স্থানীয় প্রশাসনের ধারণা, আইএস সমর্থিত আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীগুলির মধ্যে কোনও একটি বা একাধিক সংগঠন এই হামলা চালাতে পারে ৷ কারণ, 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তানে ফের একবার তালিবানি শাসন কায়েম হতেই এই জঙ্গি সংগঠনগুলির উপদ্রব বাড়তে শুরু করে ৷ ইতিমধ্য়েই বহুবার নানা জায়গায় এই সংগঠনগুলি হামলা চালিয়েছে ৷ এমনকী, তালিবান মন্ত্রিসভার সদস্যদেরও নিশানা করতে ছাড়েনি তারা ৷ বাদ যাননি দেশের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মানুষও ৷

কাবুলের পুলিশ প্রধানের এক মুখপাত্র জানিয়েছেন, এই হামলার লক্ষ্য ছিল মালিক আজগরে অবস্থিত চেক পয়েন্ট ৷ কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই হামলাকারীকে চিহ্নিত করে ফেলে তালিবান নিরাপত্তারক্ষীরা ৷ ফলে গন্তব্যে পৌঁছনোর আগেই নিজেকে উড়িয়ে দেয় ওই হামলাকারী ৷ তাতেই প্রাণ যায় ছ'জনের ৷

কাবুলের একটি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের পর মোট 14 জন আক্রান্তকে সেখানে আনা হয়েছিল ৷ তাঁদের মধ্যে দু'জন মারা যান ৷ বাকি 12 জন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷

আরও পড়ুন: আফগানিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণ, নিহত কমপক্ষে 16

এর আগে গত জানুয়ারি মাসের মাঝামাঝি এই এলাকাতেই হামলা চালিয়েছিল আইএস ৷ তাতে পাঁচজনের মৃত্যু হয় ৷ আহত হন আরও অনেকে ৷ তারও আগে কাবুলে আরও একটি জঙ্গি হামলা চালানো হয় ৷ আইএস সেই হামলারও দায় স্বীকার করে ৷ তাতেও হতাহতের ঘটনা ঘটেছিল ৷ হামলাটি চালানো হয়েছিল গতবছরের ডিসেম্বর মাসে ৷ এছাড়াও, বহুবার কাবুলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.