ETV Bharat / international

Elon Musk: টুইটার কর্তাকে 'সতর্ক' করে মেসেজ পাঠিয়েছিলেন ইলন মাস্ক ! দাবি সূত্রের - সতর্কবার্তা

চুক্তিভঙ্গের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই টেসলার (Tesla) সিইও ইলন মাস্কের (Elon Musk) বিরুদ্ধে মামলা করেছে টুইটার (Twitter) কর্তৃপক্ষ ৷ তারই মধ্য়ে সামনে এল নতুন তথ্য ৷ সূত্রের দাবি, গত 28 জুন টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agrawal) 'সতর্ক বার্তা' (Warning Text) পাঠিয়েছিলেন ইলন মাস্ক !

sources claims Elon Musk sent warning text to Twitter CEO Parag Agrawal
Elon Musk: টুইটার কর্তাকে 'সতর্ক' করে মেসেজ পাঠিয়েছিলেন ইলন মাস্ক ! দাবি সূত্রের
author img

By

Published : Jul 17, 2022, 1:54 PM IST

ওয়াশিংটন, 17 জুলাই: টুইটার (Twitter) কর্তৃপক্ষের সঙ্গে টেসলার (Tesla) সিইও ইলন মাস্কের (Elon Musk) টানাপোড়েন অব্যাহত ৷ সেই আবহেই জানা গেল, গত 28 জুন টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agrawal) একটি টেক্সট মেসেজ করেছিলেন ইলন ৷ সেই মেসেজে টেসলা কর্তা নাকি টুইটারের সিইও-কে 'সতর্ক' করেছিলেন ! ইলন পরাগকে জানিয়েছিলেন, তিনি টুইটার অধিগ্রণের কথা ভাবার পরই বেশ কিছু আর্থিক তথ্য চেয়ে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, সংস্থার আইনজীবীরা সেই প্রক্রিয়ায় সমস্য়া তৈরি করার চেষ্টা করছেন ৷ এই ঘটনা নিয়ে ইলন পরাগকে 'সতর্ক' করেছিলেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ তিনি ওই আইনজীবীদের এই ধরনের হস্তক্ষেপ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন ৷

ইলন মাস্ক সেদিন পরাগ আগরওয়ালকে যে মেসেজটি (Warning Text) পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, "আপনাদের আইনজীবীরা এইসব কথোপকথন ব্যবহার করে সমস্য়া তৈরির চেষ্টা করছেন ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷" সূত্রের দাবি, ইলন যখন এই মেসেজ পাঠিয়েছিলেন, তখনও পর্যন্ত টুইটার অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির কাজ সম্পূর্ণ হয়নি ৷ প্রসঙ্গত, টুইটার অধিগ্রহণ সংক্রান্ত যে চুক্তি ইলন মাস্ক করেছিলেন, তার আর্থিক মূল্য 4 হাজার 400 কোটি মার্কিন ডলার ৷ কিন্তু, হঠাৎই ইলন সেই চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপরই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে টুইটার কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: চুক্তিভঙ্গের মামলা! ব্যঙ্গাত্মক টুইটে সংস্থাকে পালটা বিঁধলেন মাস্ক

গত মঙ্গলবার ডেলাওয়্য়ারের চ্য়ানসেরি আদালতে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভণ্ডামীর অভিযোগ আনা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এই পদক্ষেপের জেরে ইলন মাস্ক বনাম টুইটারের লড়াই আরও দীর্ঘায়িত হবে ৷ চুক্তি অনুসারে, টুইটারের প্রতিটি শেয়ারের জন্য 54.20 মার্কিন ডলার দেওয়ার কথা ইলনের ৷ কিন্তু, তিনি এখন আর সেই টাকা দিতে রাজি নন ৷ অন্যদিকে, টুইটার চায় কোনওভাবেই টেসলা কর্তা যেন এই চুক্তি ভঙ্গ করতে না পারেন ! আইনজীবী মহলের একাংশের অভিমত, এই দড়ি টানাটানি সহজে মিটবে না ৷ যদি না এক পক্ষ অন্য পক্ষের কথা মেনে নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি হয় !

ওয়াশিংটন, 17 জুলাই: টুইটার (Twitter) কর্তৃপক্ষের সঙ্গে টেসলার (Tesla) সিইও ইলন মাস্কের (Elon Musk) টানাপোড়েন অব্যাহত ৷ সেই আবহেই জানা গেল, গত 28 জুন টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agrawal) একটি টেক্সট মেসেজ করেছিলেন ইলন ৷ সেই মেসেজে টেসলা কর্তা নাকি টুইটারের সিইও-কে 'সতর্ক' করেছিলেন ! ইলন পরাগকে জানিয়েছিলেন, তিনি টুইটার অধিগ্রণের কথা ভাবার পরই বেশ কিছু আর্থিক তথ্য চেয়ে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, সংস্থার আইনজীবীরা সেই প্রক্রিয়ায় সমস্য়া তৈরি করার চেষ্টা করছেন ৷ এই ঘটনা নিয়ে ইলন পরাগকে 'সতর্ক' করেছিলেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ তিনি ওই আইনজীবীদের এই ধরনের হস্তক্ষেপ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন ৷

ইলন মাস্ক সেদিন পরাগ আগরওয়ালকে যে মেসেজটি (Warning Text) পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, "আপনাদের আইনজীবীরা এইসব কথোপকথন ব্যবহার করে সমস্য়া তৈরির চেষ্টা করছেন ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷" সূত্রের দাবি, ইলন যখন এই মেসেজ পাঠিয়েছিলেন, তখনও পর্যন্ত টুইটার অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির কাজ সম্পূর্ণ হয়নি ৷ প্রসঙ্গত, টুইটার অধিগ্রহণ সংক্রান্ত যে চুক্তি ইলন মাস্ক করেছিলেন, তার আর্থিক মূল্য 4 হাজার 400 কোটি মার্কিন ডলার ৷ কিন্তু, হঠাৎই ইলন সেই চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপরই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে টুইটার কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: চুক্তিভঙ্গের মামলা! ব্যঙ্গাত্মক টুইটে সংস্থাকে পালটা বিঁধলেন মাস্ক

গত মঙ্গলবার ডেলাওয়্য়ারের চ্য়ানসেরি আদালতে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভণ্ডামীর অভিযোগ আনা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এই পদক্ষেপের জেরে ইলন মাস্ক বনাম টুইটারের লড়াই আরও দীর্ঘায়িত হবে ৷ চুক্তি অনুসারে, টুইটারের প্রতিটি শেয়ারের জন্য 54.20 মার্কিন ডলার দেওয়ার কথা ইলনের ৷ কিন্তু, তিনি এখন আর সেই টাকা দিতে রাজি নন ৷ অন্যদিকে, টুইটার চায় কোনওভাবেই টেসলা কর্তা যেন এই চুক্তি ভঙ্গ করতে না পারেন ! আইনজীবী মহলের একাংশের অভিমত, এই দড়ি টানাটানি সহজে মিটবে না ৷ যদি না এক পক্ষ অন্য পক্ষের কথা মেনে নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি হয় !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.