ETV Bharat / international

শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনে কোয়ারান্টিনে থাকা ভোটারদের জন্য পৃথক দিনক্ষণ - কোয়ারান্টিনে থাকা ভোটারদের জন্য পৃথক দিনক্ষণ

225 আসনের শ্রীলঙ্কা পার্লামেন্টে ভোটগ্রহণ সামনের মাসের 5 তারিখ । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোয়ারান্টিনে থাকা ভোটারদের ভোটদানের জন্য এ মাসের 31 তারিখ চূড়ান্ত করা হয়েছে ।

Parliament election in srilanka
Parliament election in srilanka
author img

By

Published : Jul 27, 2020, 12:35 AM IST

কলম্বো, 26 জুলাই : কোরোনা আবহের মধ্যে সাধারণ নির্বাচন হতে চলেছে শ্রীলঙ্কায় । তবে কোয়ারান্টিনে থাকা ভোটারদের জন্য নির্দিষ্ট করা হয়েছে আলাদা একটি ভোট গ্রহণের দিন । ঘোষণা করেছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় ।

225 আসনের শ্রীলঙ্কা পার্লামেন্টে ভোটগ্রহণ সামনের মাসের 5 তারিখ । ভোটদাতার সংখ্যা 1 কোটি 60 লাখের বেশি । কিন্তু কোরোনা পরিস্থিতিতে কোয়ারান্টিনে যাঁরা আছেন তাঁদের জন্য এ মাসের 31 তারিখ ভোটগ্রহণ করা হবে ।

মাহিন্দা দেশপ্রিয় বলেন, "প্যানডেমিকের কারণে আগাম ভোট গ্রহণের এই সিদ্ধান্ত । যাঁরা কোয়ারান্টিনে আছেন তাঁরা 31 জুলাই ভোট দেবেন । কিন্তু এক্ষেত্রে ভোটদাতাদের নাম, পরিচয় প্রকাশ্যে আনা হবে না ।"

এই প্রথম শ্রীলঙ্কায় আগাম ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হল । কোরোনা পরিস্থিতিতে এর আগে দু'বার দিনক্ষণ চূড়ান্ত হলেও ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে । 5 অগাস্ট সুরক্ষা সংক্রান্ত বিধি-নিষেধ মেনেই ভোটগ্রহণ করা হবে ।

মার্চের 2 তারিখ কার্যকরী পার্লামেন্টকে ভেঙে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে । সূচি অনুযায়ী 25 এপিল ভোট গ্রহণের কথা ছিল । কিন্তু কোরোনার কারণে 20 জুন পর্যন্ত সে দেশের জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । এরপরই নির্বাচনের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয় ।

সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী দ্বীপরাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 2764 । মৃত্যু হয়েছে 11 জনের ।

কলম্বো, 26 জুলাই : কোরোনা আবহের মধ্যে সাধারণ নির্বাচন হতে চলেছে শ্রীলঙ্কায় । তবে কোয়ারান্টিনে থাকা ভোটারদের জন্য নির্দিষ্ট করা হয়েছে আলাদা একটি ভোট গ্রহণের দিন । ঘোষণা করেছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় ।

225 আসনের শ্রীলঙ্কা পার্লামেন্টে ভোটগ্রহণ সামনের মাসের 5 তারিখ । ভোটদাতার সংখ্যা 1 কোটি 60 লাখের বেশি । কিন্তু কোরোনা পরিস্থিতিতে কোয়ারান্টিনে যাঁরা আছেন তাঁদের জন্য এ মাসের 31 তারিখ ভোটগ্রহণ করা হবে ।

মাহিন্দা দেশপ্রিয় বলেন, "প্যানডেমিকের কারণে আগাম ভোট গ্রহণের এই সিদ্ধান্ত । যাঁরা কোয়ারান্টিনে আছেন তাঁরা 31 জুলাই ভোট দেবেন । কিন্তু এক্ষেত্রে ভোটদাতাদের নাম, পরিচয় প্রকাশ্যে আনা হবে না ।"

এই প্রথম শ্রীলঙ্কায় আগাম ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হল । কোরোনা পরিস্থিতিতে এর আগে দু'বার দিনক্ষণ চূড়ান্ত হলেও ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে । 5 অগাস্ট সুরক্ষা সংক্রান্ত বিধি-নিষেধ মেনেই ভোটগ্রহণ করা হবে ।

মার্চের 2 তারিখ কার্যকরী পার্লামেন্টকে ভেঙে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে । সূচি অনুযায়ী 25 এপিল ভোট গ্রহণের কথা ছিল । কিন্তু কোরোনার কারণে 20 জুন পর্যন্ত সে দেশের জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । এরপরই নির্বাচনের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয় ।

সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী দ্বীপরাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 2764 । মৃত্যু হয়েছে 11 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.