ETV Bharat / international

Chinese Research Vessel ভারতের আপত্তি উড়িয়ে চিনা জাহাজকে প্রবেশের অনুমতি দিল শ্রীলঙ্কা

author img

By

Published : Aug 13, 2022, 7:56 PM IST

ভারতের আপত্তি ধোপে টিকল না ৷ চিনা জাহাজ (Chinese Research Vessel) ইউয়ান ওয়্যাং 5 (Yuan Wang 5)-কে তাদের জলসীমায় ঢোকার অনুমতি দিয়ে দিল শ্রীলঙ্কা সরকার (Sri Lankan Government) ৷ নয়াদিল্লির দাবি, এই জাহাটি আদতে ভারতের সামরিক পরিকাঠামোর উপর নজরদারি চালাতে পাঠানো হচ্ছে ৷

Sri Lankan Government give access to Chinese Research Vessel ignoring Indias Concern
Chinese Research Vessel ভারতের আপত্তি উড়িয়ে চিনা জাহাজকে প্রবেশাধিকার দিল শ্রীলঙ্কা

কলম্বো, 13 অগস্ট: ভারতের আপত্তি উড়িয়েই 'গবেষণার কাজে নিযুক্ত' একটি চিনা জাহাজকে (Chinese Research Vessel) তাদের জলসীমায় ঢোকার অনুমতি দিল শ্রীলঙ্কা সরকার (Sri Lankan Government) ৷ শনিবারই কলম্বোর তরফে বেজিংকে এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, প্রথম থেকেই শ্রীলঙ্কার জলসীমায় এই চিনা জাহাজের প্রবেশ নিয়ে আপত্তি জানিয়ে এসেছে নয়াদিল্লি ৷ মোদি সরকারের আশঙ্কা, শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারতের উপর নজরদারি চালাবে জাহাজটি ৷ তার লক্ষ্য মূলত ভারতের সামরিক পরিকাঠামো ও তাদের অবস্থান ৷

যদিও ভারতের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে বেজিং ৷ আন্তর্জাতিক মহলের কাছে তাদের দাবি, ইউয়ান ওয়্যাং 5 (Yuan Wang 5) নামে ওই জাহাজটি আদতে একটি চলমান গবেষণাগার ৷ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার কাজে এই জাহাজটি ব্যবহার করা হয় ৷ যদিও ভারতীয় সংবাদমাধ্যমে বারবার এই জাহাজটিকে নজরদারি জাহাজ (Spy Ship) হিসাবে বর্ণনা করা হয়েছে ৷

আরও পড়ুন: Gotabaya Rajapaksa: সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ

আসলে ইদানিংকালে ভারত মহাসাগরে চিনা জাহাজের আনাগোনা বেড়েছে ৷ একইসঙ্গে, আর্থিক সমস্য়ায় জর্জরিত শ্রীলঙ্কার উপরেও প্রভাব বাড়াচ্ছে বেজিং ৷ আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের ৷ এই প্রেক্ষাপটে চিনের তরফে জানানো হয়, 11 অগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে এসে ভিড়বে ইউয়ান ওয়্যাং 5 ৷ কিন্তু, ভারতের আপত্তিতে তা ভেস্তে যায় ৷ তবে, তাতেও হাল ছাড়েনি চিন ৷ তাদের অধীনে থাকা হাম্বানটোটা বন্দরে যাতে ইউয়ান ওয়্যাং 5-কে পাঠানো যায়, তা নিয়ে কলম্বোর সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে গিয়েছে ৷

শ্রীলঙ্কার হার্বার মাস্টার নির্মল পি সিলভা শনিবার জানান, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের অনুমতিপত্র তাঁর হাতে পৌঁছে গিয়েছে ৷ তাতে জানানো হয়েছে, আগামী 16 থেকে 22 অগস্টের মধ্যেই হাম্বানটোটা বন্দরে এসে ভিড়বে ইউয়ান ওয়্যাং 5 ৷ এদিন এই প্রসঙ্গে নির্মল বলেন, "আজই আমি কূটনৈতিক ছাড়পত্র পেয়েছি ৷ জাহাজটির বন্দরে এসে ভিড়তে যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে ওই জলযানটির স্থানীয় প্রতিনিধির সঙ্গে মিলিতভাবে একত্রে বাকি কাজ সারা হবে ৷" শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও এই দাবির সত্যতা স্বীকার করা হয়েছে ৷

কলম্বো, 13 অগস্ট: ভারতের আপত্তি উড়িয়েই 'গবেষণার কাজে নিযুক্ত' একটি চিনা জাহাজকে (Chinese Research Vessel) তাদের জলসীমায় ঢোকার অনুমতি দিল শ্রীলঙ্কা সরকার (Sri Lankan Government) ৷ শনিবারই কলম্বোর তরফে বেজিংকে এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, প্রথম থেকেই শ্রীলঙ্কার জলসীমায় এই চিনা জাহাজের প্রবেশ নিয়ে আপত্তি জানিয়ে এসেছে নয়াদিল্লি ৷ মোদি সরকারের আশঙ্কা, শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারতের উপর নজরদারি চালাবে জাহাজটি ৷ তার লক্ষ্য মূলত ভারতের সামরিক পরিকাঠামো ও তাদের অবস্থান ৷

যদিও ভারতের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে বেজিং ৷ আন্তর্জাতিক মহলের কাছে তাদের দাবি, ইউয়ান ওয়্যাং 5 (Yuan Wang 5) নামে ওই জাহাজটি আদতে একটি চলমান গবেষণাগার ৷ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার কাজে এই জাহাজটি ব্যবহার করা হয় ৷ যদিও ভারতীয় সংবাদমাধ্যমে বারবার এই জাহাজটিকে নজরদারি জাহাজ (Spy Ship) হিসাবে বর্ণনা করা হয়েছে ৷

আরও পড়ুন: Gotabaya Rajapaksa: সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ

আসলে ইদানিংকালে ভারত মহাসাগরে চিনা জাহাজের আনাগোনা বেড়েছে ৷ একইসঙ্গে, আর্থিক সমস্য়ায় জর্জরিত শ্রীলঙ্কার উপরেও প্রভাব বাড়াচ্ছে বেজিং ৷ আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের ৷ এই প্রেক্ষাপটে চিনের তরফে জানানো হয়, 11 অগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে এসে ভিড়বে ইউয়ান ওয়্যাং 5 ৷ কিন্তু, ভারতের আপত্তিতে তা ভেস্তে যায় ৷ তবে, তাতেও হাল ছাড়েনি চিন ৷ তাদের অধীনে থাকা হাম্বানটোটা বন্দরে যাতে ইউয়ান ওয়্যাং 5-কে পাঠানো যায়, তা নিয়ে কলম্বোর সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে গিয়েছে ৷

শ্রীলঙ্কার হার্বার মাস্টার নির্মল পি সিলভা শনিবার জানান, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের অনুমতিপত্র তাঁর হাতে পৌঁছে গিয়েছে ৷ তাতে জানানো হয়েছে, আগামী 16 থেকে 22 অগস্টের মধ্যেই হাম্বানটোটা বন্দরে এসে ভিড়বে ইউয়ান ওয়্যাং 5 ৷ এদিন এই প্রসঙ্গে নির্মল বলেন, "আজই আমি কূটনৈতিক ছাড়পত্র পেয়েছি ৷ জাহাজটির বন্দরে এসে ভিড়তে যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে ওই জলযানটির স্থানীয় প্রতিনিধির সঙ্গে মিলিতভাবে একত্রে বাকি কাজ সারা হবে ৷" শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও এই দাবির সত্যতা স্বীকার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.