জলন্ধর, 18 মার্চ: পড়ুয়াদের দেশে ফেরানোর উদ্যোগ নিতে চলেছে বিজেপি সরকার ৷ কানাডার অন্টারিওতে টরেন্টো কলেজ থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে চিঠি দিল কেন্দ্র ৷ জলন্ধরের এক ট্র্যাভেল এজেন্ট প্রতি পড়ুয়া পিছু 16-20 লক্ষ টাকা নিয়ে ভুয়ো নথি এবং সার্টিফিকেট তৈরি করে ৷ তারপর পড়ুয়াদের কানাডায় নিয়ে যায় ৷ কিন্তু সেখানে সার্টিফিকেটগুলি যে ভুয়ো তা ধরা পড়ে যায় ৷ তাই সেখান থেকে এবার ভারতে আসতে হবে পড়ুয়াদের (Indian students in Canada face deportation from Canada) ৷
16 মার্চ বৃহস্পতিবার, ওই ট্র্যাভেল এজেন্টের (fraudulant Jalandhar-based travel agent ) অফিসের হদিশ পায় জলন্ধরের পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 6 মাস ধরে ওই অফিসটি বন্ধ ৷ মনে করা হচ্ছে, এই জালিয়াতি করার পর ওই ট্রাভেল এজেন্ট ফেরার হয়ে গিয়েছে ৷ ডিসিপি ভতসালা গুপ্তা জানান, জলন্ধরের গ্রিন পার্কে এক ট্র্যাভেল এজেন্ট এ ধরনের কাজ-কারবার করত ৷ সে পড়ুয়াদের কানাডায় পাঠিয়েছে ৷ কিন্তু তাদের এবার দেশে ফিরতে হবে ৷ পড়ুয়াদের সংখ্যা প্রায় 700 ৷
ডিসিপি জানান, তাঁর কাছে এখনও পর্যন্ত ট্রাভেল এজেন্টকে নিয়ে বা এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি ৷ কিন্তু তাঁরা স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত করছেন ৷ তিনি জানিয়েছেন, ওই ঠকবাজ ট্রাভেল এজেন্টের অফিস গত 6 মাস ধরে বন্ধ রয়েছে ৷ পড়ুয়াদের কোনও নথিভুক্ত অভিবাসন এজেন্টের কাছ থেকে নথি সংগ্রহ করা উচিত ছিল ৷ এ ধরনের ভুয়ো এজেন্টরা মানুষকে ঠকিয়ে টাকা লুঠ করে বিদেশে পালিয়ে যায় ৷ তাই এরকম এজেন্টদের সম্পর্কে সচেতন থাকা উচিত ৷
ডিসিপি আরও জানান, জালিয়াতির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানানো উচিত, যাতে পুলিশ সেই ঘটনায় পদক্ষেপ করতে পারে ৷ কানাডা থেকে 700 জন পড়ুয়াকে বহিষ্কারের ব্যাপারে কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি ৷ জানা গিয়েছে, 2018-19 সালে পড়াশোনা করার ভিসা নিয়ে পড়ুয়ারা কানাডায় গিয়েছিলেন ৷ কিন্তু তাঁদের নথি যে ভুয়ো, তা সম্প্রতি সামনে আসে ৷ উত্তর আমেরিকার দেশে 'পার্মানেন্ট রেসিডেন্স'-এর (Permanent Residence to north american countries) আবেদন করতে গিয়ে মিথ্যে তথ্য ধরা পড়ে যায় ৷ কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 'অ্যাডমিশন অফার লেটারস'-এর আবেদন খতিয়ে দেখে বুঝতে পারে পড়ুয়াদের দেওয়া তথ্য ভুয়ো ৷ কানাডার বর্ডার সিকিউরিটি এজেন্সি (Canadian Border Security Agency) ওই পড়ুয়াদের ভারতে ফিরে যাওয়ার (Deportation letter) চিঠি দেয় ৷ 2022 সালের এপ্রিল-মে মাস নাগাদ পড়ুয়ারা এই নোটিশ পায় ৷ বহু পড়ুয়া এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয় ৷ কিন্তু তাঁরা হেরে গিয়েছেন ৷ তাই এবার তাঁদের ভারতে ফিরে আসতে হবে ৷ তবে এখনও বেশ কয়েকজন পড়ুয়া আদালতে মামলা লড়ছে ৷
আরও পড়ুন: কানাডায় ঘুরতে এসে চাকরির অফার ? প্রয়োজন নেই দেশে ফেরার !