ETV Bharat / international

Sri Lanka Crisis: বেসামাল জনরোষ, সরকারি বাসভবন ছেড়ে পালালেন গোতাবায়া রাজাপক্ষ - শ্রীলঙ্কা

আবারও অশান্ত শ্রীলঙ্কা (Sri Lanka) ৷ রাজধানী কলম্বোর রাস্তায় বিক্ষোভ ৷ চাপের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (President Gotabaya Rajapaksa) ৷

Sri Lanka President Gotabaya Rajapaksa left official resident after massive protest emerge
Sri Lanka Crisis: বেসামাল জনরোষ, সরকারি বাসভবন ছেড়ে পালালেন গোতাবায়া রাজাপক্ষ
author img

By

Published : Jul 9, 2022, 3:34 PM IST

Updated : Jul 9, 2022, 5:47 PM IST

কলম্বো, 9 জুলাই: প্রবল জনরোষের মুখে কলম্বোর সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (President Gotabaya Rajapaksa) ৷ শনিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, গোতাবায়ার পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ৷ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ ৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছেন বিক্ষোভকারীরা ৷ তার জেরেই প্রেসিডেন্ট তাঁর সরকারি বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে দাবি সূত্রের ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত কয়েক হাজার বিক্ষোভাকারী পুলিশের ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের ভিতর ঢুকে পড়েন ৷ বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হেলমেট পরে ছিলেন ৷ তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ৷ অন্যদিকে, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং বার অ্য়াসোসিয়েশনের প্রবল বিরোধিতার মুখে পুলিশের তরফ থেকে কার্ফু তুলে নেওয়া হয় ৷

বেসামাল জনরোষ

আরও পড়ুন: Sri Lanka Economic Crisis : আন্দোলনের সময় শ্যুট-অ্যাট-সাইট অর্ডার দেওয়া হয়নি : সংসদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা সরকারের এক উচ্চপদস্থ আমলা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পরস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই প্রেসিডেন্টকে তাঁর সরকারি বাসভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শুক্রবার রাতেই তাঁকে সেনাবাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে, সেনাবাহিনীর একটা অংশও প্রেসিডেন্ট গোতাবায়া ও তাঁর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে ৷ এই প্রথম বিক্ষোভকারীদের সঙ্গে হাত মেলাতে দেখা গেল সেনার সদস্যদের ৷

সূত্রের দাবি, ইতিমধ্য়েই গোতাবায়ার সরকারি বাসভবনের ভিতর ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের কেউ কেউ সেখানকার রান্নাঘরে ঢুকে রান্নাও করতে শুরু করে দিয়েছেন ! ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে আবার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে রীতিমতো 'ফটো সেশন' করেছেন ৷ এর আগে বিক্ষোভকারীদের একাংশকে প্রেসিডেন্টের বাসভবনের সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গিয়েছিল !

  • 🇱🇰 BREAKING NEWS🇱🇰

    Footage emerges said to be of President Rajapakse fleeing Sri Lanka aboard a Navy Vessel. pic.twitter.com/yvaYv5uGvB

    — UNN (@UnityNewsNet) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিকূল পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষর সঙ্গ ছাড়ছেন তাঁর দলের নেতা, মন্ত্রী ও এমপি-রাও ৷ গোতাবায়াকে অবিলম্বে পদত্যাগের আবেদন জানিয়েছেন তাঁর দলেরই 16 জন এমপি ৷ দলের তরফেও একই আর্জি জানানো হয়েছে ৷ অন্যদিকে, জরুরি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe) ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বিদ্রোহ বাগে এনে কীভাবে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা যায়, তা নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে ৷

কলম্বো, 9 জুলাই: প্রবল জনরোষের মুখে কলম্বোর সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (President Gotabaya Rajapaksa) ৷ শনিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, গোতাবায়ার পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ৷ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ ৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছেন বিক্ষোভকারীরা ৷ তার জেরেই প্রেসিডেন্ট তাঁর সরকারি বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে দাবি সূত্রের ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত কয়েক হাজার বিক্ষোভাকারী পুলিশের ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের ভিতর ঢুকে পড়েন ৷ বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হেলমেট পরে ছিলেন ৷ তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ৷ অন্যদিকে, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং বার অ্য়াসোসিয়েশনের প্রবল বিরোধিতার মুখে পুলিশের তরফ থেকে কার্ফু তুলে নেওয়া হয় ৷

বেসামাল জনরোষ

আরও পড়ুন: Sri Lanka Economic Crisis : আন্দোলনের সময় শ্যুট-অ্যাট-সাইট অর্ডার দেওয়া হয়নি : সংসদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা সরকারের এক উচ্চপদস্থ আমলা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পরস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই প্রেসিডেন্টকে তাঁর সরকারি বাসভবন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শুক্রবার রাতেই তাঁকে সেনাবাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে, সেনাবাহিনীর একটা অংশও প্রেসিডেন্ট গোতাবায়া ও তাঁর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে ৷ এই প্রথম বিক্ষোভকারীদের সঙ্গে হাত মেলাতে দেখা গেল সেনার সদস্যদের ৷

সূত্রের দাবি, ইতিমধ্য়েই গোতাবায়ার সরকারি বাসভবনের ভিতর ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের কেউ কেউ সেখানকার রান্নাঘরে ঢুকে রান্নাও করতে শুরু করে দিয়েছেন ! ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে আবার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে রীতিমতো 'ফটো সেশন' করেছেন ৷ এর আগে বিক্ষোভকারীদের একাংশকে প্রেসিডেন্টের বাসভবনের সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গিয়েছিল !

  • 🇱🇰 BREAKING NEWS🇱🇰

    Footage emerges said to be of President Rajapakse fleeing Sri Lanka aboard a Navy Vessel. pic.twitter.com/yvaYv5uGvB

    — UNN (@UnityNewsNet) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিকূল পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষর সঙ্গ ছাড়ছেন তাঁর দলের নেতা, মন্ত্রী ও এমপি-রাও ৷ গোতাবায়াকে অবিলম্বে পদত্যাগের আবেদন জানিয়েছেন তাঁর দলেরই 16 জন এমপি ৷ দলের তরফেও একই আর্জি জানানো হয়েছে ৷ অন্যদিকে, জরুরি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe) ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বিদ্রোহ বাগে এনে কীভাবে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা যায়, তা নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে ৷

Last Updated : Jul 9, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.