ETV Bharat / international

Sri Lanka Crisis: পলাতক গোতাবায়ার বাসভবন থেকে উদ্ধার রাশি রাশি নগদ !

প্রবল অর্থসঙ্কটের (Sri Lanka Crisis) মধ্যেই পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) ৷ তাঁর সরকারি বাসভবন থেকে রাশি রাশি নগদ অর্থ উদ্ধার করলেন বিদ্রোহীরা ৷

Sri Lanka Crisis protesters find millions of cash at Gotabaya Rajapaksa official resident
Sri Lanka Crisis: শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্টের বাসভবন থেকেই উদ্ধার রাশি রাশি টাকা !
author img

By

Published : Jul 10, 2022, 1:00 PM IST

Updated : Jul 10, 2022, 2:36 PM IST

কলম্বো, 10 জুলাই: অর্থসঙ্কটে (Sri Lanka Crisis) ধুঁকছে গোটা দেশ ৷ অথচ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে খানাতল্লাশি করতেই বেরিয়ে এল রাশি রাশি নগদ অর্থ ! এমনটাই দাবি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের ৷ শুক্রবার রাতেই কলম্বোর সরকারি আবাসন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বিশালাকার, বিলাসবহুল সেই প্রাসাদের দখল নিয়েছে বিদ্রোহী জনতা ৷ তাঁদের দাবি, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের আনাচ-কানাচ খুঁজেই নাকি কাঁড়ি কাঁড়ি নগদ অর্থ পেয়েছেন তাঁরা ! স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই উদ্ধার হওয়া অর্থ নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে ৷

সূত্রের খবর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আইন-শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে ৷ মাসের পর মাস চরম অর্থসঙ্কটে কাটানোর পর ক্ষিপ্ত জনতা প্রশাসনের কোনও নিয়ম-নীতিই মানছে না ৷ সবথেকে বড় কথা, সেনাবাহিনীর একাংশও এই বিক্ষোভে সামিল হয়েছে ৷ ফলে আন্দোলনকারীদের হাত আরও শক্ত হয়েছে ৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক ভাইরাল ভিডিয়ো ৷ তাদের কোনওটায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনের সুইমিং পুলে বিদ্রোহীদের উল্লাস করতে দেখা যাচ্ছে, কোনওটায় আবার রাজকীয় প্রাসাদের রান্নাঘরের দখল নিয়ে খাবার বানাচ্ছেন এত দিন ঠিক মতো খেতে না পাওয়া মানুষগুলো ৷

আরও পড়ুন: Sri Lanka Crisis: বুধে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া, ইস্তফা দুই মন্ত্রীর

এমনই একটি ভাইরাল ভিডিয়োয় বেশ কিছু মানুষকে প্রচুর পরিমাণে নগদ অর্থ গুণতে দেখা গিয়েছে ৷ সূত্রের দাবি, এই বিপুল পরিমাণ অর্থ নাকি প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকেই উদ্ধার করা হয়েছে ৷ তবে, এখনই বিদ্রোহী বা সংবাদমাধ্যমের এই দাবিতে সিলমোহর দিতে নারাজ শ্রীলঙ্কার প্রশাসন ৷ তাদের বক্তব্য, যথাযথ তদন্তের পরই এই দাবির সত্যাসত্য প্রমাণিত হবে ৷

ইতিমধ্যে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে একটি বিবৃতি পেশ করেছেন তিন বাহিনীর প্রধান (Chief of Defence Staff) বা সিডিএস (CDS)জেনারেল শাভেন্দ্রা সিলভা (Shavendra Silva) ৷ বিদ্রোহীরা যাতে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন, সেই আর্জি জানিয়েছেন তিনি ৷

আর এই ডামাডোলের মধ্যেই দেশের দুই মন্ত্রী (পর্যটন এবং শ্রম মন্ত্রকের) ঘোষণা করেছেন, তাঁরা পদত্যাগ করছেন ৷ তবে, তাতেও জনরোষ ক্ষান্ত করা সম্ভব হয়নি ৷ এমনকী, পদত্যাগ করা সত্ত্বেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের (Ranil Wickremesinghe) ব্যক্তিগত বাসভবনে ঢুকে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা ৷ অন্যদিকে, বিক্ষোভের খবর করতে গিয়ে নিরাপত্তাবাহিনীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা ৷ বিক্ষোভকারীদের সামাল দিতে জলকামান এবং কাঁদানে গ্য়াসের সেলেই ভরসা রাখছে পুলিশ ৷ তবে, তাতেও পরিস্থিতি বাগে আসার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ বেগতিক বুঝে আগামী বুধবার পদত্যাগ করতে রাজি হয়েছেন গোতাবায়া রাজাপক্ষ ৷

