ওয়াশিংটন, 19 ডিসেম্বর: টুইটারে (Twitter) গত কয়েকদিন ধরে নীতিগত পরিবর্তনের ঝড় তোলার পর, টুইটারের সিইও ইলন মাস্ক (Elon Musk) ওই মাইক্রোব্লগিং ওয়েবসাইটে একটি পোল শুরু করেছেন ৷ সেখানে লক্ষ লক্ষ ব্যবহারকারীকে জিজ্ঞাসা করেছেন যে তাঁর টুইটারের প্রধান হওয়া উচিত কি না । তিনি এক টুইটে প্রশ্ন করেছেন, ‘‘আমার কি টুইটারের প্রধান পদ থেকে পদত্যাগ করা উচিত ? আমি এই ভোটের ফলাফল অনুযায়ী কাজ করব ।’’
তিনি আরেকটি টুইটে বলেছেন, ‘‘প্রধান নীতিগত পরিবর্তনের জন্য ভোট হবে । আমি ক্ষমাপ্রার্থী ৷ আর এমন হবে না ৷’’ তৃতীয় একটি টুইটে তিনি বলেন, ‘‘যেমন বলা হয়ে থাকে যে আপনি যা চান, তা নিয়ে সতর্ক থাকুন ৷ কারণ আপনি হয়তো তা পেতে পারেন ।’’ এর আগে রবিবার টুইটারের তরফে ঘোষণা করা হয়েছিল যে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং মাস্টোডন (Mastodon)-সহ নির্দিষ্ট কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অন্যান্য অ্যাকাউন্টের প্রচারের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হবে ।
এদিকে টুইটার সাপোর্টের তরফে টুইট করা হয়েছে, ‘‘আমরা স্বীকার করি যে আমাদের অনেক ব্যবহারকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় । যাই হোক, আমরা আর টুইটারে নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিনামূল্যে প্রচারের অনুমতি দেব না ।’’ তাদের তরফে আরও জানানো হয়, ‘‘বিশেষত, আমরা অন্যান্য সামাজিক প্ল্যাটফর্ম এবং নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলির জন্য লিঙ্ক বা ব্যবহারকারীর নাম ধারণ করে এমন সামগ্রী প্রচারের উদ্দেশ্যে তৈরি করা অ্যাকাউন্টগুলি সরিয়ে দেব ৷’’ কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাস্টাডন, ট্রুথ সোশ্যাল (Truth Social), ট্রাইবাল (Tribal), নস্ট্রা (Nostra) ও পোস্ট (Post) ৷
এছাড়াও, টুইটার বলেছে যে এটি এখনও যেকোনও সোশ্যাল মিডিয়া মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সামগ্রী ক্রস-পোস্ট করার অনুমতি দেয় । উপরে তালিকাভুক্ত নয় এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লিঙ্ক বা ব্যবহারকারীর নাম পোস্ট করলে, তা এই নীতির লঙ্ঘনও হবে না । টুইটারের নিয়মে পরিবর্তন এমন এক সময়ে হচ্ছে, যখন মাস্ক এই প্ল্যাটফর্মে বড় নীতিগত পরিবর্তনের জন্য অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন ।
শুক্রবার, রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান যে তিনি ইলন মাস্কের টুইটার থেকে সাংবাদিকদের স্থগিতাদেশের সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিগ্ন ৷ এই সিদ্ধান্ত খুবই বিপজ্জনক বলে মনে করেন তিনি ৷ গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সাংবাদিক বৈঠকে বলেছেন, "টুইটারে সাংবাদিকদের অ্যাকাউন্ট নির্বিচারে সাসপেন্ড করায় গভীরভাবে বিরক্ত ।"
তিনি বলেন, ‘‘মত প্রকাশের স্বাধীনতার দাবি করে এমন একটি প্ল্যাটফর্মে মিডিয়ার কণ্ঠকে স্তব্ধ করা উচিত নয় । এই পদক্ষেপটি এমন একটি বিপজ্জনক নজির তৈরি করেছে যখন বিশ্বজুড়ে সাংবাদিকরা সেন্সরশিপ, হুমকি এবং আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন ।’’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার টুইটার অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট ব্লক করে দেয় ৷ ওই ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টে সাসপেনশন নোটিশ দেখাচ্ছে । এই নিয়ে সমালোচনা শুরু হওয়ায় ৷ ওই অ্যাকাউন্টগুলিকে আবার চালু করা হয় ৷
আরও পড়ুন: 'কু'কে সাসপেন্ড করল টুইটার ! 'বিকল্প আমরা', ইলন মাস্ককে চ্যালেঞ্জ মায়াঙ্কের