জাতীয় সংগীত রচনায় তাঁর কাণ্ডের তুলনা নেই ৷ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ অনেকেরই জানা, নোবেল লরিয়েট কবি দু'দুটি দেশের জাতীয় সংগীত রচয়িতা ৷ ভারতের "জনগণমন অধিনায়ক জয় হে" এবং বাংলাদেশের "আমার সোনার বাংলা"র কথা ও সুর গীতাঞ্জলির রচয়িতার রচনা ৷ কিন্তু, যা তুলনায় কম মানুষ জানেন তা হল, শ্রীলঙ্কার জাতীয় সংগীতটিও রবীন্দ্রনাথ সৃষ্ট ৷ এক্ষেত্রেও মূল কথা ও সুর রবীন্দ্রনাথ ঠাকুরের ৷ তবে, "নম নম শ্রীলঙ্কা মাতা" সিংহলি কবি অনন্দ সমরকুনের সিংহলি অনুবাদে হয়ে যায় "আপা শ্রীলঙ্কা, নম নম নম নম মাতা"৷ একজন কবি তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন, এই ঘটনা অবশ্যই অবাক করা ৷ জাতীয় সংগীতের ক্ষেত্রে আরও এক আশ্চর্য কাণ্ড জানলে আশ্চর্য লাগে ৷ তা হল স্পেন-সহ বিশ্বের চারটি দেশের জাতীয় সংগীতের কথা নেই ৷ তা কেবলই সুরের মুর্ছনা ৷
স্পেনের জাতীয় সংগীতকে বলা হয় "মার্সা রিয়েল" ৷ যার বাংলা করলে দাঁড়ায় রাজকীয় কুচকাওয়াজ ৷ ঐতিহাসিকদের মতে, বর্তমান জার্মানির অন্তর্গত প্রাশিয়ার রাজা ফ্রেডরিক দ্বিতীয় "মার্সা রিয়েল"-এর আদি রচয়িতা৷ সংগীতটির জনসমক্ষে আত্মপ্রকাশ 1861 সালে ৷ দ্রুত তুমুল জনপ্রিয়তা পায় মার্সা রিয়েল বা রিয়াল ৷ এই সময় স্পেনের রাজা চার্লস তৃতীয় জুয়ান মার্টিন নামে এক যোদ্ধাকে পাঠান ফ্রেডরিক দ্বিতীয়র কাছে৷ উন্নত সামরিক কৌশল শেখার জন্য ৷ জুয়ান যখন ফেরেন তখন সঙ্গে করে নিয়ে আসেন মার্সা রিয়ালের সুরকৌশল বা স্বরলিপি ৷ গানটিকে আসলে স্পেনের রাজাকে উপহার হিসেবে পাঠান ফ্রেডরিক দ্বিতীয় ৷ স্পেনে পৌঁছে একইরকম প্রভাব বিস্তার করে মার্সা রিয়েল ৷ রাজ পরিবারের তো বটেই, গোটা দেশের জনতা ভালোবেসে ফেলে গানটিকে ৷
1908 সালের স্পেনের ঐতিহ্যশালী এনসাইক্লোপেডিয়া এস্পানাতে স্থান করে নেয় মার্সা রিয়েল ৷ একদল ঐতিহাসিকের মতে এর বেশ খানিক আগেই রানি ইসাবেলা দ্বিতীয় (রাজত্বকাল 1833-1868) মার্সা রিয়েলকে জাতীয় সংগীতের মর্যাদা দেন ৷ কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মার্সা রিয়েলের সুর পছন্দ হলেও কথা নিয়ে নানা কাণ্ড ঘটতে থাকে ৷ পুরোনো হোক বা নতুন স্পেনের মানুষের প্রিয় সংগীতটির কোনও কথা বা লিরিকের ভার্সানই রাজা তথা প্রজার (আমজনতার) পছন্দ হয়নি ৷ যদিও বহু কথাকার মার্সা রিয়েলের কথা লিখেছেন বিভিন্ন সময়ে ৷ কোনও কোনও কথা কোথাও কোথাও গাওয়া হলেও শেষ পর্যন্ত ধোপে টেকেনি ৷ সাম্প্রতিক অতীতে স্পেনের ইতিহাস খ্যাত সেনাপ্রধান জেনরেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ইচ্ছা অনুযায়ী 1978 সাল থেকে নতুন করে কথা ছাড়া কেবলই সুরের মার্সা রিয়েলকে দেশের জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া হয় ৷ তারপর থেকে বিশ্ব ফুটবলের আসরেই হোক কিংবা অভ্যন্তরীণ রাষ্ট্রীয় অনুষ্ঠান, শুধুই সুরে বাজে স্পেনের জাতীয় সংগীত ৷ তবে, জাতীয় সংগীতের কথার সন্ধান কিন্তু থামেনি ৷
সম্প্রতি, 2007 সালেও মার্সা রিয়েলের জন্য কথা আহ্বান করা হয় জাতীয় স্তরে৷ ঘটনায় তীব্র উৎসাহ তৈরি হয় দেশে৷ এক ডাকে 7 হাজার কথা জমা পড়ে ৷ কিন্তু, আগের মতোই এবারও কথা পছন্দ হয়নি সর্বসম্মতিক্রমে ৷
স্পেন ছাড়াও সান মারিনা, কসোভো ও বসনিয়া-হার্জিগোভিনার মতো দেশের ঘটনাও এক ৷ এদেরও জাতীয় সংগীত মানে কেবল সুর ৷ সবার তো আর রবীন্দ্রনাথ থাকে না !