কলম্বো, 10 জুলাই: অর্থসঙ্কটে (Sri Lanka Crisis) ধুঁকছে গোটা দেশ ৷ অথচ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে খানাতল্লাশি করতেই বেরিয়ে এল রাশি রাশি নগদ অর্থ ! এমনটাই দাবি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের ৷ শুক্রবার রাতেই কলম্বোর সরকারি আবাসন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বিশালাকার, বিলাসবহুল সেই প্রাসাদের দখল নিয়েছে বিদ্রোহী জনতা ৷ তাঁদের দাবি, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের আনাচ-কানাচ খুঁজেই নাকি কাঁড়ি কাঁড়ি নগদ অর্থ পেয়েছেন তাঁরা ! স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই উদ্ধার হওয়া অর্থ নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে ৷

সূত্রের খবর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আইন-শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে ৷ মাসের পর মাস চরম অর্থসঙ্কটে কাটানোর পর ক্ষিপ্ত জনতা প্রশাসনের কোনও নিয়ম-নীতিই মানছে না ৷ সবথেকে বড় কথা, সেনাবাহিনীর একাংশও এই বিক্ষোভে সামিল হয়েছে ৷ ফলে আন্দোলনকারীদের হাত আরও শক্ত হয়েছে ৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক ভাইরাল ভিডিয়ো ৷ তাদের কোনওটায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনের সুইমিং পুলে বিদ্রোহীদের উল্লাস করতে দেখা যাচ্ছে, কোনওটায় আবার রাজকীয় প্রাসাদের রান্নাঘরের দখল নিয়ে খাবার বানাচ্ছেন এত দিন ঠিক মতো খেতে না পাওয়া মানুষগুলো ৷

আরও পড়ুন: Sri Lanka Crisis: বুধে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া, ইস্তফা দুই মন্ত্রীর

এমনই একটি ভাইরাল ভিডিয়োয় বেশ কিছু মানুষকে প্রচুর পরিমাণে নগদ অর্থ গুণতে দেখা গিয়েছে ৷ সূত্রের দাবি, এই বিপুল পরিমাণ অর্থ নাকি প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকেই উদ্ধার করা হয়েছে ৷ তবে, এখনই বিদ্রোহী বা সংবাদমাধ্যমের এই দাবিতে সিলমোহর দিতে নারাজ শ্রীলঙ্কার প্রশাসন ৷ তাদের বক্তব্য, যথাযথ তদন্তের পরই এই দাবির সত্যাসত্য প্রমাণিত হবে ৷

ইতিমধ্যে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে একটি বিবৃতি পেশ করেছেন তিন বাহিনীর প্রধান (Chief of Defence Staff) বা সিডিএস (CDS)জেনারেল শাভেন্দ্রা সিলভা (Shavendra Silva) ৷ বিদ্রোহীরা যাতে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন, সেই আর্জি জানিয়েছেন তিনি ৷

আর এই ডামাডোলের মধ্যেই দেশের দুই মন্ত্রী (পর্যটন এবং শ্রম মন্ত্রকের) ঘোষণা করেছেন, তাঁরা পদত্যাগ করছেন ৷ তবে, তাতেও জনরোষ ক্ষান্ত করা সম্ভব হয়নি ৷ এমনকী, পদত্যাগ করা সত্ত্বেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের (Ranil Wickremesinghe) ব্যক্তিগত বাসভবনে ঢুকে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা ৷ অন্যদিকে, বিক্ষোভের খবর করতে গিয়ে নিরাপত্তাবাহিনীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা ৷ বিক্ষোভকারীদের সামাল দিতে জলকামান এবং কাঁদানে গ্য়াসের সেলেই ভরসা রাখছে পুলিশ ৷ তবে, তাতেও পরিস্থিতি বাগে আসার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ বেগতিক বুঝে আগামী বুধবার পদত্যাগ করতে রাজি হয়েছেন গোতাবায়া রাজাপক্ষ ৷

Last Updated : Jul 10, 2022, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.